ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক থেকে অস্ত্রসহ ২ ডাকাত গ্রেফতার

বাসস
প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ১৪:২১
মঙ্গলবার দুপুরে কুমিল্লা জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন অস্ত্রসহ গ্রেফতারের তথ্য জানান কুমিল্লা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন। ছবি: বাসস

কুমিল্লা (দক্ষিণ), ১১মার্চ, ২০২৫ (বাসস) : ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক থেকে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে দুইটি বিদেশি পিস্তল, একটি দেশীয় তৈরি পাইপগান ও গুলি উদ্ধার করা হয়।

মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কুমিল্লা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, বিভিন্ন তথ্যর ভিত্তিতে সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার ভোর রাত পর্যন্ত মহাসড়কের দাউদকান্দির বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

এসময় মহাসড়কের দাউদকান্দির মোহন পাম্প এলাকায় আন্তঃজেলা ডাকাত দলের সদস্যদের অবস্থানের তথ্য পাওয়া যায়। সেখানে পুলিশ উপ-পরিদর্শক (এসআই) রিপন সরকার সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালায়। অভিযানে মোঃ মামুন (৩৭) নামে আন্ত:জেলা ডাকাত দলের একজন সক্রিয় সদস্যকে আটক করা হয়। সে দাউদকান্দি উপজেলার চরচারুয়া গ্রামের মোঃ ইউনুছ ছেলে। পরে মামুন এর তথ্য মতে তার অপর সহযোগী মোঃ আরিফ (৩১) মহাসড়কের গৌরপুর এলাকায় অবস্থানের কথা জানান। সেখানে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। আরিফ চট্টগ্রাম ডবলমুড়িং থানার মনসুরাবাদ গ্রামের মৃত আলী আকবর এর ছেলে। সে বর্তমানে দাউদকান্দি পৌরসভার তুজারভাঙ্গা গ্রামে ভাড়া থাকে।

অভিযানে আটক মামুন ও আরিফ এর বাসা বাড়িসহ বিভিন্ন স্থান থেকে ম্যাগাজিনসহ দুইটি বিদেশি পিস্তল, একটি দেশীয় তৈরি পাইপগান ও গুলি উদ্ধার করা হয়।

এ বিষয়ে দাউদকান্দি থানায় মামলা হয়েছে। এছাড়া আটক আসামিদের বিরুদ্ধে চারটি ডাকাতির মামলা রয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) রাশেদুজ্জামান,জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ প্রমুখ ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মহেশখালী-মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর মাছ রপ্তানি বাড়াবে
সমাজে বৈষম্য উত্তরণের কথা শাহ আব্দুল করিমের গানে ওঠে এসেছে
জাবিতে আগামীকাল ক্লাস-পরীক্ষা বন্ধ
ঝিনাইদহে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপি’র মতবিনিময় সভা
সামাজিক অবক্ষয় ও পারিবারিক সংগ্রামের মঞ্চ নাটক ‘গগনে গর্জিছে’
ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী চারজনসহ আওয়ামী লীগের সাত নেতাকর্মী গ্রেফতার
খুলনার ডুমুরিয়ায় জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধানের পথ খোঁজা হচ্ছে
লক্ষ্মীপুরে শিল্পকলা একাডেমি সম্মাননা পেলেন ১৯ গুণী শিল্পী
চট্টগ্রাম বন্দরে কনটেইনার থেকে মালামাল চুরি, ট্রাকসহ ১জন গ্রেপ্তার
খুলনায় এ বছর ভোটার বেড়েছে ৭৮ হাজার ৩৭২ জন
১০