ভৈরবে মরা গরুর মাংস বিক্রি, কসাইকে এক মাসের কারাদণ্ড

বাসস
প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ১৬:১৩
মরা গরুর মাংস বিক্রি, কসাইকে এক মাসের কারাদণ্ড। ছবি : বাসস

কিশোরগঞ্জ, ১১ মার্চ, ২০২৫ (বাসস) : জেলার ভৈরবে মরা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাই খুরশিদকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। একই সঙ্গে  তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিলেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় পৌর শহরের গাছতলাঘাট বাজার এলাকার ভৈরব গোস্ত হাউজ নামের দোকানে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে,  আজ মঙ্গলবার তার ভৈরব গোস্ত হাউজ নামের দোকানে ক্রেতারা গরুর গোস্ত কিনতে গিয়ে জানতে পারে যে কসাই খুরশেদের কেনা গরুটি অসুস্থ হয়ে মারা যায়। মরা গুরুটি তড়িঘড়ি করে সে জবাই করে। ঘটনাটি একজন প্রত্যক্ষদর্শীর চোখে ধরা পড়ে। গোস্তের দোকানে এনে বিক্রি শুরু করলে ঘটনাটি এলাকায় জানাজানি হয়। পরে লোকজন তার দোকান ঘেরাও করে প্রতিবাদ জানায়। এমন খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদুয়ান আহমেদ রাফি ঘটনাস্থলে এসে তাকে জিজ্ঞাসা করলে সে তার অপরাধ স্বীকার করেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদুয়ান আহমেদ রাফি বলেন, কসাই খুরশেদ মরা গরুর মাংস বিক্রির কথা নিজে স্বীকার করলে তাকে ২৫ হাজার টাকা অর্থদনণ্ড ও একইসাথে একমাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। ভবিষ্যতে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মহেশখালী-মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর মাছ রপ্তানি বাড়াবে
সমাজে বৈষম্য উত্তরণের কথা শাহ আব্দুল করিমের গানে ওঠে এসেছে
জাবিতে আগামীকাল ক্লাস-পরীক্ষা বন্ধ
ঝিনাইদহে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপি’র মতবিনিময় সভা
সামাজিক অবক্ষয় ও পারিবারিক সংগ্রামের মঞ্চ নাটক ‘গগনে গর্জিছে’
ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী চারজনসহ আওয়ামী লীগের সাত নেতাকর্মী গ্রেফতার
খুলনার ডুমুরিয়ায় জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধানের পথ খোঁজা হচ্ছে
লক্ষ্মীপুরে শিল্পকলা একাডেমি সম্মাননা পেলেন ১৯ গুণী শিল্পী
চট্টগ্রাম বন্দরে কনটেইনার থেকে মালামাল চুরি, ট্রাকসহ ১জন গ্রেপ্তার
খুলনায় এ বছর ভোটার বেড়েছে ৭৮ হাজার ৩৭২ জন
১০