রাঙ্গামাটিতে নারী হত্যাকাণ্ডের আসামি গ্রেফতার

বাসস
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ২০:১৯
নারী হত্যায় অভিযুক্ত মো. জামাল হোসেন মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। ছবি: বাসস

রাঙ্গামাটি, ৭ এপ্রিল, ২০২৫ (বাসস) : তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে রাঙ্গামাটিতে এক নারী হত্যার অপরাধীকে ৪৮ ঘণ্টার মধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত হলেন, মো. জামাল হোসেন মোল্লা (৪২), পিতা-মো. আইয়ুব আলী মোল্লা, সাং-বুড়ো মৌলভীর দরগাহ সড়ক, থানা-লবনচরা, জেলা-খুলনা।

এ বিষয়ে রাঙ্গামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. সাহেদ উদ্দিন চৌধুরী বাসসকে জানান, গত ৪ এপ্রিল মধ্যরাতে জেলার পৌরসভার রিজার্ভ বাজার মহসিন কলোনি এলাকার ভাড়া বাসা থেকে একজন অজ্ঞাত মহিলার অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড ধারণার প্রেক্ষিতে কোতয়ালী থানা পুলিশ মৃত অজ্ঞাতনামা মহিলার ফিঙ্গার প্রিন্ট নিয়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে অজ্ঞাতনামা মৃতদেহের পরিচয় শনাক্ত করা হয়। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ শুরু করেন কোতয়ালী থানা পুলিশের একটি টিম।

৪৮ ঘণ্টার মধ্যে তথ্য প্রযুক্তির সহায়তায় ক্লুলেস এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন প্রধান অভিযুক্তকে খুলনার লবনচরা থেকে রাঙ্গামাটি পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করতে সক্ষম হয় বলে জানান তিনি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত জামালকে আজ সোমবার বিকেলে আদালতে প্রেরণ করা হলে দোষ স্বীকার করে এ আসামি ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে জানান কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. সাহেদ উদ্দিন চৌধুরী ।

মৃত মহিলার নাম খাদিজা আক্তার (৪২) পিতা-মৃত আকবর হাওলাদার, মাতা-মৃত গোলবানু, সাং-পুটিখালী, ০৫নং ওয়ার্ড, থানা-মোরেলগঞ্জ, জেলা- বাগেরহাট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাণিজ্য উপদেষ্টার সাথে সেমিকন্ডাক্টর অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের বৈঠক
পার্বতীপুরে যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি কামরুজ্জামানের গণসংযোগ
রাবার শিল্প উন্নয়নে চাষিদের ভূমিকা অনন্য : ভূমি সচিব
ডিএমপির ভ্রাম্যমাণ আদালত ২৪ জনকে কারাদণ্ড দিয়েছে
ডাকসু নির্বাচনের ফেস্টুন ফেলে দেয়া ও ছবি বিকৃতি : ছাত্রশিবিরের উদ্বেগ
রাবিতে ‘জুলাই গণঅভ্যুত্থান আগস্ট বিপ্লব’ গ্রন্থের মোড়ক উন্মোচন
পিরোজপুরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির কাণ্ডে বিদ্যুৎ বন্ধ
নওগাঁয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি
স্বাধীনতা যুদ্ধ, নব্বইয়ের গণআন্দোলন ও চব্বিশের গণঅভ্যুত্থানে কাজী নজরুলের কবিতা-গান মানুষকে উজ্জীবিত করেছে : তারেক রহমান
মানবাধিকার রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার ব্যাপারে গুরুত্বারোপ
১০