চট্টগ্রাম বিমানবন্দরে ৫০ লাখ টাকার স্বর্ণ উদ্ধার

বাসস
প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ১৭:২৮ আপডেট: : ১২ মার্চ ২০২৫, ১৭:৪৮
হাজীর ব্যাগ থেকে ৫০ লাখ টাকার স্বর্ণ উদ্ধার।ছবি :

ঢাকা, ১২ মার্চ, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ৫০ লাখ টাকা মূল্যের স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

বিমানবন্দরে দায়িত্বরত কাস্টমস শুল্ক বিভাগ ও নিরাপত্তা সংস্থার সদস্যরা সকালে ইমিগ্রেশন পার হবার সময় ওই যাত্রীর ব্যাগ তল্লাশি করে ৪০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করে। যার বাজার মূল্য ৫০ লাখ টাকা।

আজ বুধবার (১২ মার্চ) সকাল ৯টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম অভিযান চালিয়ে স্বর্ণগুলো উদ্ধার করে।

বিমানবন্দর শুল্ক বিভাগ জানায়, শাহিন আল মামুন নামে এক যাত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ইএ-১৩৬ ফ্লাইটে জেদ্দা থেকে সকাল ৮টা ৩৬ মিনিটে চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছান।

কাস্টমস গ্রিন চ্যানেল অতিক্রম করে আন্তর্জাতিক রুটে ৩ নম্বর গেট দিয়ে বের হওয়ার সময় তাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার হাতব্যাগ ও প্যান্টের পকেট থেকে ৪০০ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণালংকার বাজারমূল্য ৫০ লাখ টাকা।

শাহীন আল মামুনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

এ বিষয়ে কাস্টমস ও নিরাপত্তা সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আটক যাত্রী স্বর্ণালংকারগুলো অবৈধভাবে বহন করছিলেন এবং শুল্ক ফাঁকি দেওয়ার উদ্দেশ্যেই এভাবে স্বর্ণ আনতে চেয়েছিলেন। 

তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাবি তথ্য কেন্দ্রের সেবার মান বৃদ্ধির লক্ষ্যে বিশেষ পদক্ষেপ
জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
উজবেকিস্তানের আইটি পার্ক সিইও এর সাথে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক
ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান সম্পাদক শামসুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
মধ্যপ্রাচ্যে ‘আপ বাংলাদেশ’-এর ৩৮ সদস্যের কমিটি ঘোষণা
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,৩৩৭ মামলা
ডিএমপির বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ৫৯ জন গ্রেফতার
সেনাবাহিনী প্রধানের নিজস্ব কোনো ফেসবুক প্রোফাইল নেই : আইএসপিআর
পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র ব্যবহারের মহড়া করবে রাশিয়া-বেলারুশ
প্রধান উপদেষ্টা দেশে ফিরেছেন
১০