চট্টগ্রামে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় ২ জনের যাবজ্জীবন

বাসস
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ২১:৫২
ছবি: বাসস

চট্টগ্রাম, ০৭ এপ্রিল  ২০২৫ (বাসস) : প্রায় চার বছর আগে ১৬ বছর বয়সী এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। একই সাথে দুই আসামির প্রত্যেককে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

আজ সোমবার চট্টগ্রামের পঞ্চম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সাইদুর রহমান গাজী এ আদেশ দেন।

দণ্ডিত দুজন হলেন- ফারুক সরদার (৩৮) ও শামসুল হক(৫০)। এদের মধ্যে ফারুক সরদারের বাড়ি বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলায় এবং  শামসুল হকের বাড়ি ভোলার লালমোহন উপজেলায়।

মামলার নথি পর্যালোচনা করে জানা যায়, ওই কিশোরীর মা একটি পোশাক কারখানায় কাজ করতেন। তার বাবা ঢাকায় থাকতেন। তারা নগরীর চান্দগাঁও থানার হামিদচর এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। ২০২১ সালের ২৮ আগস্ট ওই কিশোরীর মা কর্মস্থলে যাওয়ার পর দুপুরে ফারুক তাকে প্রলোভন দেখিয়ে তার ভাড়া বাসায় নিয়ে যান। এরপর ওই বাসায় প্রথমে ফারুক ও পরে শামসুল তাকে ধর্ষণ করেন। এরপর ওই কিশোরী গর্ভবতী হয়ে পড়েন। পরে জিজ্ঞাসাবাদে ওই কিশোরী তাকে ফারুক ও শামসুল ধর্ষণ করেছে বলে তার মাকে জানান। এ ঘটনায় তার মা বাদী হয়ে চান্দগাঁও থানায় ফারুক সরদার ও শামসুল হককে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

তদন্ত শেষে ২০২২ সালের ২২ মার্চ পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ১৩ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি হায়দার মোহাম্মদ সোলাইমান জানান, অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামিদের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন। এছাড়াও  দুই আসামির প্রত্যেককে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। রায়ের সময় আসামি ফারুক আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামি শামসুল হক পলাতক। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী
যুক্তরাষ্ট্রের নতুন ট্যারিফ প্ল্যান বৈশ্বিক অর্থনীতির জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে : মাহবুবুর রহমান
মিয়ানমারে উদ্ধার ও চিকিৎসায় টানা দ্বিতীয় সপ্তাহ কাজ করছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী
উন্নয়ন কাজের লক্ষ্য অর্জনে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান উপদেষ্টা শারমীন মুরশিদের
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বন্দুক ও অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ
ইসরায়েলের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর আহ্বান হেফাজত মহাসচিবের
সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে ঐকমত্য প্রতিষ্ঠা করাই আমাদের প্রচেষ্টা : অধ্যাপক আলী রীয়াজ 
চট্টগ্রামে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় ২ জনের যাবজ্জীবন
চট্টগ্রাম বিমান বন্দরে কোটি টাকার স্বর্ণসহ শারজাহ ফেরত যাত্রী আটক 
ইসরায়েলি বর্বর আগ্রাসনের প্রতিবাদে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সংহতি সমাবেশ 
১০