বাগেরহাটে বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক মত বিনিময় সভা

বাসস
প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ১৪:২১
বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক মত বিনিময় সভা। ছবি : বাসস

বাগেরহাট, ১২ মার্চ, ২০২৫ (বাসস) : জেলা প্রশাসন ও কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা শাখার উদ্যোগে জেলার ব্যবসায়ী,স্টক হোল্ডার নিয়ে রমজানে বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক মত বিনিময় সভা  অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, গত রমজানের তুলনায় এবাবার জেলায় বাজারে নিত্য প্রয়োজনীয় দাম অনেকটা সহনীয়। 

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মমিনুর রশীদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান,বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার মহিদুর রহমান, নিরাপদ খাদ্য বিষয়ক কর্মকর্তা শামীম আহমেদ, চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির শংকর কুমার, প্রসাধনী মালিক সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা হোসেন,কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক আসলাম মোল্লা, প্রমুখ।

জেলা প্রশাসক বলেন, জেলা জুড়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মুল্য সহনীয় পর্যায়ে রাখতে ভ্রাম্যমাণ অভিযান ও বাজারে ৫ টি মোবাইল টিম ম্যাজিস্ট্রেট দ্বারা  বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এছাড়া ও ভোক্তা অধিকার সংরক্ষণ ও নিরাপদ খাদ্য বিষয়ক কর্মকর্তাও এই রমজানে মনিটরিং করছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম
গুণগতমান ঠিক রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প সম্পন্নের নির্দেশ সেতু সচিবের
নিম্নমানের কাগজে পাঠ্যপুস্তক মুদ্রণ করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের অভিযান
শ্রমিক জাগরণের লক্ষ্যে ঢাকায় মহাসমাবেশ সফল করতে শিমুল বিশ্বাসের আহবান
ডিএমপিতে সেপ্টেম্বর মাসে সংক্ষিপ্ত বিচারে ২৫৭টি মামলা নিষ্পত্তি
দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও তুরস্ক আলোচনা
শিক্ষার্থী হত্যা : সাবেক ধামরাই উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেছসহ পাঁচজন রিমান্ডে
লড়াই করে হারল বাংলাদেশ
ইউনেস্কোর সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়ে শিক্ষা উপদেষ্টার অভিনন্দন 
গ্রিস উপকূলে নৌকাডুবিতে ৪ অভিবাসী নিহত
১০