লক্ষ্মীপুরে খাদ্যপণ্যে জালিয়াতি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

বাসস
প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ১২:৪৮
লক্ষ্মীপুরে খাদ্যপণ্যে জালিয়াতির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ছবি: বাসস

লক্ষ্মীপুর, ১১ মার্চ, ২০২৫ (বাসস) : জেলায় গতরাতে খাদ্যপণ্যে জালিয়াতির দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

নিম্নমানের ভেজাল শিশু খাদ্য, নকল চাষী ভাই চাল ও বনফুল লাচ্ছি সেমাইসহ বিপুল ভেজাল খাদ্যদ্রব্য মজুদ, সরবরাহ ও বিক্রির অভিযোগে অক্ষয় স্টোর মালিক আকাশ চন্দ্র সাহাকে ১ লাখ টাকা। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন করার অভিযোগে জামাল বেকারির মালিক তৌহিদুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার সকাল ১০টায় বিষয়টি নিশ্চিত করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা  ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জামশেদ আলম রানা। এর আগে সোমবার রাত সাড়ে ১০টার দিকে শহরের বাঞ্চানগর ও বাসটার্মিনাল এলাকায় এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামশেদ আলম রানার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত। এসময় উপস্থিত ছিলেন, জেলা নিরাপদ খাদ্য অফিসার ডা. সুমধুচক্রবর্তী,  সদর ও কমলনগর উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক তাজুল ইসলাম ও রিয়াজ উদ্দিনসহ সেনাবাহিনী ও পুলিশ । 

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামশেদ আলম রানা বলেন, রমজান জুড়ে অভিযান চলবে। যেন ভোক্তাদের সঙ্গে কোন ধরনের প্রতারণা ও দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণ রাখতে জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রতিদিন অভিযান চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় দুইটি প্রতিষ্ঠানকে ১ লাখ ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম
গুণগতমান ঠিক রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প সম্পন্নের নির্দেশ সেতু সচিবের
নিম্নমানের কাগজে পাঠ্যপুস্তক মুদ্রণ করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের অভিযান
শ্রমিক জাগরণের লক্ষ্যে ঢাকায় মহাসমাবেশ সফল করতে শিমুল বিশ্বাসের আহবান
ডিএমপিতে সেপ্টেম্বর মাসে সংক্ষিপ্ত বিচারে ২৫৭টি মামলা নিষ্পত্তি
দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও তুরস্ক আলোচনা
শিক্ষার্থী হত্যা : সাবেক ধামরাই উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেছসহ পাঁচজন রিমান্ডে
লড়াই করে হারল বাংলাদেশ
ইউনেস্কোর সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়ে শিক্ষা উপদেষ্টার অভিনন্দন 
গ্রিস উপকূলে নৌকাডুবিতে ৪ অভিবাসী নিহত
১০