নাটোরে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

বাসস
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ১২:১৫ আপডেট: : ০৭ এপ্রিল ২০২৫, ১২:৩৩
সোমবার নাটোরে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

নাটোর, ৭ এপ্রিল, ২০২৫ (বাসস) : ‘জন্ম হোক সুরক্ষিত, ভবিষ্যৎ হোক আলোকিত’এই প্রতিপাদ্য বিষয়ে জেলায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। 

দিবসটি উপলক্ষ্যে আজ সকাল সাড়ে দশটয় স্বাস্থ্য বিভাগের আয়োজনে জেলার সিভিল সার্জন কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ মুক্তাদির আরেফীন আলোচনা সভায় সভাপতিত্ব করেন। আলোচনায় অংশগ্রহণ করেন পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচাালক মো. আনোয়ারুল আজিম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো. হাবিবুল ইসলাম খান, জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ডা. মো. তাহমিদুল ইসলাম, বিএমএ জেলা শাাখার আহ্বায়ক ডা. এএইচএম আমিরুল ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, স্বাস্থ্য সেবার মানোন্নয়নে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার। এই লক্ষ্য স্বাস্থ্য সেবা খাতকে আগামীতে আরো বিশেষায়িত করা হবে। ইতোমধ্যে পাঁচ হাজারের অধিক চিকিৎসক নিয়োগের উদ্যোগ গ্রহন করা হয়েছে। জনসাধারণের স্বাস্থ্য সেবার সুরক্ষা প্রদানের মাধ্যমে আগামীতে স্বাস্থ্য সেবার কার্যক্রম আরো আলোকিত হবে।

বক্তারা আরো বলেন, নাটোর সদর হাসপাতালে সাধারণ স্বাস্থ্য সেবার পাশাপাশি এনসিডি কর্নারে ্পরামর্শ, ওষুধ ও ইনসুলিন প্রদানের মাধ্যমে ডায়াবেটিস রোগের চিকিৎসাসহ অসংক্রামক রোগের চিকিৎসা, শিশু বিকাশ কেন্দ্রে অটিজম শিশুদের চিকিৎসা সেবা প্রদান, সর্বোপরি অটোমেশন পদ্ধতি চালু করে স্বাস্থ্য সেবা প্রদান কার্যক্রমকে আলোকিত করা হচ্ছে। 

আলোচনা সভার আগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নেত্রকোনায় আন্তর্জাতিক ওজোনস্তর সুরক্ষা দিবস পালিত
দুবলার চরের শুঁটকি খাতে সরকারের রাজস্ব আয় ৬ কোটি টাকা 
নির্বাচন কর্মকর্তা সম্মেলন আগামী ২৭ সেপ্টেম্বর
রংপুরে পদ্মরাগ ট্রেনের ৬ বগি লাইনচ্যুত
মালয়েশিয়ায় ভূমিধসে নিহত ১২
বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে পঞ্চগড়ে নারী সমাবেশ
সিরাজগঞ্জের কাজিপুরে নৌকায় বসে পাটের হাট
জাফলংয়ে ডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার
নওগাঁয় কষ্টি পাথরের মূর্তিসহ দু’জন গ্রেপ্তার
তেল ও গ্যাসে আরও বিনিয়োগের প্রয়োজন হতে পারে: আইইএ
১০