সীমান্তে দশ বছরে ৩শ’ ৫ বাংলাদেশিকে হত্যা : এইচআরএসএস

বাসস
প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ২০:৫৮ আপডেট: : ১০ মার্চ ২০২৫, ২১:০১

ঢাকা, ১০ মার্চ, ২০২৫ (বাসস) : গত ১০ বছরে বাংলাদেশ-ভারত সীমান্তে ৩০৫ বাংলাদেশিকে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)-এর এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। 

এইচআরএসএস’র তথ্যমতে, ২০১৫ সালে ৪৩ জন, ২০১৬ সালে ২৮, ২০১৭ সালে ৩০, ২০১৮ সালে ১৫, ২০১৯ সালে ৪২, ২০২০ সালে ৫১, ২০২১ সালে ১৭, ২০২২ সালে ২৩, ২০২৩ সালে ৩০ ও ২০২৪ সালে ২৬ জন বাংলাদেশি নাগরিক বিএসএফ’র গুলিতে নিহত হয়েছে। এছাড়াও এই দশ বছরে সীমান্তে সংঘর্ষের ঘটনায় ২৮২ বাংলাদেশি আহত হয়। 

প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্তে বিএসএফ কর্তৃক শুধু ২০২৪ সালে ৫৭টি হামলার ঘটনায় ঘটে। ২০২৫ সালের জানুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত বিএসএফ কর্তৃক ১৫টি হামলার ঘটনায় ৪ জন বাংলাদেশি নিহত, ১০ জন আহত, ৫ জন গুলিবিদ্ধ হয়। এসময় সীমান্তে ভারতীয় নাগরিক ও খাসিয়াদের হামলায় ৩ জন বাংলাদেশি নিহত হয়েছেন। 

সীমান্তে হত্যাকাণ্ড বন্ধের আহ্বান জানিয়ে মানবাধিকার সংস্থাটি জানিয়েছে, বিভিন্ন সময়ে দ্বিপাক্ষিক বৈঠকে সীমান্তে হত্যাকাণ্ড শূন্যের কোঠায় নিয়ে আসার ব্যাপারে বাংলাদেশ ও ভারত সিদ্ধান্ত নিলেও এই ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটছে। আমরা উভয় দেশের কর্তৃপক্ষকে এই সংকটের স্থায়ী সমাধানের লক্ষ্যে গঠনমূলক সংলাপ এবং কার্যকরী পদক্ষেপ গ্রহণের মধ্য দিয়ে সীমান্তে হত্যাকাণ্ডের সংখ্যা প্রকৃতপক্ষে শূন্যে নিয়ে আসার বিষয়ে আহ্বান জানাই।

এছাড়া সীমান্তে পূর্ববর্তী সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে বিচার নিশ্চিত করতে আহ্বান জানিয়েছে সংস্থাটি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেরপুরে ৩১ দফা বাস্তবায়নে উঠান বৈঠক
অর্থনৈতিক বার্তা ছড়িয়ে দিতে দেশজুড়ে সফরের পরিকল্পনা ট্রাম্পের
শিশুদের ইনডোর জীবনযাপনে মায়োপিয়ার ঝুঁকি বাড়ছে: অধ্যাপক ডা. মনিরুজ্জামান
উত্তরার মুগ্ধমঞ্চে সন্ত্রাসবিরোধী নাগরিক সমাবেশ অনুষ্ঠিত
রাজশাহী, খুলনা, বরিশাল ও ময়মনসিংহে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ
বিশ্ব ডায়াবেটিস দিবস কাল
ডেঙ্গু আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৩৩
ঘুষ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দুদকের তিন অভিযান
কৃষি যান্ত্রিকীকরণের ফলে কম সময় ও খরচে উৎপাদন বেড়েছে: সিলেটে কর্মশালায় বক্তারা
ঢাকাসহ ২৩ জেলায় নতুন ডিসি নিয়োগ
১০