জেনেভায় শ্রম উপদেষ্টার সাথে পাকিস্তানের মানবসম্পদ উন্নয়ন বিষয়ক ফেডারেল মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

বাসস
প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ১২:৪১
শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। ফাইল ছবি

ঢাকা, ১৫ মার্চ, ২০২৫ (বাসস) :  শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের সাথে পাকিস্তানের প্রবাসী এবং মানবসম্পদ উন্নয়ন বিষয়ক ফেডারেল মন্ত্রী চৌধুরী সালিক হোসেন সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সুইজারল্যান্ডের জেনেভায় গতকাল এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর ৩৫৩তম গভর্নিং বডির সভায় অংশ নিতে উপদেষ্টা বর্তমানে জেনেভা সফরে রয়েছেন। 

এক তথ্যবিবরণীতে এ কথা বলা হয়।

সাক্ষাৎকালে দুই পক্ষের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। আলোচনায় দুই দেশের মধ্যকার পর্যটন সম্ভাবনা, বাণিজ্য সম্প্রসারণ, প্রশিক্ষণ ও দক্ষতা বিনিময়, জলপথ ও আকাশপথে যোগাযোগ বৃদ্ধি এবং সংস্কৃতি ও খেলাধুলা বিষয়ে পারস্পরিক সহযোগিতার বিষয়সমূহ স্থান পায়।

এ সকল বিষয়ে দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হতে পারে মর্মে উভয় পক্ষ একমত হয়। এ লক্ষ্যে স্বল্পতম সময়ের মধ্যে পাকিস্তানের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করতে পারে বলেও অভিমত ব্যক্ত করা হয়।

সাক্ষাৎকারে অন্যান্যের মধ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম শফিকুজ্জামান এবং জেনেভাস্থ বাংলাদেশ মিশনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম
গুণগতমান ঠিক রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প সম্পন্নের নির্দেশ সেতু সচিবের
নিম্নমানের কাগজে পাঠ্যপুস্তক মুদ্রণ করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের অভিযান
শ্রমিক জাগরণের লক্ষ্যে ঢাকায় মহাসমাবেশ সফল করতে শিমুল বিশ্বাসের আহবান
ডিএমপিতে সেপ্টেম্বর মাসে সংক্ষিপ্ত বিচারে ২৫৭টি মামলা নিষ্পত্তি
দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও তুরস্ক আলোচনা
শিক্ষার্থী হত্যা : সাবেক ধামরাই উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেছসহ পাঁচজন রিমান্ডে
লড়াই করে হারল বাংলাদেশ
ইউনেস্কোর সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়ে শিক্ষা উপদেষ্টার অভিনন্দন 
গ্রিস উপকূলে নৌকাডুবিতে ৪ অভিবাসী নিহত
১০