রাঙ্গামাটিতে নারী হত্যাকাণ্ডের আসামি গ্রেফতার

বাসস
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ২০:১৯
নারী হত্যায় অভিযুক্ত মো. জামাল হোসেন মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। ছবি: বাসস

রাঙ্গামাটি, ৭ এপ্রিল, ২০২৫ (বাসস) : তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে রাঙ্গামাটিতে এক নারী হত্যার অপরাধীকে ৪৮ ঘণ্টার মধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত হলেন, মো. জামাল হোসেন মোল্লা (৪২), পিতা-মো. আইয়ুব আলী মোল্লা, সাং-বুড়ো মৌলভীর দরগাহ সড়ক, থানা-লবনচরা, জেলা-খুলনা।

এ বিষয়ে রাঙ্গামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. সাহেদ উদ্দিন চৌধুরী বাসসকে জানান, গত ৪ এপ্রিল মধ্যরাতে জেলার পৌরসভার রিজার্ভ বাজার মহসিন কলোনি এলাকার ভাড়া বাসা থেকে একজন অজ্ঞাত মহিলার অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড ধারণার প্রেক্ষিতে কোতয়ালী থানা পুলিশ মৃত অজ্ঞাতনামা মহিলার ফিঙ্গার প্রিন্ট নিয়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে অজ্ঞাতনামা মৃতদেহের পরিচয় শনাক্ত করা হয়। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ শুরু করেন কোতয়ালী থানা পুলিশের একটি টিম।

৪৮ ঘণ্টার মধ্যে তথ্য প্রযুক্তির সহায়তায় ক্লুলেস এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন প্রধান অভিযুক্তকে খুলনার লবনচরা থেকে রাঙ্গামাটি পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করতে সক্ষম হয় বলে জানান তিনি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত জামালকে আজ সোমবার বিকেলে আদালতে প্রেরণ করা হলে দোষ স্বীকার করে এ আসামি ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে জানান কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. সাহেদ উদ্দিন চৌধুরী ।

মৃত মহিলার নাম খাদিজা আক্তার (৪২) পিতা-মৃত আকবর হাওলাদার, মাতা-মৃত গোলবানু, সাং-পুটিখালী, ০৫নং ওয়ার্ড, থানা-মোরেলগঞ্জ, জেলা- বাগেরহাট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জবিতে ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস’ পালিত
ঝিনাইদহে বজ্রপাত প্রতিরোধে তাল গাছের চারা রোপণ করল পুলিশ
সেপ্টেম্বর ছিল ইতিহাসের তৃতীয় উঞ্চতম মাস
জামায়াত আমিরের সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
স্বৈরাচারবিরোধী আন্দোলনে জেহাদ অবিস্মরণীয় নাম: তারেক রহমান
টাঙ্গাইলে ১০ লাখ ১৬ হাজার ১১২ জন শিশু টাইফয়েড টিকাদানের আওতায় 
ড. তোফায়েল আহমেদের ইন্তেকালে জামায়াতের শোক
লক্ষ্মীপুরে গ্রাম আদালতের সুফল পাচ্ছেন নাগরিকরা, সহজে সেবা পাওয়ায় খুশি 
সারাদেশে ১০ হাজার মিডওয়াইফ নিয়োগের প্রক্রিয়া চলছে: মহাপরিচালক
কি থাকছে গাজা যুদ্ধবিরতি চুক্তিতে
১০