চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু 

বাসস
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ২০:২৫

চট্টগ্রাম (উত্তর), ৭ এপ্রিল ২০২৫ (বাসস): জেলার ফটিকছড়ি উপজেলায় আজ প্রাইভেট কারের ধাক্কায় মোহাম্মদ মহিন উদ্দিন লিটন (২৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

আজ সোমবার বিকেল ৩টায় চট্টগ্রাম- খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের নাজিরহাট মেডিকেল সড়কের মাথায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মোহাম্মদ মহিন উদ্দিন লিটন জেলার হাটহাজারীর ফরহাদাবাদ ইউনিয়ন এর পূর্ব মন্দাকিনী বাদশা মিয়া ড্রাইভার বাড়ির মোহাম্মদ ইউছুফের ছেলে। 

তিনি নাজিরহাটের ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে স্বাস্থ্য সহকারী হিসেবে কাজ করতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মহিন উদ্দিন লিটন মোটরসাইকেল নিয়ে সড়ক পারাপারকালে একটি দ্রুতগামী প্রাইভেটকার এসে তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নাজিরহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ সাহাবউদ্দিন জানান, অভিযুক্ত প্রাইভেট কারের চালককে আটক করা হয়েছে।

প্রাইভেট কার ও মোটরসাইকেলটি পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজশাহী-১ আসনে বিএনপির প্রার্থী শরীফ উদ্দিনকে বরণ
স্ত্রী ও ছেলেসহ সাবেক মন্ত্রী মায়ার ৮১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
ঢাবিতে শীতকালীন বইমেলা শুরু
চট্টগ্রাম-৫ আসনে ব্যারিস্টার মীর হেলালের নির্বাচনী কার্যক্রম শুরু
জামালপুরে কৃষি প্রণোদনা পাচ্ছেন ৩৮ হাজার কৃষক
ঢাকা মহানগর উত্তর বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত
সুনামগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থীকে নেতা-কর্মীদের বরণ
নাটোরে ভেজাল গুড় তৈরির অপরাধে দুইজনকে জরিমানা
এক মাসে ১ লক্ষ ২৫ হাজার ব্যানার-ফেস্টুন অপসারণ ডিএনসিসি’র
লতিফ সিদ্দিকী ও মঞ্জুরুল আলম পান্নাকে জামিন দিয়েছেন হাইকোর্ট
১০