চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু 

বাসস
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ২০:২৫

চট্টগ্রাম (উত্তর), ৭ এপ্রিল ২০২৫ (বাসস): জেলার ফটিকছড়ি উপজেলায় আজ প্রাইভেট কারের ধাক্কায় মোহাম্মদ মহিন উদ্দিন লিটন (২৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

আজ সোমবার বিকেল ৩টায় চট্টগ্রাম- খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের নাজিরহাট মেডিকেল সড়কের মাথায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মোহাম্মদ মহিন উদ্দিন লিটন জেলার হাটহাজারীর ফরহাদাবাদ ইউনিয়ন এর পূর্ব মন্দাকিনী বাদশা মিয়া ড্রাইভার বাড়ির মোহাম্মদ ইউছুফের ছেলে। 

তিনি নাজিরহাটের ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে স্বাস্থ্য সহকারী হিসেবে কাজ করতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মহিন উদ্দিন লিটন মোটরসাইকেল নিয়ে সড়ক পারাপারকালে একটি দ্রুতগামী প্রাইভেটকার এসে তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নাজিরহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ সাহাবউদ্দিন জানান, অভিযুক্ত প্রাইভেট কারের চালককে আটক করা হয়েছে।

প্রাইভেট কার ও মোটরসাইকেলটি পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী
যুক্তরাষ্ট্রের নতুন ট্যারিফ প্ল্যান বৈশ্বিক অর্থনীতির জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে : মাহবুবুর রহমান
মিয়ানমারে উদ্ধার ও চিকিৎসায় টানা দ্বিতীয় সপ্তাহ কাজ করছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী
উন্নয়ন কাজের লক্ষ্য অর্জনে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান উপদেষ্টা শারমীন মুরশিদের
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বন্দুক ও অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ
ইসরায়েলের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর আহ্বান হেফাজত মহাসচিবের
সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে ঐকমত্য প্রতিষ্ঠা করাই আমাদের প্রচেষ্টা : অধ্যাপক আলী রীয়াজ 
চট্টগ্রামে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় ২ জনের যাবজ্জীবন
চট্টগ্রাম বিমান বন্দরে কোটি টাকার স্বর্ণসহ শারজাহ ফেরত যাত্রী আটক 
ইসরায়েলি বর্বর আগ্রাসনের প্রতিবাদে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সংহতি সমাবেশ 
১০