লক্ষ্মীপুরে খাদ্যপণ্যে জালিয়াতি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

বাসস
প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ১২:৪৮
লক্ষ্মীপুরে খাদ্যপণ্যে জালিয়াতির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ছবি: বাসস

লক্ষ্মীপুর, ১১ মার্চ, ২০২৫ (বাসস) : জেলায় গতরাতে খাদ্যপণ্যে জালিয়াতির দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

নিম্নমানের ভেজাল শিশু খাদ্য, নকল চাষী ভাই চাল ও বনফুল লাচ্ছি সেমাইসহ বিপুল ভেজাল খাদ্যদ্রব্য মজুদ, সরবরাহ ও বিক্রির অভিযোগে অক্ষয় স্টোর মালিক আকাশ চন্দ্র সাহাকে ১ লাখ টাকা। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন করার অভিযোগে জামাল বেকারির মালিক তৌহিদুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার সকাল ১০টায় বিষয়টি নিশ্চিত করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা  ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জামশেদ আলম রানা। এর আগে সোমবার রাত সাড়ে ১০টার দিকে শহরের বাঞ্চানগর ও বাসটার্মিনাল এলাকায় এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামশেদ আলম রানার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত। এসময় উপস্থিত ছিলেন, জেলা নিরাপদ খাদ্য অফিসার ডা. সুমধুচক্রবর্তী,  সদর ও কমলনগর উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক তাজুল ইসলাম ও রিয়াজ উদ্দিনসহ সেনাবাহিনী ও পুলিশ । 

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামশেদ আলম রানা বলেন, রমজান জুড়ে অভিযান চলবে। যেন ভোক্তাদের সঙ্গে কোন ধরনের প্রতারণা ও দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণ রাখতে জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রতিদিন অভিযান চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় দুইটি প্রতিষ্ঠানকে ১ লাখ ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
উত্তরার মুগ্ধমঞ্চে সন্ত্রাসবিরোধী নাগরিক সমাবেশ অনুষ্ঠিত
রাজশাহী, খুলনা, বরিশাল ও ময়মনসিংহে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ
বিশ্ব ডায়াবেটিস দিবস কাল
ডেঙ্গু আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৩৩
ঘুষ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দুদকের তিন অভিযান
কৃষি যান্ত্রিকীকরণের ফলে কম সময় ও খরচে উৎপাদন বেড়েছে: সিলেটে কর্মশালায় বক্তারা
ঢাকাসহ ২৩ জেলায় নতুন ডিসি নিয়োগ
প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি
নেপালের সাথে বাংলাদেশের হতাশাজনক ড্র
ছয়টি বিনিয়োগ সংস্থার একীভূতকরণ প্রস্তাব পরীক্ষা করতে কমিটি গঠন
১০