লালমনিরহাটে পুলিশের গাড়িতে ট্রাকের ধাক্কা, ১৫ জন পুলিশ সদস্য আহত

বাসস
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ১৬:০৯ আপডেট: : ০৭ এপ্রিল ২০২৫, ১৬:২২
আজ সোমবার ৭ এপ্রিল, ভোর সাড়ে ৬ টার দিকে জেলার শহরের হাড়িভাঙ্গা মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ছবি: বাসস

লালমনিরহাট,৭ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলায় পুলিশের কাভার্ড ভ্যানে ট্রাকের ধাক্কায় ১৫ পুলিশ সদস্য আহত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আজ সোমবার  ভোর সাড়ে ৬ টার দিকে জেলার শহরের হাড়িভাঙ্গা মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাক চালক সোহানকে গ্রেফতার করেছে পুলিশ।

জানাগেছে, ভোর সাড়ে ৬ টার দিকে শহরের পুলিশ লাইন থেকে কাভার্ড ভ্যানে করে ১৫ জন পুলিশ সদস্য সিন্দুরমতি মেলার উদ্দেশ্যে রওনা দেন। পুলিশবাহী  গাড়িটি হাড়িভাঙ্গা মাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি ড্রাম ট্রাক  গাড়িটিকে ধাক্কা দেয়। 

এতে পুলিশবাহী গাড়িতে থাকা ১৫ পুলিশ সদস্য  আহত হয়। এরমধ্যে গুরুতর আহত ৬ জনকে লালমনিরহাট সদর হাসপাতাল ও ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া বাকি তিন পুলিশ সদস্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া পুলিশ সদস্যরা হলেন এসআই রফিকুল ইসলাম, এএসআই মহেস, কনস্টেবল সাইফুল, মানিক, মোজাম্মেল, সবুজ। লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি হওয়া পুলিশ সদস্যরা হলেন কনস্টেবল নয়ন, জাফর(গাড়ি চালক), শাহাদাৎ, লুৎফর, ইলিয়াস, মোস্তফা। আর প্রাথমিক চিকিৎসা নিয়েছে এসআই আবু বক্কর, নায়েক রাহিনুল, নায়েক শাখাওয়াত।

সড়ক দুর্ঘটনায় ১৫ পুলিশ পুলিশ সদস্য আহত ও একজনকে গ্রেফতারের বিষয়টি সদর থানার ওসি নুরনবী নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গোপালগঞ্জের সংঘর্ষ নিয়ে ভুয়া তথ্য ছড়াচ্ছে আওয়ামী লীগ : প্রধান উপদেষ্টার প্রেস উইং
গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ হয়নি : টেলিযোগাযোগ মন্ত্রণালয়
বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩০.৩ বিলিয়ন ডলারে: বাংলাদেশ ব্যাংক
বিএনপি যতবারই ক্ষমতায় এসেছে ততবারই জনগণের ম্যান্ডেট নিয়েই এসেছে : টুকু
গোপালগঞ্জে হামলার ঘটনায় ভোলায় এনসিপির মশাল মিছিল
গোপালগঞ্জে এনসিপির উপর হামলার ঘটনায় জড়িতদের শাস্তি দাবি ঢাবি সাদা দলের
গোপালগঞ্জে হামলার ঘটনায় রাঙ্গামাটিতে এনসিপির বিক্ষোভ ও রোড ব্লক কর্মসূচি
জুলাই বিপ্লবকে জীবিত রাখতে সকলকে সজাগ থাকতে হবে : মাহমুদুর রহমান 
জিয়াউর রহমানের ছবি অবমাননা ও তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ
সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে ৫৫ জনকে পুশইন
১০