ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক থেকে অস্ত্রসহ ২ ডাকাত গ্রেফতার

বাসস
প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ১৪:২১
মঙ্গলবার দুপুরে কুমিল্লা জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন অস্ত্রসহ গ্রেফতারের তথ্য জানান কুমিল্লা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন। ছবি: বাসস

কুমিল্লা (দক্ষিণ), ১১মার্চ, ২০২৫ (বাসস) : ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক থেকে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে দুইটি বিদেশি পিস্তল, একটি দেশীয় তৈরি পাইপগান ও গুলি উদ্ধার করা হয়।

মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কুমিল্লা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, বিভিন্ন তথ্যর ভিত্তিতে সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার ভোর রাত পর্যন্ত মহাসড়কের দাউদকান্দির বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

এসময় মহাসড়কের দাউদকান্দির মোহন পাম্প এলাকায় আন্তঃজেলা ডাকাত দলের সদস্যদের অবস্থানের তথ্য পাওয়া যায়। সেখানে পুলিশ উপ-পরিদর্শক (এসআই) রিপন সরকার সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালায়। অভিযানে মোঃ মামুন (৩৭) নামে আন্ত:জেলা ডাকাত দলের একজন সক্রিয় সদস্যকে আটক করা হয়। সে দাউদকান্দি উপজেলার চরচারুয়া গ্রামের মোঃ ইউনুছ ছেলে। পরে মামুন এর তথ্য মতে তার অপর সহযোগী মোঃ আরিফ (৩১) মহাসড়কের গৌরপুর এলাকায় অবস্থানের কথা জানান। সেখানে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। আরিফ চট্টগ্রাম ডবলমুড়িং থানার মনসুরাবাদ গ্রামের মৃত আলী আকবর এর ছেলে। সে বর্তমানে দাউদকান্দি পৌরসভার তুজারভাঙ্গা গ্রামে ভাড়া থাকে।

অভিযানে আটক মামুন ও আরিফ এর বাসা বাড়িসহ বিভিন্ন স্থান থেকে ম্যাগাজিনসহ দুইটি বিদেশি পিস্তল, একটি দেশীয় তৈরি পাইপগান ও গুলি উদ্ধার করা হয়।

এ বিষয়ে দাউদকান্দি থানায় মামলা হয়েছে। এছাড়া আটক আসামিদের বিরুদ্ধে চারটি ডাকাতির মামলা রয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) রাশেদুজ্জামান,জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ প্রমুখ ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম
গুণগতমান ঠিক রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প সম্পন্নের নির্দেশ সেতু সচিবের
নিম্নমানের কাগজে পাঠ্যপুস্তক মুদ্রণ করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের অভিযান
শ্রমিক জাগরণের লক্ষ্যে ঢাকায় মহাসমাবেশ সফল করতে শিমুল বিশ্বাসের আহবান
ডিএমপিতে সেপ্টেম্বর মাসে সংক্ষিপ্ত বিচারে ২৫৭টি মামলা নিষ্পত্তি
দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও তুরস্ক আলোচনা
শিক্ষার্থী হত্যা : সাবেক ধামরাই উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেছসহ পাঁচজন রিমান্ডে
লড়াই করে হারল বাংলাদেশ
ইউনেস্কোর সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়ে শিক্ষা উপদেষ্টার অভিনন্দন 
গ্রিস উপকূলে নৌকাডুবিতে ৪ অভিবাসী নিহত
১০