অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিএসসি’র দুই জাহাজ ৪৫ কোটি ৮৬ লাখ টাকায় বিক্রি

বাসস
প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ১৯:২৮
বিএসসি’র দুই জাহাজ ৪৫ কোটি ৮৬ লাখ টাকায় বিক্রি। ছবি : বাসস

চট্টগ্রাম, ১১ মার্চ, ২০২৫ (বাসস) : সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন এমভি ‘বাংলার জ্যোতি’ ও এমভি ‘বাংলার সৌরভ’ জাহাজ দু’টি সর্বোচ্চ দরদাতার কাছে বিক্রি হয়েছে। জাহাজ দু’টির সর্বোচ্চ মূল্য উঠেছে করসহ ৪৫ কোটি ৮৬ লাখ ৬১ হাজার টাকা। এরইমধ্যে জ্যোতি ও সৌরভ বুঝিয়ে দেওয়া হয়েছে জিরি সুবেদার শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজকে।

মঙ্গলবার বিকেলে চট্টগ্রামে বিএসসি’র প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক এসব তথ্য জানান।

বিএসসি সরকারের লাভজনক প্রতিষ্ঠান উল্লেখ করে মাহমুদুল মালেক বলেন, বাংলার জ্যোতি ও বাংলার সৌরভ ১৯৮৭ সালে ডেনমার্ক থেকে ৬০ কোটি টাকায় কেনা হয়েছিল। জাহাজ দু’টি এ পর্যন্ত ৪২৫ লাখ টন কার্গো পরিবহন করেছে। জ্যোতি আয় করেছে ৮০৫ কোটি টাকা। সৌরভ আয় করেছে ৭৩১ কোটি টাকা। 

জানা গেছে, গত বছরের ৩০ সেপ্টেম্বর চট্টগ্রামের পতেঙ্গায় ‘বাংলার জ্যোতি’ তেলবাহী জাহাজে বিস্ফোরণ থেকে আগুন লাগে। ইস্টার্ন রিফাইনারির ডলফিন জেটিতে জাহাজটিতে আগুন লাগে। ঘটনাস্থল থেকে দু’জনের লাশ উদ্ধার করা হয়। ৫ অক্টোবর বাংলার সৌরভে আগুন লাগে। অগ্নিকাণ্ডে চারজন মারা যান। জাহাজ দু’টির নিলামের জন্য ৫ ডিসেম্বর আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে বিএসসি। ৭ জানুয়ারি দরপত্র খোলা হয়। ১৬টি দরপত্র পাওয়া যায়।

প্রথম সর্বোচ্চ দরদাতা মাস্টার অ্যান্ড ব্রাদার্স দর দিয়েছিল ৪০ কোটি ৪৪ লাখ টাকা। করসহ তারা দিচ্ছে ৪৫ কোটি ৮৬ লাখ টাকা। দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা ৩৬ কোটি ৬৯ লাখ টাকা দর দিয়েছিল। সংরক্ষিত মূল্য ছিল ৩৬ কোটি ১০ লাখ টাকা। চুক্তি সই হয় ২৭ ফেব্রুয়ারি, আর ৫ মার্চ প্রতিষ্ঠানটি জাহাজগুলোর দায়িত্ব গ্রহণ করে এবং বিচিং সম্পন্ন করে।

কমডোর মাহমুদুল মালেক বলেন, সাধারণত এ ধরনের জাহাজ ২৫-২৬ বছরের বেশি চালানো যায় না। তবে বিএসসি প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের মাধ্যমে এগুলো দীর্ঘদিন সচল রেখেছে। বর্তমানে এগুলো পুনঃব্যবহারের সুযোগ নেই, তাই নিলামে বিক্রি করা হয়েছে। 


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
উত্তরার মুগ্ধমঞ্চে সন্ত্রাসবিরোধী নাগরিক সমাবেশ অনুষ্ঠিত
রাজশাহী, খুলনা, বরিশাল ও ময়মনসিংহে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ
বিশ্ব ডায়াবেটিস দিবস কাল
ডেঙ্গু আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৩৩
ঘুষ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দুদকের তিন অভিযান
কৃষি যান্ত্রিকীকরণের ফলে কম সময় ও খরচে উৎপাদন বেড়েছে: সিলেটে কর্মশালায় বক্তারা
ঢাকাসহ ২৩ জেলায় নতুন ডিসি নিয়োগ
প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি
নেপালের সাথে বাংলাদেশের হতাশাজনক ড্র
ছয়টি বিনিয়োগ সংস্থার একীভূতকরণ প্রস্তাব পরীক্ষা করতে কমিটি গঠন
১০