গাজায় গণহত্যার প্রতিবাদে সিলেটে দিনব্যাপী বিক্ষোভ

বাসস
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ২০:২৬ আপডেট: : ০৭ এপ্রিল ২০২৫, ২০:৩৫
ছবি: বাসস

সিলেট, ৭ এপ্রিল, ২০২৫ (বাসস) : ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে বৈশ্বিক ধর্মঘট কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে সিলেটে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল থেকে নগরজুড়ে সিলেটের বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। একইসঙ্গে ইসরায়েলি পণ্য বর্জনের ডাক দিয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস পরীক্ষাও বন্ধ রয়েছে।

দিনভর মিছিল-সমাবেশে সিলেট একখণ্ড প্রতিবাদী নগরে পরিণত হয়। বাদ জোহর নগরের বিভিন্ন পাড়া-মহল্লায় নামাজ শেষে মুসল্লিরা দফায় দফায় মিছিল নিয়ে বের হন। বাদ আসরও নগরের কোর্ট পয়েন্ট, সিটি পয়েন্ট, বন্দরবাজার, কোর্ট পয়েন্ট, জিন্দাবাজার, চৌহাট্টা এবং আম্বরখানা পর্যন্ত বিভিন্ন ব্যানারে মিছিল করতে দেখা যায়। মিছিল থেকে গাজার পাশে দাঁড়াতে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

এদিকে ইসরায়েলি প্রতিষ্ঠান দাবি করে সিলেটের কেএফসি রেস্টুরেন্ট, জুতার কোম্পানি বাটার বিভিন্ন শোরুম, উইনিমার্ট, আলপাইন রেস্টুরেন্টসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ভাঙচুর করেছে একদল যুবক। এ সময় রেস্টুরেন্টের ভিতরে থাকা বিভিন্ন কোমল পানীয় নষ্ট করা হয়। রাস্তায় বের করে পোড়ানো হয় বাটার জুতা। পরে, পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পরিস্থিতি শান্ত করে।

মিছিলে অংশ নেওয়া অনেকেই জানিয়েছেন, এসব বিশৃঙ্খলার সঙ্গে একদল অতি উৎসাহী যুবক জড়িত। তারা গাজা ইস্যুকে ভিন্নখাতে প্রবাহিত করতে এসব কর্মকাণ্ড করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী
যুক্তরাষ্ট্রের নতুন ট্যারিফ প্ল্যান বৈশ্বিক অর্থনীতির জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে : মাহবুবুর রহমান
মিয়ানমারে উদ্ধার ও চিকিৎসায় টানা দ্বিতীয় সপ্তাহ কাজ করছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী
উন্নয়ন কাজের লক্ষ্য অর্জনে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান উপদেষ্টা শারমীন মুরশিদের
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বন্দুক ও অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ
ইসরায়েলের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর আহ্বান হেফাজত মহাসচিবের
সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে ঐকমত্য প্রতিষ্ঠা করাই আমাদের প্রচেষ্টা : অধ্যাপক আলী রীয়াজ 
চট্টগ্রামে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় ২ জনের যাবজ্জীবন
চট্টগ্রাম বিমান বন্দরে কোটি টাকার স্বর্ণসহ শারজাহ ফেরত যাত্রী আটক 
ইসরায়েলি বর্বর আগ্রাসনের প্রতিবাদে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সংহতি সমাবেশ 
১০