কুমিল্লার চৌদ্দগ্রামে ডাকাতির ঘটনায় ৪ ডাকাত গ্রেফতার 

বাসস
প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ১৭:২২

কুমিল্লা(দক্ষিন), ১২ মার্চ, ২০২৫ (বাসস) : ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক দুটি  ডাকাতির ঘটনায় চার ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

আজ বুধবার দুপুর ১টায় এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান।

গ্রেপ্তারকৃতরা হলেন, চাঁদপুর জেলার মনপুরা এলাকার আব্দুল মান্নানের ছেলে আব্দুল হান্নান(৩৫), লক্ষীপুর জেলার চরম মহান এলাকার মৃত সিরাজ মোল্লার ছেলে মো. শরিফ হোসেন(৪৫), কুমিল্লার চান্দিনা উপজেলার জোড় পুকুরিয়া গ্রামের মৃত রমিজ উদ্দিন হাজির ছেলে নজরুল ইসলাম (৬০),  একই উপজেলার দোল্লায় নবাবপুর এলাকার তাজুল ইসলামের ছেলে মোহাম্মদ আলাউদ্দিন (৩৫)।

পুলিশ সুপার জানান,  ডাকাতির  ঘটনাস্থল পরিদর্শন এবং সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, দুইটি ঘটনায় একই পিকআপ ব্যবহৃত হয়েছে। এমনকি ঘটনার সাথে জড়িত ডাকাতরা একই দলের সদস্য। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানা পুলিশ ডাকাত গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে।  

গত কয়েকদিনে বেশ কয়েকবার  চেষ্টার পর গতকাল রাত থেকে আজ বুধবার ভোর পযন্ত কুমিল্লা জেলার চান্দিনা থানা এলাকা থেকে আালাউদ্দিন ও নজরুল এবং পার্শ্ববর্তী চাঁদপুর জেলার কচুয়া থানার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে হান্নান ও শরিফকে গ্রেফতার করে।

এসময় তাদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত একটি পিকআপ গাড়ী, দেশীয় অস্ত্রশস্ত্র, লুণ্ঠিত মালামাল, অর্থ ও বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়। 
গত ২৭ ফেব্রুয়ারি ও ১ মার্চ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের  চৌদ্দগ্রাম এলাকায়  একই স্থানে একই কৌশলে একজন মালয়েশিয়া প্রবাসী ও কুয়েত প্রবাসীর গাড়ীতে ডাকাতি হয়। এসব ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করে ভুক্তভোগীরা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মোল্লাহাটে সড়ক দুর্ঘটনায় প্রভাষক নিহত
রাজশাহীতে কনস্টেবলদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ
রাজধানীতে বিভিন্ন অপরাধে ৫০ জন গ্রেফতার 
খুলনায় রেণু পোনা ব্যবহার ও ভেজাল চিংড়ি প্রতিরোধে মতবিনিময়
নৌপরিবহন উপদেষ্টার সাথে ডেনমার্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
আগা খান পদক বিজয়ী মেরিনা তাবাসসুমকে সংস্কৃতি উপদেষ্টার অভিনন্দন
দ্বিতীয়বার আগা খান আর্কিটেকচার অ্যাওয়ার্ড পাওয়ায় মেরিনা তাবাসসুমকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
মিয়ানমারে নতুন করে নৃশংসতার বিষয়ে সতর্ক করলেন জাতিসংঘের মানবাধিকার প্রধান
মহাখালীতে কিডনি কেয়ার সেন্টার স্থাপনে ডিএনসিসি ও সোনার বাংলা ফাউন্ডেশনের চুক্তি
১০