নাটোরে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

বাসস
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ১২:১৫ আপডেট: : ০৭ এপ্রিল ২০২৫, ১২:৩৩
সোমবার নাটোরে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

নাটোর, ৭ এপ্রিল, ২০২৫ (বাসস) : ‘জন্ম হোক সুরক্ষিত, ভবিষ্যৎ হোক আলোকিত’এই প্রতিপাদ্য বিষয়ে জেলায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। 

দিবসটি উপলক্ষ্যে আজ সকাল সাড়ে দশটয় স্বাস্থ্য বিভাগের আয়োজনে জেলার সিভিল সার্জন কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ মুক্তাদির আরেফীন আলোচনা সভায় সভাপতিত্ব করেন। আলোচনায় অংশগ্রহণ করেন পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচাালক মো. আনোয়ারুল আজিম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো. হাবিবুল ইসলাম খান, জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ডা. মো. তাহমিদুল ইসলাম, বিএমএ জেলা শাাখার আহ্বায়ক ডা. এএইচএম আমিরুল ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, স্বাস্থ্য সেবার মানোন্নয়নে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার। এই লক্ষ্য স্বাস্থ্য সেবা খাতকে আগামীতে আরো বিশেষায়িত করা হবে। ইতোমধ্যে পাঁচ হাজারের অধিক চিকিৎসক নিয়োগের উদ্যোগ গ্রহন করা হয়েছে। জনসাধারণের স্বাস্থ্য সেবার সুরক্ষা প্রদানের মাধ্যমে আগামীতে স্বাস্থ্য সেবার কার্যক্রম আরো আলোকিত হবে।

বক্তারা আরো বলেন, নাটোর সদর হাসপাতালে সাধারণ স্বাস্থ্য সেবার পাশাপাশি এনসিডি কর্নারে ্পরামর্শ, ওষুধ ও ইনসুলিন প্রদানের মাধ্যমে ডায়াবেটিস রোগের চিকিৎসাসহ অসংক্রামক রোগের চিকিৎসা, শিশু বিকাশ কেন্দ্রে অটিজম শিশুদের চিকিৎসা সেবা প্রদান, সর্বোপরি অটোমেশন পদ্ধতি চালু করে স্বাস্থ্য সেবা প্রদান কার্যক্রমকে আলোকিত করা হচ্ছে। 

আলোচনা সভার আগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাণিজ্য উপদেষ্টার সাথে সেমিকন্ডাক্টর অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের বৈঠক
পার্বতীপুরে যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি কামরুজ্জামানের গণসংযোগ
রাবার শিল্প উন্নয়নে চাষিদের ভূমিকা অনন্য : ভূমি সচিব
ডিএমপির ভ্রাম্যমাণ আদালত ২৪ জনকে কারাদণ্ড দিয়েছে
ডাকসু নির্বাচনের ফেস্টুন ফেলে দেয়া ও ছবি বিকৃতি : ছাত্রশিবিরের উদ্বেগ
রাবিতে ‘জুলাই গণঅভ্যুত্থান আগস্ট বিপ্লব’ গ্রন্থের মোড়ক উন্মোচন
পিরোজপুরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির কাণ্ডে বিদ্যুৎ বন্ধ
নওগাঁয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি
স্বাধীনতা যুদ্ধ, নব্বইয়ের গণআন্দোলন ও চব্বিশের গণঅভ্যুত্থানে কাজী নজরুলের কবিতা-গান মানুষকে উজ্জীবিত করেছে : তারেক রহমান
মানবাধিকার রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার ব্যাপারে গুরুত্বারোপ
১০