হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি মালেক

বাসস
প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ২০:০২ আপডেট: : ১২ মার্চ ২০২৫, ১৬:৫৯
রিমান্ডের পর সাবেক এমপি এম এ মালেক। ছবি ; সংগৃহীত

ঢাকা, ১১ মার্চ, ২০২৫ (বাসস) : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আশুলিয়া থানা এলাকায় রিয়াজুল ইসলাম নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় চার দিনের রিমান্ড শেষে ঢাকা-২০ আসনের সাবেক সংসদ সদস্য এম এ মালেককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আজ মঙ্গলবার ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কোর্ট ইন্সপেক্টর আক্তার হোসেন বাসস’কে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, চার দিনের রিমান্ড শেষে এম এ মালেককে আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে বুধবার (৫ মার্চ) রাতে এম এ মালেককে রাজধানীর মিরপুর থেকে গ্রেফতার করা হয়। পরের দিন ৬ মার্চ ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ তার এ মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত বছরের ৫ আগস্ট সকাল ১১টায় আশুলিয়া থানাধীন নবীনগর চন্দ্রা মহাসড়কে শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেন রিয়াজুল ইসলাম (৩৮)। এসময় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা গুলি চালালে গুলিবিদ্ধ হন তিনি। পরে তাকে উদ্ধার করে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে আনা হলে মৃত্যুবরণ করেন রিয়াজুল। এ ঘটনায় ২৪ নভেম্বর আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পারমাণবিক অস্ত্রভাণ্ডার ও সামরিক শক্তি বাড়াবে উত্তর কোরিয়া: রাষ্ট্রীয় গণমাধ্যম
সাবেক সচিব কাজী মিরাজ হোসেনের মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক
সরকার গঠনের সুযোগ পেলে কল্যাণমুখী রাষ্ট্র গড়বে বিএনপি: এমরান সালেহ প্রিন্স
বিজন কান্তি সরকারের মেয়ের প্রয়াণে বিএনপি মহাসচিবের শোক
বগুড়ায় বাসের ধাক্কায় পথচারীর মৃত্যু
জাকসু নির্বাচনের ফলাফল প্রকাশে বিলম্বের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ
ওমানকে বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপ শুরু পাকিস্তানের
রাজবাড়ীর গোয়ালন্দে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক
নেত্রকোণা খালিয়াজুরীতে বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের ধাক্কা, নিখোঁজ ৪
দাকোপে লজিক প্রকল্পের পানি শোধনাগার পরিদর্শন করলেন ইইউ রাষ্ট্রদূত
১০