সুনামগঞ্জে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

বাসস
প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ১৯:২০
বুধবার সুনামগঞ্জে বাজার পরিদর্শনে সহকারী কমিশনার মোসা. মরিয়ম আক্তার। ছবি : বাসস

সুনামগঞ্জ, ১২ মাচর্, ২০২৫ (বাসস) : জেলা শহরে পৃথক অভিযান চালিয়ে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৫ হাজার  টাকা জরিমানা করেছে বাজার মনিটরিং কমিটি ও ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মোসা. মরিয়ম আক্তারের নেতৃত্ব বাজার মনিটরিং এ অংশ নেন জেলা ক্যাবের সিনিয়র সহসভাপতি মো. দিলোয়ার হোসেন, সাধারণ সস্পাদক ও বাজার মনিটরিং কমিটির সদস্য  মোহাম্মদ শাহজাহান চৌধুরী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ফয়সল আহমদ। 

এ সময় বাজার মনিটরিং কমিটিকে সদর মডেল থানার একদল পুলিশ সদস্য সহযোগিতা করেন।

বাজার মনিটরিং কমিটির সূত্র জানায়, আজ বুধবার দুপুর আড়াইটা থেকে বিকেল ৪টা পর্যন্ত  জেলা প্রশাসকের কার্যালযের সহকারী কমিশনার মোসা. মরিয়ম আক্তারের  নেতৃত্বে বাজার মনিটরিং কমিটি সুনামগঞ্জ শহরের পুরাতন জেল রোড, মোরগের হাট, গরুর মাংসের বাজার, কাজির পয়েন্টে ষোলঘর পয়েন্টে এ অভিযান চালায় বাজার মনিটরিং কমিটি।

অভিযানে মূল্য তালিকা জনসমক্ষে না থাকার দায়ে মনির মিয়ার গোস্তের দোকানকে এক হাজার টাকা, গুড়ের প্যাকেটে উৎপাদনের তারিখ, মেয়াদ মূল্য না থাকার দায়ে পুরাতন জেল রোডে মুদি দোকানি জয় স্টোরকে ৫শত টাকা, মেয়াদ উত্তীর্ণ মালামাল রাখার দায়ে ষোলঘর পয়েন্টে  সারাহ সুপার সপকে আড়াই হাজার জরিমানা করা হয়েছে।

অপরদিকে দুপুর ১২টার দিকে শহরের স্টেশন রোডে অভিযান চালিয়ে সুনামগঞ্জ ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দিবানন্দ সিনহা নোংরা পরিবেশে সস  ও ইফতার তৈরির দায়ে হক রেস্টুরেন্টকে ৮ হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার দায়ে সুপার সপ মিনি মার্টকে ৩ হাজার টাকা জরিমানা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাবি তথ্য কেন্দ্রের সেবার মান বৃদ্ধির লক্ষ্যে বিশেষ পদক্ষেপ
জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
উজবেকিস্তানের আইটি পার্ক সিইও এর সাথে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক
ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান সম্পাদক শামসুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
মধ্যপ্রাচ্যে ‘আপ বাংলাদেশ’-এর ৩৮ সদস্যের কমিটি ঘোষণা
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,৩৩৭ মামলা
ডিএমপির বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ৫৯ জন গ্রেফতার
সেনাবাহিনী প্রধানের নিজস্ব কোনো ফেসবুক প্রোফাইল নেই : আইএসপিআর
পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র ব্যবহারের মহড়া করবে রাশিয়া-বেলারুশ
প্রধান উপদেষ্টা দেশে ফিরেছেন
১০