গাজায় গণহত্যার প্রতিবাদে সিলেটে দিনব্যাপী বিক্ষোভ

বাসস
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ২০:২৬ আপডেট: : ০৭ এপ্রিল ২০২৫, ২০:৩৫
ছবি: বাসস

সিলেট, ৭ এপ্রিল, ২০২৫ (বাসস) : ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে বৈশ্বিক ধর্মঘট কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে সিলেটে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল থেকে নগরজুড়ে সিলেটের বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। একইসঙ্গে ইসরায়েলি পণ্য বর্জনের ডাক দিয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস পরীক্ষাও বন্ধ রয়েছে।

দিনভর মিছিল-সমাবেশে সিলেট একখণ্ড প্রতিবাদী নগরে পরিণত হয়। বাদ জোহর নগরের বিভিন্ন পাড়া-মহল্লায় নামাজ শেষে মুসল্লিরা দফায় দফায় মিছিল নিয়ে বের হন। বাদ আসরও নগরের কোর্ট পয়েন্ট, সিটি পয়েন্ট, বন্দরবাজার, কোর্ট পয়েন্ট, জিন্দাবাজার, চৌহাট্টা এবং আম্বরখানা পর্যন্ত বিভিন্ন ব্যানারে মিছিল করতে দেখা যায়। মিছিল থেকে গাজার পাশে দাঁড়াতে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

এদিকে ইসরায়েলি প্রতিষ্ঠান দাবি করে সিলেটের কেএফসি রেস্টুরেন্ট, জুতার কোম্পানি বাটার বিভিন্ন শোরুম, উইনিমার্ট, আলপাইন রেস্টুরেন্টসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ভাঙচুর করেছে একদল যুবক। এ সময় রেস্টুরেন্টের ভিতরে থাকা বিভিন্ন কোমল পানীয় নষ্ট করা হয়। রাস্তায় বের করে পোড়ানো হয় বাটার জুতা। পরে, পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পরিস্থিতি শান্ত করে।

মিছিলে অংশ নেওয়া অনেকেই জানিয়েছেন, এসব বিশৃঙ্খলার সঙ্গে একদল অতি উৎসাহী যুবক জড়িত। তারা গাজা ইস্যুকে ভিন্নখাতে প্রবাহিত করতে এসব কর্মকাণ্ড করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জবিতে ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস’ পালিত
ঝিনাইদহে বজ্রপাত প্রতিরোধে তাল গাছের চারা রোপণ করল পুলিশ
সেপ্টেম্বর ছিল ইতিহাসের তৃতীয় উঞ্চতম মাস
জামায়াত আমিরের সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
স্বৈরাচারবিরোধী আন্দোলনে জেহাদ অবিস্মরণীয় নাম: তারেক রহমান
টাঙ্গাইলে ১০ লাখ ১৬ হাজার ১১২ জন শিশু টাইফয়েড টিকাদানের আওতায় 
ড. তোফায়েল আহমেদের ইন্তেকালে জামায়াতের শোক
লক্ষ্মীপুরে গ্রাম আদালতের সুফল পাচ্ছেন নাগরিকরা, সহজে সেবা পাওয়ায় খুশি 
সারাদেশে ১০ হাজার মিডওয়াইফ নিয়োগের প্রক্রিয়া চলছে: মহাপরিচালক
কি থাকছে গাজা যুদ্ধবিরতি চুক্তিতে
১০