সিলেট বোর্ডে এবার এসএসসি পরীক্ষার্থী এক লাখ দুই হাজার

বাসস
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ২০:৫৯

সিলেট, ৭ এপ্রিল ২০২৫ (বাসস) : আগামী ১০ এপ্রিল শুরু হতে যাওয়া মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ৯৪৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এক লাখ দুই হাজার ৮৭২ পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র সংখ্যা ৪২ হাজার ৫৩ জন এবং ছাত্রী ৬০ হাজার ৮১৯জন। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রী সংখ্যা ১৮ হাজার ৭৬৬ জন বেশি। 

গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ৬ হাজার ৬৮২ জন। গত বছর সিলেট বোর্ডে এসএসসি পরীক্ষায় অংশ নেন এক লাখ ৯ হাজার ৫৫৪ জন।

সিলেট বোর্ডে এবার মোট পরীক্ষার কেন্দ্র ১৫৪টি।

সিলেট শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ আহাম্মেদ জানান, ইতোমধ্যে এসএসসি পরীক্ষা গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের জন্য ছয়টি ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে। কলেজ শিক্ষকদের সমন্বয়ে ১৯ টি বহিঃভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে। শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা গ্রহণ করতে বোর্ডের পক্ষ থেকে প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।

১৫৪টি কেন্দ্রের মধ্যে রয়েছে সিলেটে ৬০, সুনামগঞ্জে ৩৫, মৌলভীবাজারে ২৬ ও হবিগঞ্জে রয়েছে ৩৩টি। 
মোট পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগে ২৩ হাজার ৮৭০, মানবিকে ৭১ হাজার ৫১৯  এবং বাণিজ্য বিভাগে ৭ হাজার ৪৮৩ জন শিক্ষার্থী রয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জবিতে ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস’ পালিত
ঝিনাইদহে বজ্রপাত প্রতিরোধে তাল গাছের চারা রোপণ করল পুলিশ
সেপ্টেম্বর ছিল ইতিহাসের তৃতীয় উঞ্চতম মাস
জামায়াত আমিরের সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
স্বৈরাচারবিরোধী আন্দোলনে জেহাদ অবিস্মরণীয় নাম: তারেক রহমান
টাঙ্গাইলে ১০ লাখ ১৬ হাজার ১১২ জন শিশু টাইফয়েড টিকাদানের আওতায় 
ড. তোফায়েল আহমেদের ইন্তেকালে জামায়াতের শোক
লক্ষ্মীপুরে গ্রাম আদালতের সুফল পাচ্ছেন নাগরিকরা, সহজে সেবা পাওয়ায় খুশি 
সারাদেশে ১০ হাজার মিডওয়াইফ নিয়োগের প্রক্রিয়া চলছে: মহাপরিচালক
কি থাকছে গাজা যুদ্ধবিরতি চুক্তিতে
১০