হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি মালেক

বাসস
প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ২০:০২ আপডেট: : ১২ মার্চ ২০২৫, ১৬:৫৯
রিমান্ডের পর সাবেক এমপি এম এ মালেক। ছবি ; সংগৃহীত

ঢাকা, ১১ মার্চ, ২০২৫ (বাসস) : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আশুলিয়া থানা এলাকায় রিয়াজুল ইসলাম নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় চার দিনের রিমান্ড শেষে ঢাকা-২০ আসনের সাবেক সংসদ সদস্য এম এ মালেককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আজ মঙ্গলবার ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কোর্ট ইন্সপেক্টর আক্তার হোসেন বাসস’কে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, চার দিনের রিমান্ড শেষে এম এ মালেককে আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে বুধবার (৫ মার্চ) রাতে এম এ মালেককে রাজধানীর মিরপুর থেকে গ্রেফতার করা হয়। পরের দিন ৬ মার্চ ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ তার এ মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত বছরের ৫ আগস্ট সকাল ১১টায় আশুলিয়া থানাধীন নবীনগর চন্দ্রা মহাসড়কে শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেন রিয়াজুল ইসলাম (৩৮)। এসময় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা গুলি চালালে গুলিবিদ্ধ হন তিনি। পরে তাকে উদ্ধার করে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে আনা হলে মৃত্যুবরণ করেন রিয়াজুল। এ ঘটনায় ২৪ নভেম্বর আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম
গুণগতমান ঠিক রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প সম্পন্নের নির্দেশ সেতু সচিবের
নিম্নমানের কাগজে পাঠ্যপুস্তক মুদ্রণ করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের অভিযান
শ্রমিক জাগরণের লক্ষ্যে ঢাকায় মহাসমাবেশ সফল করতে শিমুল বিশ্বাসের আহবান
ডিএমপিতে সেপ্টেম্বর মাসে সংক্ষিপ্ত বিচারে ২৫৭টি মামলা নিষ্পত্তি
দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও তুরস্ক আলোচনা
শিক্ষার্থী হত্যা : সাবেক ধামরাই উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেছসহ পাঁচজন রিমান্ডে
লড়াই করে হারল বাংলাদেশ
ইউনেস্কোর সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়ে শিক্ষা উপদেষ্টার অভিনন্দন 
গ্রিস উপকূলে নৌকাডুবিতে ৪ অভিবাসী নিহত
১০