চট্টগ্রামের হালদা নদীতে অভিযানে ৬,৭০০ মিটার ঘেরাজাল জব্দ

বাসস
প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ১৭:৩১
অভিযানে ৬,৭০০ মিটার ঘেরাজাল জব্দ। ছবি : বাসস

চট্টগ্রাম, ১১ মার্চ, ২০২৫ (বাসস) : দেশের অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র চট্টগ্রামের হালদা নদীর হাটহাজারী অংশে অভিযান চালিয়ে ৬ হাজার ৭০০মিটার অবৈধ ঘেরাজাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

আজ মঙ্গলবার ভোরে নদীর রামদাস মুন্সিরহাট ও সত্তারঘাটসহ বিভিন্ন এলাকায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

জব্দকৃত জালের আনুমানিক মূল্য ২ লাখ ১৭ হাজার টাকা বলে জানান মৎস্য কর্মকর্তা। 

বিষয়টি নিশ্চিত করে তিনি আরও জানান, হালদা নদীতে রাত ১২টা থেকে ভোর সাড়ে ৩টা পর্যন্ত মৎস্য সংরক্ষণ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অবৈধভাবে মাছ শিকারের জন্য পাতানো আনুমানিক ৬ হাজার ৭০০মিটার চরঘেরা জাল জব্দ করা হয়েছে। 

হালদা পাড়ের রামদাস মুন্সিরহাট থেকে সত্তারঘাট হয়ে মেখল ইটভাটা এলাকা পর্যন্ত অভিযানটি পরিচালনা করা হয়। 

উপজেলা মৎস্য দপ্তর হাটহাজারী ও হালদা অস্থায়ী ফাঁড়ির নৌ-পুলিশের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়। 

পরে জব্দকৃত জাল নৌ-পুলিশের হেফাজতে রাখা হয়।

হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন, সংরক্ষণ ও মৎস্য সম্পদ রক্ষায় এ জাতীয় কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম
গুণগতমান ঠিক রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প সম্পন্নের নির্দেশ সেতু সচিবের
নিম্নমানের কাগজে পাঠ্যপুস্তক মুদ্রণ করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের অভিযান
শ্রমিক জাগরণের লক্ষ্যে ঢাকায় মহাসমাবেশ সফল করতে শিমুল বিশ্বাসের আহবান
ডিএমপিতে সেপ্টেম্বর মাসে সংক্ষিপ্ত বিচারে ২৫৭টি মামলা নিষ্পত্তি
দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও তুরস্ক আলোচনা
শিক্ষার্থী হত্যা : সাবেক ধামরাই উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেছসহ পাঁচজন রিমান্ডে
লড়াই করে হারল বাংলাদেশ
ইউনেস্কোর সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়ে শিক্ষা উপদেষ্টার অভিনন্দন 
গ্রিস উপকূলে নৌকাডুবিতে ৪ অভিবাসী নিহত
১০