নীলফামারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত 

বাসস
প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ২০:০৯
ছবি : বাসস

নীলফামারী, ২৬ মার্চ ২০২৫ (বাসস) : জেলায় আজ যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। 

এ উপলক্ষে আজ বুধবার সূর্যোদয়ের সঙ্গে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসের সূচনা ঘটে। এরপর  জেলা শহরের স্বাধীনতা স্মৃতি অম্লান চত্বরে মহান মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

রাষ্ট্রের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। পরে বিচার বিভাগের পক্ষে  জেলা ও দায়রা জজ মো. মাহমুদুল করিম, পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার এ.এফ.এম তারিক হোসেন খান পুষ্পমাল্য অর্পণ করেন। 

এরপর পর্যায়ক্রমে জেলা স্বাস্থ্য বিভাগ, মুক্তিযোদ্ধা সংসদ, নীলফামারী প্রেসক্লাব, জেলা আইনজীবী সমিতি, এনজিও ফেডারেশনসহ বিভিন্ন বেসরকারি সংস্থা, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে।

সকাল নয়টায় নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজ প্রদর্শিত হয়। বেলা সাড়ে ১১টায় সার্কিট হাউজে আয়োজিত এক অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।

বিকেলে জেলা লেডিস ক্লাবে মহিলাদের অংশগ্রহনে মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোচনা ও ক্রীড়া প্রতিযোগিতা, জেলা শিশু একাডিমতে শিশুদের মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এছাড়া দিবসটি উপলক্ষে জেলার সরকারি, বেসরকারি জাদুঘর, বিনোদন কেন্দ্র সমূহ সকাল সন্ধ্যা খোলা রাখা এবং শিশুদের জন্য বিনা টিকেটে প্রদর্শণীর ব্যবস্থা করা হয়। 

বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও হাসপাতাল, জেলখানা, শিশুপরিবার এবং বৃদ্ধাশ্রমে উন্নতমানের খাবার সরবরাহ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই জাতীয় সনদের ঐকমত্যের আইনানুগ বাস্তবায়ন ও জাতীয় নির্বাচন অনুষ্ঠানে আহ্বান বিএনপির
ঐকমত্য কমিশনের ব্যয় বিষয়ে সবৈর্ব্য মিথ্যাচারের প্রতিবাদ
রেলওয়ের ওয়াশিংপ্লান্টে দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ১০ম দিনের শুনানি মঙ্গলবার
৬৬টি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়েছে ইসি
আমরা সবার জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে চাই: সিলেটে ডা. শফিকুর রহমান
আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি করল বাংলাদেশ ব্যাংক
ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচেতনতামূলক বার্তা
প্রধান উপদেষ্টার কাছ থেকেই আমরা জুলাই সনদ নিতে চাই : হাসনাত আব্দুল্লাহ
অন্তর্ভুক্তিমূলক সামাজিক উন্নয়নে পর্যাপ্ত তহবিল ও আন্তর্জাতিক অংশীদারিত্বের আহ্বান বাংলাদেশের
১০