মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সিলেটে ৭ বন্দি কারামুক্ত

বাসস
প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ১৯:১৫

সিলেট, ২৬ মার্চ, ২০২৫ (বাসস) : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাত কারাবন্দি।

মুক্তিপ্রাপ্তরা সবাই পুরুষ। তাদের বেশিরভাগই শারীরিকভাবে অসুস্থ।

সিলেট কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার শারমিন তানিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। মুক্তিপ্রাপ্তদের মধ্যে সুনামগঞ্জ জেলার তিন, সিলেটের দুই ও মৌলভীবাজারের আরও দুই জন রয়েছেন।

শারমিন তানিয়া জানান, মুক্তিপ্রাপ্তরা সিলেট কারাগারে বিভিন্ন মেয়াদে সাজা খেটেছেন। তাদের বেশিরভাগই বৃদ্ধ ও সবাই পুরুষ। তাদের সার্বিক অবস্থা বিবেচনা করে সরকারি সিদ্ধান্তে মুক্তি দেওয়া হয়েছে।

মুক্তিপ্রাপ্তরা হলেন- সুনামগঞ্জের জগন্নাথপুরের হাড়গ্রামের হাজি আব্দুল মজিদের ছেলে খোরশিদ আলী, একই জেলার রায়পুর গ্রামের হাজী আনোয়ার পাশার ছেলে শাহীনুর আলম, জগন্নাথপুর পাড়ারগাও গ্রামের মৃত সৈয়দ উল্লাহর ছেলে সুফি মিয়া, সিলেটের বিয়ানীবাজারেরর দত্তগ্রামের সাজ্জাদ আলীর ছেলে তেরা মিয়া, সিলেটের বিশ্বনাথের মৃত শমসের আলীর ছেলে বাদশা মিয়া, মৌলভীবাজার বড়লেখার মুরারপুল গ্রামের খোরশেদ আলির ছেলে হবিব আলী ও একই জেলার শ্রীমঙ্গলের মৃত ময়না মিয়ার ছেলে শফিক মিয়া।

কারা সূত্র জানায়, হত্যার অভিযোগে ৩০ বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দণ্ডিত ছিলেন খোরশিদ আলী (৮১)। এর মধ্যে সাজা খেটেছেন সাড়ে ১১ বছর। তার সাজার বাকি আছে আরও প্রায় ১৮ বছর। তিনি শ্বাসকষ্ট, দৃষ্টিশক্তি সমস্যাসহ নানা রোগে অচল ও অক্ষম।

এ ছাড়া চাচাতো বোনকে হত্যার দায়ে ৩০ বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত হয়ে কারাবন্দি ছিলেন শাহীনুর আলম (৫০)। তিনি ইতোমধ্য ২৮ বছর এক মাস ১৪ দিন সাজা খেটেছেন। স্ট্রোকের কারণে তিনি পক্ষাগ্রস্তসহ বার্ধক্যজনিত কারণে প্রায় অচল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দেবেন ট্রাম্প
দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা
দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা
ট্রাক একীভূতকরণের খবরে জাপানের হিনো মোটরসের শেয়ারের দাম বেড়েছে
বুরকিনায় 'সম্পূর্ণ বিশৃঙ্খলা' তৈরির ষড়যন্ত্র ব্যর্থ করা হয়েছে : সামরিক জান্তা 
টাঙ্গাইলে মুষ্টি চাল বিক্রির টাকায় রাস্তা নির্মাণ কাজ চলছে
মজুরি ৩ বছর পর পর মূল্যায়নে শ্রম সংস্কার কমিশনের সুপারিশ
এখনও থামেনি শহীদ রাসেলের মায়ের বুক ফাটা কান্না
সংবিধিবদ্ধ সংস্থা হিসেবে স্থায়ী শ্রম কমিশন গঠনের সুপারিশ
বিজয়ের বিবেকের জাগরণ : রক্তে লেখা আত্মদানের গল্প
১০