বুদ্ধিদীপ্ত পুলিশিংয়ের স্বীকৃতি হিসেবে রাষ্ট্রপতি পদক পাচ্ছেন কনস্টেবল রিয়াদ 

বাসস
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ১৯:৪৩
কনস্টেবল মো. রিয়াদ হোসেন। ফাইল ছবি

ঢাকা, ৭ এপ্রিল, ২০২৫ (বাসস) : জনশৃঙ্খলা রক্ষায় সরাসরি লাঠি দিয়ে আঘাত না করে বুদ্ধিদীপ্ত পুলিশিং কৌশল প্রয়োগের স্বীকৃতি হিসেবে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা) পাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় বহুল আলোচিত সেই কনস্টেবল মো. রিয়াদ হোসেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে গত ২৭ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে সিনিয়র সহকারী সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষর করেন। যা গতকাল রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওই প্রজ্ঞাপন ওয়েবসাইটে প্রকাশ করে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৫ সালে নাগরিকদের প্রতি সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে জনশৃঙ্খলা রক্ষায় অভিনব বুদ্ধিদীপ্ত পুলিশিং কৌশলের স্বীকৃতি হিসেবে পুলিশ সদস্য রিয়াদ হোসেনকে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা)’ প্রদান করা হলো। প্রজ্ঞাপন জারির তারিখ থেকে এ আদেশ কার্যকর হবে।

উল্লেখ্য, আন্দোলনকারীদের সরাসরি লাঠি দিয়ে আঘাত না করে সোশ্যাল মিডিয়ায় এক পুলিশ সদস্যের দায়িত্ব পালন করার একটি ভিডিও ভাইরাল হয়। অনেকেই সেই ভিডিওটি শেয়ার করে পুলিশ সদস্যদের কাজের ধরন দেখে প্রশংসা করেন। তার নাম কনস্টেবল মো. রিয়াদ হোসেন। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত আছেন। জনশৃঙ্খলা রক্ষায় বুদ্ধিদীপ্ত পুলিশিং কৌশল প্রয়োগের স্বীকৃতি হিসেবে রিয়াদকে এই পদক দেওয়া হচ্ছে।

জানা গেছে, ঘটনার দিন একদল আন্দোলনকারী সচিবালয়ের গেটের দিকে আসতে থাকে এবং সচিবালয়ে প্রবেশ করার চেষ্টা করে। এসময় তাদের পুলিশের পক্ষ থেকে বলা হয়, সচিবালয় একটি সংরক্ষিত এলাকা, এখানে প্রবেশ করা নিষেধ। কিন্তু তারা কোন বিধিনিষেধ না মেনে এগিয়ে যেতে থাকে। 

পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এসময় ডিউটিতে থাকা কনস্টেবল রিয়াদ হোসেন কাউকে লাঠি দিয়ে আঘাত না করে রাস্তায় বাড়ি দিয়ে, পাশে বৈদ্যুতিক খুঁটি ছিল তাতে বাড়ি দিয়ে, ভয় দেখিয়ে ছত্রভঙ্গ করার চেষ্টা করেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজশাহী-১ আসনে বিএনপির প্রার্থী শরীফ উদ্দিনকে বরণ
স্ত্রী ও ছেলেসহ সাবেক মন্ত্রী মায়ার ৮১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
ঢাবিতে শীতকালীন বইমেলা শুরু
চট্টগ্রাম-৫ আসনে ব্যারিস্টার মীর হেলালের নির্বাচনী কার্যক্রম শুরু
জামালপুরে কৃষি প্রণোদনা পাচ্ছেন ৩৮ হাজার কৃষক
ঢাকা মহানগর উত্তর বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত
সুনামগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থীকে নেতা-কর্মীদের বরণ
নাটোরে ভেজাল গুড় তৈরির অপরাধে দুইজনকে জরিমানা
এক মাসে ১ লক্ষ ২৫ হাজার ব্যানার-ফেস্টুন অপসারণ ডিএনসিসি’র
লতিফ সিদ্দিকী ও মঞ্জুরুল আলম পান্নাকে জামিন দিয়েছেন হাইকোর্ট
১০