রাঙ্গামাটিতে নারী হত্যাকাণ্ডের আসামি গ্রেফতার

বাসস
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ২০:১৯
নারী হত্যায় অভিযুক্ত মো. জামাল হোসেন মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। ছবি: বাসস

রাঙ্গামাটি, ৭ এপ্রিল, ২০২৫ (বাসস) : তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে রাঙ্গামাটিতে এক নারী হত্যার অপরাধীকে ৪৮ ঘণ্টার মধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত হলেন, মো. জামাল হোসেন মোল্লা (৪২), পিতা-মো. আইয়ুব আলী মোল্লা, সাং-বুড়ো মৌলভীর দরগাহ সড়ক, থানা-লবনচরা, জেলা-খুলনা।

এ বিষয়ে রাঙ্গামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. সাহেদ উদ্দিন চৌধুরী বাসসকে জানান, গত ৪ এপ্রিল মধ্যরাতে জেলার পৌরসভার রিজার্ভ বাজার মহসিন কলোনি এলাকার ভাড়া বাসা থেকে একজন অজ্ঞাত মহিলার অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড ধারণার প্রেক্ষিতে কোতয়ালী থানা পুলিশ মৃত অজ্ঞাতনামা মহিলার ফিঙ্গার প্রিন্ট নিয়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে অজ্ঞাতনামা মৃতদেহের পরিচয় শনাক্ত করা হয়। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ শুরু করেন কোতয়ালী থানা পুলিশের একটি টিম।

৪৮ ঘণ্টার মধ্যে তথ্য প্রযুক্তির সহায়তায় ক্লুলেস এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন প্রধান অভিযুক্তকে খুলনার লবনচরা থেকে রাঙ্গামাটি পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করতে সক্ষম হয় বলে জানান তিনি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত জামালকে আজ সোমবার বিকেলে আদালতে প্রেরণ করা হলে দোষ স্বীকার করে এ আসামি ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে জানান কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. সাহেদ উদ্দিন চৌধুরী ।

মৃত মহিলার নাম খাদিজা আক্তার (৪২) পিতা-মৃত আকবর হাওলাদার, মাতা-মৃত গোলবানু, সাং-পুটিখালী, ০৫নং ওয়ার্ড, থানা-মোরেলগঞ্জ, জেলা- বাগেরহাট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী
যুক্তরাষ্ট্রের নতুন ট্যারিফ প্ল্যান বৈশ্বিক অর্থনীতির জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে : মাহবুবুর রহমান
মিয়ানমারে উদ্ধার ও চিকিৎসায় টানা দ্বিতীয় সপ্তাহ কাজ করছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী
উন্নয়ন কাজের লক্ষ্য অর্জনে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান উপদেষ্টা শারমীন মুরশিদের
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বন্দুক ও অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ
ইসরায়েলের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর আহ্বান হেফাজত মহাসচিবের
সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে ঐকমত্য প্রতিষ্ঠা করাই আমাদের প্রচেষ্টা : অধ্যাপক আলী রীয়াজ 
চট্টগ্রামে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় ২ জনের যাবজ্জীবন
চট্টগ্রাম বিমান বন্দরে কোটি টাকার স্বর্ণসহ শারজাহ ফেরত যাত্রী আটক 
ইসরায়েলি বর্বর আগ্রাসনের প্রতিবাদে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সংহতি সমাবেশ 
১০