লালমনিরহাটে পুলিশের গাড়িতে ট্রাকের ধাক্কা, ১৫ জন পুলিশ সদস্য আহত

বাসস
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ১৬:০৯ আপডেট: : ০৭ এপ্রিল ২০২৫, ১৬:২২
আজ সোমবার ৭ এপ্রিল, ভোর সাড়ে ৬ টার দিকে জেলার শহরের হাড়িভাঙ্গা মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ছবি: বাসস

লালমনিরহাট,৭ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলায় পুলিশের কাভার্ড ভ্যানে ট্রাকের ধাক্কায় ১৫ পুলিশ সদস্য আহত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আজ সোমবার  ভোর সাড়ে ৬ টার দিকে জেলার শহরের হাড়িভাঙ্গা মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাক চালক সোহানকে গ্রেফতার করেছে পুলিশ।

জানাগেছে, ভোর সাড়ে ৬ টার দিকে শহরের পুলিশ লাইন থেকে কাভার্ড ভ্যানে করে ১৫ জন পুলিশ সদস্য সিন্দুরমতি মেলার উদ্দেশ্যে রওনা দেন। পুলিশবাহী  গাড়িটি হাড়িভাঙ্গা মাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি ড্রাম ট্রাক  গাড়িটিকে ধাক্কা দেয়। 

এতে পুলিশবাহী গাড়িতে থাকা ১৫ পুলিশ সদস্য  আহত হয়। এরমধ্যে গুরুতর আহত ৬ জনকে লালমনিরহাট সদর হাসপাতাল ও ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া বাকি তিন পুলিশ সদস্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া পুলিশ সদস্যরা হলেন এসআই রফিকুল ইসলাম, এএসআই মহেস, কনস্টেবল সাইফুল, মানিক, মোজাম্মেল, সবুজ। লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি হওয়া পুলিশ সদস্যরা হলেন কনস্টেবল নয়ন, জাফর(গাড়ি চালক), শাহাদাৎ, লুৎফর, ইলিয়াস, মোস্তফা। আর প্রাথমিক চিকিৎসা নিয়েছে এসআই আবু বক্কর, নায়েক রাহিনুল, নায়েক শাখাওয়াত।

সড়ক দুর্ঘটনায় ১৫ পুলিশ পুলিশ সদস্য আহত ও একজনকে গ্রেফতারের বিষয়টি সদর থানার ওসি নুরনবী নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজশাহী-১ আসনে বিএনপির প্রার্থী শরীফ উদ্দিনকে বরণ
স্ত্রী ও ছেলেসহ সাবেক মন্ত্রী মায়ার ৮১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
ঢাবিতে শীতকালীন বইমেলা শুরু
চট্টগ্রাম-৫ আসনে ব্যারিস্টার মীর হেলালের নির্বাচনী কার্যক্রম শুরু
জামালপুরে কৃষি প্রণোদনা পাচ্ছেন ৩৮ হাজার কৃষক
ঢাকা মহানগর উত্তর বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত
সুনামগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থীকে নেতা-কর্মীদের বরণ
নাটোরে ভেজাল গুড় তৈরির অপরাধে দুইজনকে জরিমানা
এক মাসে ১ লক্ষ ২৫ হাজার ব্যানার-ফেস্টুন অপসারণ ডিএনসিসি’র
লতিফ সিদ্দিকী ও মঞ্জুরুল আলম পান্নাকে জামিন দিয়েছেন হাইকোর্ট
১০