ব্রাহ্মণবাড়িয়া, ৭ এপ্রিল, ২০২৫ (বাসস) : ফিলিস্তিনের গাজায় চলমান ধ্বংসযজ্ঞের ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামের মহাসচিব শায়েখ সাজিদুর রহমান।
আজ সোমবার বাদ যোহর মজলুম গাজাবাসীর আহ্বানে বিশ্বব্যাপী হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল শেষে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত সমাবেশে তিনি এই দাবি জানান। এ সময় তিনি ইসরায়েলের গণহত্যাকে মানবতাবিরোধী কাজ উল্লেখ করে বলেন, নেতানিয়াহু বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী। তিনি জিহাদের ডাক দিয়ে প্রয়োজনে ফিলিস্তিন গিয়ে যুদ্ধে অংশ নেয়ার আহ্বান জানান।
এসময় হেফাজতে ইসলামের ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ সম্পাদক মাওলানা আলী আজ্জমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এর আগে ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসা থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।