সহায়তা হ্রাস মাতৃমৃত্যুর বিরুদ্ধে লড়াইকে হুমকির মুখে ফেলছে : জাতিসংঘ

বাসস
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ১৩:০০ আপডেট: : ০৭ এপ্রিল ২০২৫, ১৫:১১
ছবি : সংগৃহীত

ঢাকা, ৭ এপ্রিল, ২০২৫ (বাসস) : গত এক শতাব্দীর এক চতুর্থাংশে মাতৃমৃত্যুর হার নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে। তবে জাতিসংঘ সোমবার সতর্ক করে বলেছে যে অগ্রগতি স্থবির হয়ে পড়েছে। বিশ্বব্যাপী নজিরহীন সাহায্য হ্রাসের ফলে বড় ধরনের পতনের ঝুঁকি রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

জেনেভা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক নতুন প্রতিবেদনে জানিয়েছে, শতাব্দীর শুরু থেকে বিশ্বব্যাপী মাতৃমৃত্যু ৪০ শতাংশ কমেছে। তবে এটি সতর্ক করে দিয়ে বলেছে যে ২০১৬ সাল থেকে অগ্রগতি মূলত স্থবির হয়ে পড়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌন প্রজনন স্বাস্থ্য ও গবেষণা বিভাগের প্রধান প্যাসকেল অ্যালোটি সাংবাদিকদের বলেন, ‘অগ্রগতির গতি প্রায় স্থবির হয়ে পড়েছে এবং কিছু অঞ্চলে আমরা ইতোমধ্যেই পিছনের দিকে সরে যাচ্ছি’।

‘বেশিরভাগ মাতৃমৃত্যু প্রতিরোধযোগ্য’ এই কথার উপর জোর দিয়ে তিনি সতর্ক করে বলেন, ‘এই ভঙ্গুরতার প্রেক্ষাপটে, আত্মতুষ্টি কেবল বিপজ্জনকই নয়, এটি মারাত্মক।

জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ২০২৩ সালে আনুমানিক ২ লাখ ৬০ হাজার মাতৃমৃত্যুর খবর পাওয়া গেছে। অর্থাৎ প্রতি দুই মিনিটে প্রায় একজন।

ডব্লিউএইচও-র প্রধান টেড্রোস আধানম ঘেব্রেয়েসুস এক বিবৃতিতে বলেছেন, ‘এই প্রতিবেদনটি আশার আলো দেখালেও, তথ্যটি আজও বিশ্বের বেশিরভাগ অংশে গর্ভাবস্থা কতটা বিপজ্জনক তা তুলে ধরে।’ 

তিনি জোর দিয়ে বলেন, ‘মানসম্মত মাতৃত্বকালীন সেবা নিশ্চিত করার পাশাপাশি, নারী ও মেয়েদের অন্তর্নিহিত স্বাস্থ্য ও প্রজনন অধিকার জোরদার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।’ 

প্রায় এক দশক আগে মাতৃমৃত্যুর বিরুদ্ধে যুদ্ধে অগ্রগতি ধীরগতিতে শুরু হলেও, জাতিসংঘের সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করেছে যে বিশ্বব্যাপী সাহায্য হ্রাসের ফলে পরিস্থিতি নাটকীয়ভাবে আরো খারাপ হতে পারে।

জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর তাৎক্ষণিকভাবে বেশিরভাগ মার্কিন বৈদেশিক সাহায্য তহবিল বন্ধ করে দিয়েছে। ফলে, বিশ্বব্যাপী মানবিক সংস্থাগুলো বিপর্যস্ত হয়ে পড়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বজনীন স্বাস্থ্য কভারেজের দায়িত্বে থাকা সহকারী মহাপরিচালক ব্রুস অ্যালওয়াড সতর্ক করে বলেছেন, ‘মাতৃমৃত্যুর বিরুদ্ধে লড়াই করার ক্ষেত্রে, ‘আমরা ক্রমবর্ধমান প্রতিকূলতার মুখোমুখি হতে যাচ্ছি’।

তিনি সাংবাদিকদের বলেন, তহবিল হ্রাস ‘একটি তীব্র ধাক্কা এবং দেশগুলোর কাছে সময় নেই যে তারা পরিকল্পনা করার জন্য অন্য কোন অর্থায়ন ব্যবহার করবে তা যাতে সবচেয়ে প্রয়োজনীয় পরিষেবাগুলো অব্যাহত রাখা যায় তা নিশ্চিত করার জন্য। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজশাহী-১ আসনে বিএনপির প্রার্থী শরীফ উদ্দিনকে বরণ
স্ত্রী ও ছেলেসহ সাবেক মন্ত্রী মায়ার ৮১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
ঢাবিতে শীতকালীন বইমেলা শুরু
চট্টগ্রাম-৫ আসনে ব্যারিস্টার মীর হেলালের নির্বাচনী কার্যক্রম শুরু
জামালপুরে কৃষি প্রণোদনা পাচ্ছেন ৩৮ হাজার কৃষক
ঢাকা মহানগর উত্তর বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত
সুনামগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থীকে নেতা-কর্মীদের বরণ
নাটোরে ভেজাল গুড় তৈরির অপরাধে দুইজনকে জরিমানা
এক মাসে ১ লক্ষ ২৫ হাজার ব্যানার-ফেস্টুন অপসারণ ডিএনসিসি’র
লতিফ সিদ্দিকী ও মঞ্জুরুল আলম পান্নাকে জামিন দিয়েছেন হাইকোর্ট
১০