কিশোরগঞ্জে ঈদ আনন্দে ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ১৪:৫৫
রোববার বিকেলে কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসদরের চালিয়াগোপ কাতার বাজারে অনুষ্ঠিত হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা। ছবি: বাসস

কিশোরগঞ্জ, ৭ এপ্রিল, ২০২৫ (বাসস) : ঈদ আনন্দ ভাগাভাগি করতে জেলার পাকুন্দিয়া আয়োজন করা হয়েছে ঐতিহ্যবাহী লাঠিখেলার।

গতকাল রোববার বিকেলে পাকুন্দিয়া পৌরসদরের চালিয়াগোপ কাতার বাজারে অনুষ্ঠিত হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ লাঠিখেলা। লাঠিখেলা উপভোগ করতে ছুটে আসেন আশপাশের গ্রামের শত শত শিশু, নারী ও পুরুষ।

জানা গেছে, পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করতে চালিয়াগোপ যুব সমাজের উদ্যোগে কাতার বাজারে লাঠিখেলার আয়োজন করা হয়। বিনোদনের অংশ হিসেবেই এ অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয়রা। এতে স্থানীয় মানুষসহ আশপাশের কয়েক গ্রামের শত শত উৎসুক জনতা উপস্থিত থেকে লাঠিখেলা উপভোগ করেন।

খেলায় স্থানীয় যুবক এবং পুরুষেরা কয়েকটি দলে ভাগ হয়ে অংশ নেন। গ্রামীণ গানের তালে তালে লাঠিখেলা প্রদর্শন করেন তারা। যা উপস্থিত শত শত মানুষ আনন্দের সাথে উপভোগ করেন।

উপজেলার মির্জাপুর গ্রামের বাসিন্দা সবুজ মিয়া জানান, দীর্ঘদিন পর গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা উপভোগ করতে পেরে বেশ আনন্দ লাগছে। আগে গ্রামগঞ্জে প্রায় এ খেলার আয়োজন করা হতো। তবে কালের বিবর্তে আধুনিকতার ছোঁয়ায় এসব খেলা বিলুপ্তির পথে। 

খেলা উপভোগ করতে আসা দর্শক কাঞ্চন মিয়া বলেন, সময়ের পরিক্রমায় গ্রামীণ ঐতিহ্যের অনেক কিছুই এখন আর নেই। এখানকার লোকেরা শখ করে আনন্দ উপভোগ করার উদ্দেশ্যে ঐতিহ্যের লাঠিখেলার আয়োজন করায় তাদের ধন্যবাদ জানাই। এতে নতুন প্রজন্ম গ্রাম বাংলার হারানো ঐতিহ্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে এবং শত শত মানুষ খেলা উপভোগ করতে পেরে খুশি। 

আয়োজকদের পক্ষ থেকে আফাজ উদ্দিন জানান, ঈদ উপলক্ষে আনন্দ উপভোগ করতে এলাকার লোকজন লাঠিখেলা আয়োজনের সিদ্ধান্ত নেয়। এর প্রেক্ষিতে রোববার বিকেলে কাতার বাজারে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ খেলা অনুষ্ঠিত হয়েছে। যারা অংশগ্রহণ করেছে তারা এই এলাকার। একসময় তারা নিয়মিত এসব খেলায় অংশ নিত। 

তবে এখন আর সেই সময় নেই। দীর্ঘদিন পর গ্রামীণ এ খেলায় যারা অংশ নিয়েছে এবং যারা দর্শক হিসেবে উপস্থিত থেকেছে তারা সবাই উপভোগ করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নেত্রকোনায় আন্তর্জাতিক ওজোনস্তর সুরক্ষা দিবস পালিত
দুবলার চরের শুঁটকি খাতে সরকারের রাজস্ব আয় ৬ কোটি টাকা 
নির্বাচন কর্মকর্তা সম্মেলন আগামী ২৭ সেপ্টেম্বর
রংপুরে পদ্মরাগ ট্রেনের ৬ বগি লাইনচ্যুত
মালয়েশিয়ায় ভূমিধসে নিহত ১২
বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে পঞ্চগড়ে নারী সমাবেশ
সিরাজগঞ্জের কাজিপুরে নৌকায় বসে পাটের হাট
জাফলংয়ে ডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার
নওগাঁয় কষ্টি পাথরের মূর্তিসহ দু’জন গ্রেপ্তার
তেল ও গ্যাসে আরও বিনিয়োগের প্রয়োজন হতে পারে: আইইএ
১০