কুমিল্লায় খাদ্যপণ্যে জালিয়াতির দায়ে একলাখ টাকা জরিমানা 

বাসস
প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ২০:৫৩
সোমবার কুমিল্লায় হাউজিং স্টেট এলাকায় ভ্রাম্যমাণ আদালত ও বিএসটিআইয়ের অভিযানে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। ছবি: বাসস

কুমিল্লা (দক্ষিণ), ১০ মার্চ ২০২৫ (বাসস) : জেলায় আজ খাদ্যপণ্যে জালিয়াতি ও মেয়াদোত্তীর্ণ পণ্য মজুদের অভিযোগ একটি ব্যবসা প্রতিষ্ঠানকে একলাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ সোমবার বিকাল সাড়ে চারটায় জেলার আদর্শ সদর উপজেলার হাউজিং স্টেট এলাকায় ভ্রাম্যমাণ আদালত ও বিএসটিআই- এর অভিযানে নূর ট্রেডার্স নামক প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়। 

বিএসটিআই ও কুমিল্লা জেলা প্রশাসনের যৌথ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন আক্তার শিফা এবং শ্রী রতন কুমার দত্ত। 

এসময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই, কুমিল্লা কার্যালয়ের কর্মকর্তা ইকবাল আহাম্মদ, পরিদর্শক আরিফ উদ্দিন (মেট্রোলজি) প্রমুখ।

কুমিল্লায় বিএসটিআই- এর উপ-পরিচালক কে এম হানিফ জানান, জেলার আদর্শ সদর উপজেলার হাউজিং স্টেট এলাকায় অবস্থিত নূর ট্রেডার্স নামক প্রতিষ্ঠানটি বিএসটিআই থেকে গুণগত মান পরীক্ষণ এবং মোড়কজাত সনদ গ্রহণ ব্যতীত 'ব্ল্যাক টি' ও 'সরিষার তেল' পণ্য মোড়কজাত এবং বিক্রয়-বিতরণ করছিল। এছাড়া মেয়াদোত্তীর্ণ 'ব্ল্যাক টি' বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল। 

তিনি জানান, খাদ্যপণ্যে জালিয়াতি ও মেয়াদোত্তীর্ণ পণ্য মজুদের দায়ে নূর ট্রেডার্সকে মোট একলাখ টাকা জরিমানা করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম
গুণগতমান ঠিক রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প সম্পন্নের নির্দেশ সেতু সচিবের
নিম্নমানের কাগজে পাঠ্যপুস্তক মুদ্রণ করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের অভিযান
শ্রমিক জাগরণের লক্ষ্যে ঢাকায় মহাসমাবেশ সফল করতে শিমুল বিশ্বাসের আহবান
ডিএমপিতে সেপ্টেম্বর মাসে সংক্ষিপ্ত বিচারে ২৫৭টি মামলা নিষ্পত্তি
দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও তুরস্ক আলোচনা
শিক্ষার্থী হত্যা : সাবেক ধামরাই উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেছসহ পাঁচজন রিমান্ডে
লড়াই করে হারল বাংলাদেশ
ইউনেস্কোর সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়ে শিক্ষা উপদেষ্টার অভিনন্দন 
গ্রিস উপকূলে নৌকাডুবিতে ৪ অভিবাসী নিহত
১০