নির্যাতনের শিকার হয়ে মারা যাওয়া মাগুরার শিশুটির দাফন সম্পন্ন

বাসস
প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ২৩:৪০
বৃহস্পতিবার সন্ধ্যায় মাগুরা নোমানী ময়দানে শিশুটির প্রথম জানাজায় অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ছবি: বাসস

ঢাকা, ১৩ মার্চ, ২০২৫ (বাসস) : মাগুরায় পাশবিক নির্যাতনের শিকার হয়ে মারা যাওয়া শিশুটির দাফন সম্পন্ন হয়েছে। 

আজ বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে সোনাইকুণ্ডী সম্মিলিত ঈদগাহ ও কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে বাদ এশা শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের পার্শ্ববর্তী গ্রাম সোনাইকুণ্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। 

সেনাবাহিনীর হেলিকপ্টারে করে বিকেল সাড়ে পাঁচটায় তার মরদেহ ঢাকা থেকে মাগুরায় আনা হয়। এরপর সন্ধ্যা সাতটায় মাগুরা নোমানী ময়দানে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। 

জানাজা শেষে নিজ আদি নিবাস শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়নের জারিয়া গ্রামে শিশুটির নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। মাগুরার বিভিন্ন স্থান থেকে শিশুটিকে একনজর দেখার জন্য শত শত মানুষ ছুটে আসে তাদের বাড়িতে। পুরো এলাকায় চলছে শোকের মাতম।

এদিকে, শিশুটিকে পাশবিক নির্যাতনের ঘটনায় বিক্ষুব্ধ জনতা অভিযুক্তের বাড়িতে আগুন দিয়েছে। আজ রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।  

গত ৬ মার্চ মাগুরা শহরে বোনের বাড়ি বেড়াতে গিয়ে পাশবিক নির্যাতনের শিকার হয় শিশুটি। পরদিন তাকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।  

শুক্রবার রাতে শিশুটিকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। শনিবার সন্ধ্যায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়। রোববার শিশুটিকে পেডিয়াট্রিক আইসিইউতে নেওয়া হয়, তবে আজ বৃহস্পতিবার দুপুর ১টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে আটক ৩৩ জন 
মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার
দুদকের ৪টি অভিযানে দুর্নীতি ও অনিয়মের প্রাথমিক প্রমাণ মিলেছে
কাঠমান্ডু থেকে দেশে ফিরলেন বাংলাদেশ ফুটবল দল ও আটকে পড়া নাগরিকরা
জয় দিয়ে এশিয়া কাপ শুরু করল বাংলাদেশ
বৈষম্যের শিকার অফিসারদের আবেদনপত্র ২১ সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে
দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে রাজবাড়িতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
জামায়াতের আমিরের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
‘পোপ ফেস্ট’ উদযাপনে ভ্যাটিকান রাষ্ট্রদূতের অনুষ্ঠানে জামায়াত প্রতিনিধি দল
ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের কোন বিকল্প আমাদের হাতে নেই : প্রধান উপদেষ্টা
১০