ভৈরবে মরা গরুর মাংস বিক্রি, কসাইকে এক মাসের কারাদণ্ড

বাসস
প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ১৬:১৩
মরা গরুর মাংস বিক্রি, কসাইকে এক মাসের কারাদণ্ড। ছবি : বাসস

কিশোরগঞ্জ, ১১ মার্চ, ২০২৫ (বাসস) : জেলার ভৈরবে মরা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাই খুরশিদকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। একই সঙ্গে  তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিলেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় পৌর শহরের গাছতলাঘাট বাজার এলাকার ভৈরব গোস্ত হাউজ নামের দোকানে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে,  আজ মঙ্গলবার তার ভৈরব গোস্ত হাউজ নামের দোকানে ক্রেতারা গরুর গোস্ত কিনতে গিয়ে জানতে পারে যে কসাই খুরশেদের কেনা গরুটি অসুস্থ হয়ে মারা যায়। মরা গুরুটি তড়িঘড়ি করে সে জবাই করে। ঘটনাটি একজন প্রত্যক্ষদর্শীর চোখে ধরা পড়ে। গোস্তের দোকানে এনে বিক্রি শুরু করলে ঘটনাটি এলাকায় জানাজানি হয়। পরে লোকজন তার দোকান ঘেরাও করে প্রতিবাদ জানায়। এমন খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদুয়ান আহমেদ রাফি ঘটনাস্থলে এসে তাকে জিজ্ঞাসা করলে সে তার অপরাধ স্বীকার করেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদুয়ান আহমেদ রাফি বলেন, কসাই খুরশেদ মরা গরুর মাংস বিক্রির কথা নিজে স্বীকার করলে তাকে ২৫ হাজার টাকা অর্থদনণ্ড ও একইসাথে একমাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। ভবিষ্যতে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
উত্তরার মুগ্ধমঞ্চে সন্ত্রাসবিরোধী নাগরিক সমাবেশ অনুষ্ঠিত
রাজশাহী, খুলনা, বরিশাল ও ময়মনসিংহে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ
বিশ্ব ডায়াবেটিস দিবস কাল
ডেঙ্গু আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৩৩
ঘুষ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দুদকের তিন অভিযান
কৃষি যান্ত্রিকীকরণের ফলে কম সময় ও খরচে উৎপাদন বেড়েছে: সিলেটে কর্মশালায় বক্তারা
ঢাকাসহ ২৩ জেলায় নতুন ডিসি নিয়োগ
প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি
নেপালের সাথে বাংলাদেশের হতাশাজনক ড্র
ছয়টি বিনিয়োগ সংস্থার একীভূতকরণ প্রস্তাব পরীক্ষা করতে কমিটি গঠন
১০