শরীয়তপুরে দুই গ্রুপের প্রকাশ্য বোমা হামলার ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেফতার

বাসস
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ২০:২৬ আপডেট: : ০৬ এপ্রিল ২০২৫, ২০:৫৬
ইউপি চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী ওরফে বোমা কুদ্দুস। ছবি: বাসস

ঢাকা, ৬ এপ্রিল, ২০২৫ (বাসস): শরীয়তপুরের জাজিরায় আওয়ামী লীগের দুই গ্রুপের মারামারি ও বোমা হামলার ঘটনায় ইউপি চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী ওরফে বোমা কুদ্দুসকে (৫৪) গ্রেফতার করেছে র‌্যাব। 

আজ ভোর রাতে র‌্যাব-৮ ও র‌্যাব-৩ যৌথ অভিযান পরিচালনা করে রাজধানীর শাহজাহানপুর মুমিনবাগ থেকে তাকে গ্রেফতার করা হয়। 

আজ বিকাল তিনটার দিকে র‌্যাব-৮ এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ।

তিনি জানান, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে কুদ্দুস ব্যাপারী ওরফে বোমা কুদ্দুস জয়ী হলে পরাজিত প্রার্থী জলিল মাদবরের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। ফলে উভয়পক্ষ একাধিকবার সংঘর্ষে লিপ্ত হয়। এতে আরো কয়েকজন নিহত ও আহত হন।

শনিবার (৫ এপ্রিল) সকালে উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়ে বোমা হামলা চালায়। এতে এলাকায় সাধারণ মানুষের মাঝে ভীতিকর পরিস্থিতি তৈরি হয়। 

অধিনায়ক লেফটেন্যান্ট নিস্তার আহমেদ জানান, কুদ্দুস ব্যাপারীর বিরুদ্ধে জাজিরা থানায় বিভিন্ন অপরাধের জন্য ১৯টি এবং ঢাকার বিমানবন্দর ও ভাটারা থানায় একটি করে মামলা রয়েছে। তাকে জাজিরা থানায় পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজশাহী-১ আসনে বিএনপির প্রার্থী শরীফ উদ্দিনকে বরণ
স্ত্রী ও ছেলেসহ সাবেক মন্ত্রী মায়ার ৮১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
ঢাবিতে শীতকালীন বইমেলা শুরু
চট্টগ্রাম-৫ আসনে ব্যারিস্টার মীর হেলালের নির্বাচনী কার্যক্রম শুরু
জামালপুরে কৃষি প্রণোদনা পাচ্ছেন ৩৮ হাজার কৃষক
ঢাকা মহানগর উত্তর বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত
সুনামগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থীকে নেতা-কর্মীদের বরণ
নাটোরে ভেজাল গুড় তৈরির অপরাধে দুইজনকে জরিমানা
এক মাসে ১ লক্ষ ২৫ হাজার ব্যানার-ফেস্টুন অপসারণ ডিএনসিসি’র
লতিফ সিদ্দিকী ও মঞ্জুরুল আলম পান্নাকে জামিন দিয়েছেন হাইকোর্ট
১০