দিনাজপুর, ১১ মার্চ, ২০২৫ (বাসস) : হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) এর অন্যতম সংগঠন “রোটারেক্ট ক্লাব অব এইচএসটিইউ” এর উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর ২টায় হাবিপ্রবি'র নূর হোসেন হল মাঠে "রোটারেক্ট ক্লাব অব এইচএসটিইউ" এই ঈদ সামগ্রী বিতরণের আয়োজন করে।
ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের শিক্ষক ও ক্লাবের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মো. শাহাদাত হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফসল ও শারীরতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক সুব্রত কুমার প্রার্মানিক এবং অর্থনীতি বিভাগের প্রভাষক মো. আহসান হাবিব।
আরো উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি মো. সাগর ইসলাম, সহ-সভাপতি কৌশিক সরকার সহ প্রমুখ।
পরে ৫’শ অসহায়দের মাঝে পোলার চাল, চিনি, সেমাই, গুড়া দুধ, তেল বিতরণ করা হয়।