দিনাজপুর হিলি স্থলবন্দর দিয়ে ৫,৪৪৭ মেট্রিক টন চাল আমদানি

বাসস
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ১৬:০৮ আপডেট: : ০৭ এপ্রিল ২০২৫, ১৬:৫২
দিনাজপুরের হিলি স্থলবন্দরে পণ্যবাহী ট্রাক। ফাইল ছবি

দিনাজপুর, ৭ এপ্রিল, ২০২৫ (বাসস): দিনাজপুর হিলি স্থলবন্দর দিয়ে গত ৬ এপ্রিল রোববার এক দিনে ১২৬টি ট্রাকে ৫ হাজার ৪৪৭ মেট্রিক টন চাল ভারত থেকে আমদানি করা হয়েছে।

আগামীতে চাল আমদানির পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছেন আমদানিকারকেরা।

আজ সোমবার বিকেলে সাড়ে ৩টায় দিনাজপুর হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশনের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী এ তথ্য নিশ্চিত করেন।তিনি বলেন,

গতকাল রোববার ৬ এপ্রিল বেলা ১১টা থেকে শুরু করে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে এসব চাল ভারত থেকে আমদানির মাধ্যমে দেশে প্রবেশ করেছে। চাল আমদানির অনুমতির মেয়াদের সময়সীমা শেষের দিকে হওয়ায় সামনের দিনে আমদানি আরও বাড়বে বলে জানিয়েছেন আমদানিকারকেরা।

হিলি স্থলবন্দরের চাল আমদানিকারক মোস্তাফিজুর রহমান বলেন, ঈদুল ফিতর উপলক্ষে গত ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত থানা ৯ দিন আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ ছিল। সরকারের পক্ষ থেকে চাল আমদানির অনুমতির সময়সীমা নির্ধারণ ছিল ৬ এপ্রিল পর্যন্ত। সে হিসেব মোতাবেক গতকাল রোববার  চাল আমদানির সময়সীমার শেষ দিন হওয়ায় প্রচুর পরিমাণ চাল আমদানি করা হয়েছে।

তবে আজ সোমবার খাদ্য মন্ত্রণালয় থেকে চাল আমদানির অনুমতির মেয়াদ এর সময়সীমা আরেক দফা বাড়িয়ে ১৫ এপ্রিল পর্যন্ত নির্ধারণ করে দিয়েছে। এতে করে বাকি যে কয়দিন রয়েছে এ কয়দিন চাল আমদানির পরিমাণ আরো বাড়বে।

তিনি বলেন, দেশের বাজারে আমদানি করা চালের চাহিদা অনেকটাই বেড়ে গেছে। দেশের বিভিন্ন মোকাম থেকে পাইকারেরা হিলি স্থলবন্দরে আসছেন চাল কিনতে। বাড়তি চাহিদাকে ঘিরে চাল আমদানির পরিমাণ বাড়বে। বন্দরে আমদানি করা শম্পা কাটারি জাতের চাল ৬৫ থেকে ৬৬ টাকা দরে বিক্রি হচ্ছে। আর স্বর্ণা জাতের চাল বিক্রি হচ্ছে ৫১ থেকে ৫২ টাকা কেজি দরে।

হিলি স্থলবন্দর পরিচালনাকারী পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার অশিত স্যানাল বলেন, দীর্ঘ ৯ দিন পবিত্র ঈদুল ফিতরের কারণে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল।

গতকাল রোববার ভারত থেকে আমদানি করা পণ্যবাহী ট্রাক প্রবেশের মধ্য দিয়ে হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মাঝে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে। প্রথম দিনে বন্দর দিয়ে বিপুল পরিমাণ চাল আমদানি হয়েছে। গতকাল রোববার বন্দর দিয়ে সর্বমোট ১৫৭ ট্রাকে বিভিন্ন ধরনের পণ্য আমদানি হয়েছে। এর মধ্যে ১২৬ ট্রাকে ৫ হাজার ৪৪৭ টন চাল আমদানি করা  হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজশাহী-১ আসনে বিএনপির প্রার্থী শরীফ উদ্দিনকে বরণ
স্ত্রী ও ছেলেসহ সাবেক মন্ত্রী মায়ার ৮১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
ঢাবিতে শীতকালীন বইমেলা শুরু
চট্টগ্রাম-৫ আসনে ব্যারিস্টার মীর হেলালের নির্বাচনী কার্যক্রম শুরু
জামালপুরে কৃষি প্রণোদনা পাচ্ছেন ৩৮ হাজার কৃষক
ঢাকা মহানগর উত্তর বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত
সুনামগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থীকে নেতা-কর্মীদের বরণ
নাটোরে ভেজাল গুড় তৈরির অপরাধে দুইজনকে জরিমানা
এক মাসে ১ লক্ষ ২৫ হাজার ব্যানার-ফেস্টুন অপসারণ ডিএনসিসি’র
লতিফ সিদ্দিকী ও মঞ্জুরুল আলম পান্নাকে জামিন দিয়েছেন হাইকোর্ট
১০