চট্টগ্রামে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় ২ জনের যাবজ্জীবন

বাসস
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ২১:৫২
ছবি: বাসস

চট্টগ্রাম, ০৭ এপ্রিল  ২০২৫ (বাসস) : প্রায় চার বছর আগে ১৬ বছর বয়সী এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। একই সাথে দুই আসামির প্রত্যেককে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

আজ সোমবার চট্টগ্রামের পঞ্চম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সাইদুর রহমান গাজী এ আদেশ দেন।

দণ্ডিত দুজন হলেন- ফারুক সরদার (৩৮) ও শামসুল হক(৫০)। এদের মধ্যে ফারুক সরদারের বাড়ি বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলায় এবং  শামসুল হকের বাড়ি ভোলার লালমোহন উপজেলায়।

মামলার নথি পর্যালোচনা করে জানা যায়, ওই কিশোরীর মা একটি পোশাক কারখানায় কাজ করতেন। তার বাবা ঢাকায় থাকতেন। তারা নগরীর চান্দগাঁও থানার হামিদচর এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। ২০২১ সালের ২৮ আগস্ট ওই কিশোরীর মা কর্মস্থলে যাওয়ার পর দুপুরে ফারুক তাকে প্রলোভন দেখিয়ে তার ভাড়া বাসায় নিয়ে যান। এরপর ওই বাসায় প্রথমে ফারুক ও পরে শামসুল তাকে ধর্ষণ করেন। এরপর ওই কিশোরী গর্ভবতী হয়ে পড়েন। পরে জিজ্ঞাসাবাদে ওই কিশোরী তাকে ফারুক ও শামসুল ধর্ষণ করেছে বলে তার মাকে জানান। এ ঘটনায় তার মা বাদী হয়ে চান্দগাঁও থানায় ফারুক সরদার ও শামসুল হককে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

তদন্ত শেষে ২০২২ সালের ২২ মার্চ পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ১৩ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি হায়দার মোহাম্মদ সোলাইমান জানান, অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামিদের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন। এছাড়াও  দুই আসামির প্রত্যেককে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। রায়ের সময় আসামি ফারুক আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামি শামসুল হক পলাতক। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজশাহী-১ আসনে বিএনপির প্রার্থী শরীফ উদ্দিনকে বরণ
স্ত্রী ও ছেলেসহ সাবেক মন্ত্রী মায়ার ৮১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
ঢাবিতে শীতকালীন বইমেলা শুরু
চট্টগ্রাম-৫ আসনে ব্যারিস্টার মীর হেলালের নির্বাচনী কার্যক্রম শুরু
জামালপুরে কৃষি প্রণোদনা পাচ্ছেন ৩৮ হাজার কৃষক
ঢাকা মহানগর উত্তর বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত
সুনামগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থীকে নেতা-কর্মীদের বরণ
নাটোরে ভেজাল গুড় তৈরির অপরাধে দুইজনকে জরিমানা
এক মাসে ১ লক্ষ ২৫ হাজার ব্যানার-ফেস্টুন অপসারণ ডিএনসিসি’র
লতিফ সিদ্দিকী ও মঞ্জুরুল আলম পান্নাকে জামিন দিয়েছেন হাইকোর্ট
১০