নীলফামারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত 

বাসস
প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ২০:০৯
ছবি : বাসস

নীলফামারী, ২৬ মার্চ ২০২৫ (বাসস) : জেলায় আজ যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। 

এ উপলক্ষে আজ বুধবার সূর্যোদয়ের সঙ্গে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসের সূচনা ঘটে। এরপর  জেলা শহরের স্বাধীনতা স্মৃতি অম্লান চত্বরে মহান মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

রাষ্ট্রের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। পরে বিচার বিভাগের পক্ষে  জেলা ও দায়রা জজ মো. মাহমুদুল করিম, পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার এ.এফ.এম তারিক হোসেন খান পুষ্পমাল্য অর্পণ করেন। 

এরপর পর্যায়ক্রমে জেলা স্বাস্থ্য বিভাগ, মুক্তিযোদ্ধা সংসদ, নীলফামারী প্রেসক্লাব, জেলা আইনজীবী সমিতি, এনজিও ফেডারেশনসহ বিভিন্ন বেসরকারি সংস্থা, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে।

সকাল নয়টায় নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজ প্রদর্শিত হয়। বেলা সাড়ে ১১টায় সার্কিট হাউজে আয়োজিত এক অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।

বিকেলে জেলা লেডিস ক্লাবে মহিলাদের অংশগ্রহনে মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোচনা ও ক্রীড়া প্রতিযোগিতা, জেলা শিশু একাডিমতে শিশুদের মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এছাড়া দিবসটি উপলক্ষে জেলার সরকারি, বেসরকারি জাদুঘর, বিনোদন কেন্দ্র সমূহ সকাল সন্ধ্যা খোলা রাখা এবং শিশুদের জন্য বিনা টিকেটে প্রদর্শণীর ব্যবস্থা করা হয়। 

বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও হাসপাতাল, জেলখানা, শিশুপরিবার এবং বৃদ্ধাশ্রমে উন্নতমানের খাবার সরবরাহ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পেস বোলিংয়ের পুনরুত্থানে তীব্র প্রতিযোগিতার মুখে পেসাররা
মোরেলগঞ্জ বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে সভাপতি বাবুল ও মেহেদী সম্পাদক
পুতিনকে মেলানিয়ার ‘শান্তির চিঠি’ তুলে দিলেন ট্রাম্প
রাশিয়া যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করলে 'পরিস্থিতি জটিল' হবে: জেলেনস্কি
নারায়ণগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের শুভ জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা
গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪০
ভারতে এক বৃদ্ধা নারীর প্রতিবাদী পদযাত্রার ছবি বাংলাদেশের বলে অপপ্রচার শনাক্ত : ফ্যাক্টওয়াচ
৬০ কেজি গাঁজা ও ২ প্রাইভেট কারসহ দুই দম্পতি গ্রেফতার
কটিয়াদী উপজেলা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন
ভুয়া ছবি-ভিডিও ব্যবহার করে আওয়ামী লীগের অপপ্রচার শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ
১০