সুনামগঞ্জে সাতটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

বাসস
প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ১৯:০২
বিভিন্ন অনিয়মের দায়ে সাতটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা। ছবি : বাসস

সুনামগঞ্জ, ১১ মার্চ ২০২৫ (বাসস) : জেলার সদর উপজেলায় আজ বিভিন্ন অনিয়মের দায়ে সাতটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১৪ হাজার তিনশ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত ও বাজার মনিটরিং কমিটি।

আজ মঙ্গলবার বিকাল সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত সদর উপজেলার টুকের বাজারে ও পৌর এলাকায় পৃথক অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। 

জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার (এনডিসি) সাকিবুর রহমানের নেতৃত্ব বাজার মনিটরিং এ অংশ নেন জেলা ক্যাবের সিনিয়র সহসভাপতি মো. দিলোয়ার হোসেন, সাধারণ সস্পাদক ও বাজার মনিটরিং কমিটির সদস্য  মোহাম্মদ শাহজাহান চৌধুরী প্রমুখ।  

এসময় সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রিফাতের নেতৃত্বে একদল পুলিশ সদস্য বাজার মনিটরিং কমিটিকে সহযোগিতা করেন।

বাজার মনিটরিং কমিটি সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালযের সহকারি কমিশনার সাকিবুর রহমানের নেতৃত্বে বাজার মনিটরিং কমিটি সুনামগঞ্জ শহরের স্টেশন রোড ও জগন্নাথবাড়ি রোডে এ অভিযান চালায়।

অভিযানকালে ফুটপাতে মালামাল রাখার দায়ে স্টেশন রোডের ফল ব্যবসায়ী হোসেনকে ২ হাজার টাকা, নষ্ট ফল রাখার দায়ে ফল ব্যবসায়ী সজিব দাসকে একহাজার টাকা, ফুটপাতে মালামাল রাখার দায়ে জগন্নাথবাড়ি রোডের মুদি দোবানী রনি ষ্টোরকে একহাজার টাকা, সত্যেন্দ্র দেবকে ২ হাজার টাকা, জয় ষ্টোরকে তিনশ’ টাকা, মেয়াদ উত্তীর্ণ মালামাল রাখা ও মালামাল রেখে ফুটপাত দখল করার দায়ে বাবুল এণ্ড সন্সকে তিনহাজার টাকা জরিমানা করা হয়েছে।

অপরদিকে, সদর উপজেলার টুকের বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখা ও ফ্রিজে নষ্ট ঔষধ রাখার দায়ের জামান মেডিকেল হলকে পাঁচহাজার টাকা জরিমানা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ দর্শী চাকমা।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝিনাইদহে যুবলীগ ও ছাত্রলীগের সাবেক সভাপতি ঢাকায় গ্রেফতার
খুলনায় যৌথবাহিনীর অভিযানে ৮ টন নিষিদ্ধ পলিথিন জব্দ
ব্যস্ত সড়ক এড়িয়ে বিকল্পস্থানে সভা-সমাবেশের অনুরোধ ডিএমপি কমিশনারের
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক
‘জ্ঞান আর দক্ষতার মেলবন্ধনে যুবসমাজ কর্মঠ, সৃজনশীল, দায়িত্ববান মানুষে পরিণত হবে’
পাকিস্তানের উপপ্রধান মন্ত্রীর সঙ্গে জামায়াত প্রতিনিধি দলের বৈঠক
সংসদ নির্বাচনের নিরাপত্তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৬ লাখ সদস্য মোতায়েন হবে : সাজ্জাদ মাহমুদ
প্রবীণ সাংবাদিক ও বাসস পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিনের দাফন সম্পন্ন
এখনই নির্বাচন হলে বিএনপি সর্বোচ্চ আসনে জিতবে : সাবেক এমপি হাবিব
খুলনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটি গঠিত
১০