চট্টগ্রামে ডিলারের গুদামে মিললো হাজার হাজার লিটার সয়াবিন, জরিমানা

বাসস
প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ২৩:২৯
সোমবার চট্টগ্রামে ৬ হাজার লিটার তেল মজুদ করে রাখা গুদামের খোঁজ পায় ভোক্তা অধিকার অধিদপ্তর। ছবি: বাসস

চট্টগ্রাম, ১০ মার্চ, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে একটি প্রতিষ্ঠানের গুদামে মিলেছে মজুদ করে রাখা প্রায় ৬ হাজার ৭শ’ লিটার সয়াবিন তেল। প্রতিষ্ঠানটিকে বাজারে ভোজ্যতেলের সংকট সৃষ্টি এবং সয়াবিন তেল বিক্রির সঙ্গে শর্তসাপেক্ষে অপ্রচলিত পণ্য নিতে ক্রেতাদের বাধ্য করার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১০ মার্চ) ওই এলাকায় অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ফয়েজ উল্যাহ। অভিযানে আরো উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান।

ভোক্তা অধিকার চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ফয়েজ উল্যাহ জানান, চান্দগাঁওয়ের খতিবের হাট মসজিদ গলিতে মেসার্স এম এম এন্টারপ্রাইজে ৪২৩ কার্টুন সয়াবিন তেলের মজুদ পাওয়া যায়। যা হিসাবের খাতার চেয়েও শতাধিক কার্টন বেশি। লিটারের হিসেবে প্রায় ৬ হাজার ৭শ’ লিটার। প্রতিষ্ঠানের প্রোপাইটর মো. মহিউদ্দিন টি.কে গ্রুপের ডিলার। প্রতিষ্ঠানটি বাজারে ভোজ্যতেলের সংকট সৃষ্টি এবং সয়াবিন তেল বিক্রির সঙ্গে শর্তসাপেক্ষে অপ্রচলিত পণ্য নিতে ক্রেতাদের বাধ্য করছিল। যার ফলে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। শর্ত ছাড়া মজুদকৃত তেল খুচরা বিক্রেতাদের কাছে পাইকারি দামে বিক্রি করার ব্যবস্থা করা হয়েছে। এদিকে, নগরের চান্দগাঁও আবাসিক এলাকায় ‘আল রায়া’ সুপার শপকেও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ওই সুপার শপে মেয়াদোত্তীর্ণ চানাচুর, অননুমোদিত বিদেশি প্রসাধনী, দুধ, ঘি এবং নকল পণ্য ছিল। এছাড়াও, প্রতিষ্ঠানটি সয়াবিন তেল লুকিয়ে গুদামজাত করেছিল।

ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান জানান, আজকের অভিযানে দুই প্রতিষ্ঠানে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসাথে বহদ্দারহাট কাঁচা বাজারে অন্যান্য মুদি দোকানিদের ভোক্তা অধিকার বিরোধী সকল ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। জনস্বার্থের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মহেশখালী-মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর মাছ রপ্তানি বাড়াবে
সমাজে বৈষম্য উত্তরণের কথা শাহ আব্দুল করিমের গানে ওঠে এসেছে
জাবিতে আগামীকাল ক্লাস-পরীক্ষা বন্ধ
ঝিনাইদহে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপি’র মতবিনিময় সভা
সামাজিক অবক্ষয় ও পারিবারিক সংগ্রামের মঞ্চ নাটক ‘গগনে গর্জিছে’
ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী চারজনসহ আওয়ামী লীগের সাত নেতাকর্মী গ্রেফতার
খুলনার ডুমুরিয়ায় জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধানের পথ খোঁজা হচ্ছে
লক্ষ্মীপুরে শিল্পকলা একাডেমি সম্মাননা পেলেন ১৯ গুণী শিল্পী
চট্টগ্রাম বন্দরে কনটেইনার থেকে মালামাল চুরি, ট্রাকসহ ১জন গ্রেপ্তার
খুলনায় এ বছর ভোটার বেড়েছে ৭৮ হাজার ৩৭২ জন
১০