সিলেট বোর্ডে এবার এসএসসি পরীক্ষার্থী এক লাখ দুই হাজার

বাসস
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ২০:৫৯

সিলেট, ৭ এপ্রিল ২০২৫ (বাসস) : আগামী ১০ এপ্রিল শুরু হতে যাওয়া মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ৯৪৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এক লাখ দুই হাজার ৮৭২ পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র সংখ্যা ৪২ হাজার ৫৩ জন এবং ছাত্রী ৬০ হাজার ৮১৯জন। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রী সংখ্যা ১৮ হাজার ৭৬৬ জন বেশি। 

গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ৬ হাজার ৬৮২ জন। গত বছর সিলেট বোর্ডে এসএসসি পরীক্ষায় অংশ নেন এক লাখ ৯ হাজার ৫৫৪ জন।

সিলেট বোর্ডে এবার মোট পরীক্ষার কেন্দ্র ১৫৪টি।

সিলেট শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ আহাম্মেদ জানান, ইতোমধ্যে এসএসসি পরীক্ষা গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের জন্য ছয়টি ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে। কলেজ শিক্ষকদের সমন্বয়ে ১৯ টি বহিঃভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে। শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা গ্রহণ করতে বোর্ডের পক্ষ থেকে প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।

১৫৪টি কেন্দ্রের মধ্যে রয়েছে সিলেটে ৬০, সুনামগঞ্জে ৩৫, মৌলভীবাজারে ২৬ ও হবিগঞ্জে রয়েছে ৩৩টি। 
মোট পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগে ২৩ হাজার ৮৭০, মানবিকে ৭১ হাজার ৫১৯  এবং বাণিজ্য বিভাগে ৭ হাজার ৪৮৩ জন শিক্ষার্থী রয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্বাচন কর্মকর্তা সম্মেলন আগামী ২৭ সেপ্টেম্বর
রংপুরে পদ্মরাগ ট্রেনের ৬ বগি লাইনচ্যুত
মালয়েশিয়ায় ভূমিধসে নিহত ১২
বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে পঞ্চগড়ে নারী সমাবেশ
সিরাজগঞ্জের কাজিপুরে নৌকায় বসে পাটের হাট
জাফলংয়ে ডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার
নওগাঁয় কষ্টি পাথরের মূর্তিসহ দু’জন গ্রেপ্তার
তেল ও গ্যাসে আরও বিনিয়োগের প্রয়োজন হতে পারে: আইইএ
কিশোরগঞ্জে ব্ল্যাক কুইন তরমুজ চাষে তরুণ কৃষকের সাফল্য
ধর্ম মত নির্বিশেষে সবাই আমরা এক পরিবারের সদস্য: প্রধান উপদেষ্টা
১০