সুনামগঞ্জে দু’দিন ব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ 

বাসস
প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ১৪:৪৬
গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ । ছবি : বাসস

সুনামগঞ্জ, ১২ মার্চ ,২০২৫(বাসস) : সুনামগঞ্জে উপজেলা রিসোর্স টিম(ইউআরটি) সদস্যদের দু’দিন ব্যাপী  গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে।

আজ বুধবার সকাল ৯ টায় সুনামগঞ্জ সার্কিট হাউজ মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ , বাংলাদেশ গ্রাম আদালত  সক্রিয়করণ-৩য় পর্যায় প্রকল্পের সহযোগিতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াছ মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার মো.জাহিদুল ইসলাম, জেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ নূর আলম।

উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন গ্রাম আদালত প্রকল্পের জেলা ব্যবস্থাপক নির্মল রায়।

প্রশিক্ষণের প্রথম দিনে প্রশিক্ষক ছিলেন, সুনামগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ রেজাউল করিম, সুনামগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম খান, সুনামগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক শাহ নূর আলম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক রেজাউল আলম আনছার ও সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সূচিত্রা রায়।

জেলা গ্রাম আদালত প্রকল্পের ব্যবস্থাপক নির্মল রায় বাসসকে জানান, প্রথম দফায় জেলার ৬টি উপজেলার উপজেলা রিসোর্স টিম(ইউআরটি) সদস্যদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

পরবর্তীতে বাকি ৬ উপজেলার উপজেলা রিসোর্স টিম(ইউআরটি) সদস্যদের প্রশিক্ষণ দেয়া হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
উত্তরার মুগ্ধমঞ্চে সন্ত্রাসবিরোধী নাগরিক সমাবেশ অনুষ্ঠিত
রাজশাহী, খুলনা, বরিশাল ও ময়মনসিংহে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ
বিশ্ব ডায়াবেটিস দিবস কাল
ডেঙ্গু আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৩৩
ঘুষ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দুদকের তিন অভিযান
কৃষি যান্ত্রিকীকরণের ফলে কম সময় ও খরচে উৎপাদন বেড়েছে: সিলেটে কর্মশালায় বক্তারা
ঢাকাসহ ২৩ জেলায় নতুন ডিসি নিয়োগ
প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি
নেপালের সাথে বাংলাদেশের হতাশাজনক ড্র
ছয়টি বিনিয়োগ সংস্থার একীভূতকরণ প্রস্তাব পরীক্ষা করতে কমিটি গঠন
১০