রংপুরে মুগ্ধতা ছড়াচ্ছে হেলিকোনিয়া ফুল

বাসস
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ১৩:৪৫
রংপুরে মুগ্ধতা ছড়াচ্ছে হেলিকোনিয়া ফুল। ছবি : বাসস

।। রেজাউল করিম মানিক ।।

রংপুর, ৭ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলায় হেলিকোনিয়া ফুলের মুগ্ধতায় উৎফুল্ল প্রকৃতি প্রেমীরা। 

প্রকৃতি প্রেমী রানা মাসুদ মনে করেন, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ শহরের বিভিন্ন জায়গায় বৈচিত্র্যময় ফুল মানুষকে কাছে টানছে । তেমনি হেলিকোনিয়া ফুলের মধু বিশ্বের ক্ষুদ্রতম পাখি হামিংবার্ডসহ অনেক পাখিরই প্রিয় খাদ্য। সুদূর আমেরিকায় জন্ম নেওয়া ফুলটি বাংলাদেশের প্রকৃতি পরিবেশে গ্রীষ্ম ঋতুতে ফোঁটে এবং ফুল ফোঁটার সময় গ্রীষ্মকালজুড়ে। তবে গ্রীষ্মের আনুষ্ঠানিকতা শুরু না হতেই রংপুর মহানগরের সরকারি বেগম রোকেয়া কলেজের বিপরীতে একটি বাড়ির সামনে এই ফুলটি মুগ্ধতা ছড়াচ্ছে।

ফুলটি সম্পর্কে জানা গেছে, গন্ধহীন এ ফুলের মঞ্জরি বেশ লম্বা, নিচ দিকে ঝুলন্ত, উজ্জ্বল লাল রঙের। মঞ্জরিতে সুবিন্যস্তভাবে সাজানো থাকে। যেন ঝুলন্ত সাজানো মালা। ফুল রঙে লাল, তবে অগ্রভাগ সবুজ। ফুটন্ত ফুল মনোমুগ্ধকর ও নজরকাড়া। দেখে আনন্দের ঢেউ জাগে প্রকৃতি প্রেমীদের মাঝে। ফুলের সৌন্দর্য বেশ অনেক দিন অটুট থাকে। গাছ ঝোপালোভাবে জন্মে। গাছের পাতা আকার-আকৃতিতে অনেকটা কলাগাছের মতো, লম্বা ডাঁটার অগ্রভাগে আয়তকার ফলক, রং সবুজ, পুরু, মধ্যশিরা স্পষ্ট। গাছের উচ্চতা গড়ে প্রায় ১০ থেকে ১২ ফুট হয়ে থাকে। কন্দজাতীয় এ ফুলের গাছ কন্দ চারার মাধ্যমে বংশ বিস্তার হয়ে থাকে। কোনো স্থানে চারাগাছ রোপণ করা হলে সেখানে দিন দিন গাছের পরিমাণ বাড়তে থাকে। হেলিকোনিয়া ফুলের চারা ইচ্ছামতো সারি করে বা বিভিন্ন নকশায় রোপণ করা যায়। এতে বাগানের সৌন্দর্য বহুগুণে বৃদ্ধি পায়। 

বাংলা একাডেমির সহ-পরিচালক এবং বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্র, পায়রাবন্দ, রংপুরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কৃষিবিদ আবিদ করিম মুন্না জানান, আমাদের দেশের পারিবারিক বাগান, অফিস, পার্ক, উদ্যান ও বিভিন্ন প্রতিষ্ঠানের বাগানে, টবে, সীমানাপ্রাচীর ছাড়াও ছাদবাগানে হেলিকোনিয়া ফুল চোখে পড়ে। উঁচু ভূমি, রৌদ্রজ্জ্বল পরিবেশ ও প্রায় সব ধরনের মাটিতে এ ফুলগাছ জন্মে থাকে।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড.তুহিন ওয়াদুদ বলেন, শুধু  হেলিকোনিয়া নয়, রংপুরে গত দুই বছর নানা ধরণের বৈচিত্র্যময় ফুলের সন্ধান মিলছে। ফুল মানুষকে ভালবাসা শেখায় সবাই যেন ফুল চাষ করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাণিজ্য উপদেষ্টার সাথে সেমিকন্ডাক্টর অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের বৈঠক
পার্বতীপুরে যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি কামরুজ্জামানের গণসংযোগ
রাবার শিল্প উন্নয়নে চাষিদের ভূমিকা অনন্য : ভূমি সচিব
ডিএমপির ভ্রাম্যমাণ আদালত ২৪ জনকে কারাদণ্ড দিয়েছে
ডাকসু নির্বাচনের ফেস্টুন ফেলে দেয়া ও ছবি বিকৃতি : ছাত্রশিবিরের উদ্বেগ
রাবিতে ‘জুলাই গণঅভ্যুত্থান আগস্ট বিপ্লব’ গ্রন্থের মোড়ক উন্মোচন
পিরোজপুরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির কাণ্ডে বিদ্যুৎ বন্ধ
নওগাঁয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি
স্বাধীনতা যুদ্ধ, নব্বইয়ের গণআন্দোলন ও চব্বিশের গণঅভ্যুত্থানে কাজী নজরুলের কবিতা-গান মানুষকে উজ্জীবিত করেছে : তারেক রহমান
মানবাধিকার রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার ব্যাপারে গুরুত্বারোপ
১০