চট্টগ্রাম বিমান বন্দরে কোটি টাকার স্বর্ণসহ শারজাহ ফেরত যাত্রী আটক 

বাসস
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ২১:৪৭
ছবি: বাসস

চট্টগ্রাম, ৭ এপ্রিল, ২০২৫ (বাসস) : হাতঘড়ির চেইন আকারে, মোবাইল এডাপ্টারের ভেতর ও এয়ারপডের ভেতর লুকানো ১ কোটি ৭ লাখ টাকা মূল্যের ৯১০ গ্রাম স্বর্ণসহ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে আটক হয়েছেন শারজাহ থেকে আসা এক বিমান যাত্রী। আটক যুবক চট্টগ্রামের সাতকানিয়ার মোহাম্মদ মোকসুদ আহমেদ।

সোমবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ৭ টায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তল্লাশি করে তাকে আটক করে বিমানবন্দরে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তিনি সাতকানিয়া উপজেলার দোভাষী পাড়ার আব্দুল খালেকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, আজ সকাল সাড়ে সাতটায় শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার ফ্লাইট জি৯-৫২৬ অবতরণ করে। এসময় ফ্লাইটে করে আসা ইকে-০৫৪২০১৩ পাসপোর্টধারী যাত্রী মোহাম্মদ মোকসুদ আহমেদ গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাকে তল্লাশি করে কাস্টমস প্রতিনিধি, বিমানবন্দর এভসেক, বিমানবাহিনী টাস্কফোর্স ও এনএসআই প্রতিনিধিরা। 

তিনি জানান, এসময় তার হাতঘড়ির চেইন আকারে মোবাইল এডাপ্টারের ভেতর ও এয়ারপডের ভেতর থেকে লুকিয়ে রাখা বিভিন্ন সাইজের স্বর্ণ পাওয়া যায়। এছাড়াও অঘোষিত ১৬ পিস ডলফিনের মতো লকেট ২১৫ গ্রাম, ৭৮ পিস তারকার মতো লকেট ১২৮ গ্রাম, বার ৩০ পিস ৪৬০ গ্রাম, চুড়ি ৪ পিস ৮০ গ্রাম, আংটি ২ পিস ২০ গ্রাম, চেইন ১ পিস ৭ গ্রাম জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণালংকার বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর  করা হয়েছে। আটককৃত যাত্রীকে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। এতে করে বাজুসের তথ্যানুসারে ১ কোটি ৭ লাখ ৬১ হাজার ৬৬০ টাকা রাজস্ব আয় হয়েছে বলে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজশাহী-১ আসনে বিএনপির প্রার্থী শরীফ উদ্দিনকে বরণ
স্ত্রী ও ছেলেসহ সাবেক মন্ত্রী মায়ার ৮১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
ঢাবিতে শীতকালীন বইমেলা শুরু
চট্টগ্রাম-৫ আসনে ব্যারিস্টার মীর হেলালের নির্বাচনী কার্যক্রম শুরু
জামালপুরে কৃষি প্রণোদনা পাচ্ছেন ৩৮ হাজার কৃষক
ঢাকা মহানগর উত্তর বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত
সুনামগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থীকে নেতা-কর্মীদের বরণ
নাটোরে ভেজাল গুড় তৈরির অপরাধে দুইজনকে জরিমানা
এক মাসে ১ লক্ষ ২৫ হাজার ব্যানার-ফেস্টুন অপসারণ ডিএনসিসি’র
লতিফ সিদ্দিকী ও মঞ্জুরুল আলম পান্নাকে জামিন দিয়েছেন হাইকোর্ট
১০