লক্ষ্মীপুরে খাদ্যপণ্যে জালিয়াতি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

বাসস
প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ১২:৪৮
লক্ষ্মীপুরে খাদ্যপণ্যে জালিয়াতির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ছবি: বাসস

লক্ষ্মীপুর, ১১ মার্চ, ২০২৫ (বাসস) : জেলায় গতরাতে খাদ্যপণ্যে জালিয়াতির দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

নিম্নমানের ভেজাল শিশু খাদ্য, নকল চাষী ভাই চাল ও বনফুল লাচ্ছি সেমাইসহ বিপুল ভেজাল খাদ্যদ্রব্য মজুদ, সরবরাহ ও বিক্রির অভিযোগে অক্ষয় স্টোর মালিক আকাশ চন্দ্র সাহাকে ১ লাখ টাকা। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন করার অভিযোগে জামাল বেকারির মালিক তৌহিদুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার সকাল ১০টায় বিষয়টি নিশ্চিত করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা  ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জামশেদ আলম রানা। এর আগে সোমবার রাত সাড়ে ১০টার দিকে শহরের বাঞ্চানগর ও বাসটার্মিনাল এলাকায় এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামশেদ আলম রানার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত। এসময় উপস্থিত ছিলেন, জেলা নিরাপদ খাদ্য অফিসার ডা. সুমধুচক্রবর্তী,  সদর ও কমলনগর উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক তাজুল ইসলাম ও রিয়াজ উদ্দিনসহ সেনাবাহিনী ও পুলিশ । 

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামশেদ আলম রানা বলেন, রমজান জুড়ে অভিযান চলবে। যেন ভোক্তাদের সঙ্গে কোন ধরনের প্রতারণা ও দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণ রাখতে জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রতিদিন অভিযান চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় দুইটি প্রতিষ্ঠানকে ১ লাখ ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মহেশখালী-মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর মাছ রপ্তানি বাড়াবে
সমাজে বৈষম্য উত্তরণের কথা শাহ আব্দুল করিমের গানে ওঠে এসেছে
জাবিতে আগামীকাল ক্লাস-পরীক্ষা বন্ধ
ঝিনাইদহে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপি’র মতবিনিময় সভা
সামাজিক অবক্ষয় ও পারিবারিক সংগ্রামের মঞ্চ নাটক ‘গগনে গর্জিছে’
ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী চারজনসহ আওয়ামী লীগের সাত নেতাকর্মী গ্রেফতার
খুলনার ডুমুরিয়ায় জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধানের পথ খোঁজা হচ্ছে
লক্ষ্মীপুরে শিল্পকলা একাডেমি সম্মাননা পেলেন ১৯ গুণী শিল্পী
চট্টগ্রাম বন্দরে কনটেইনার থেকে মালামাল চুরি, ট্রাকসহ ১জন গ্রেপ্তার
খুলনায় এ বছর ভোটার বেড়েছে ৭৮ হাজার ৩৭২ জন
১০