খাগড়াছড়িতে সার্বজনিন বৈসাবি উপলক্ষে র‌্যালি

বাসস
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ১৪:৫৩ আপডেট: : ০৮ এপ্রিল ২০২৫, ১৫:৩৩
খাগড়াছড়িতে বৈসাবি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী আয়োজিত। ছবি: বাসস

খাগড়াছড়ি, ৮ এপ্রিল, ২০২৫ (বাসস): জেলা শহরে বৈসাবি উৎসব কে স্বাগত জানিয়ে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে চেঙ্গী স্কোয়ার থেকে সার্বজনীন বৈসাবি উদযাপন কমিটির আয়োজনে শোভাযাত্রায় নেতৃত্ব দেন বৈসাবি উদযাপন কমিটির আহ্বায়ক রবিশংকর তালুকদার, সদস্য সচিব প্রত্যয় চাকমা।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে নিউজিল্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। হাজারো পাহাড়ি নারী-পুরুষের বর্ণিল পোষাকে অংশগ্রহণে র‌্যালিটি জেলা শহরকে রঙ্গিন করে তুলে।

বৈসাবি মানেই রঙে-বর্ণে বৈচিত্র্যময় এক ঐতিহ্যবাহী উৎসব। বিজু-সাংগ্রাই-বৈসু, যে নামেই বলা হোকনা কেনো, এই উৎসব যেনো পাহাড়ীদের প্রেরণা-পাহাড়ের সংস্কৃতির জাগরণ।

আগামী ১২ এপ্রিল চাকমা সম্প্রদায়ের তরুণ-তরুণী, কিশোর-কিশোরী ভোওে ফুল তুলে নদী বা খালে গঙ্গা দেবীর উদ্দেশ্যে ফুল দিয়ে পূজা নিবেদনের মধ্য দিয়ে পুরাতন বছরের গ্লানি মুছে নতুন বছরের শুভ কামনায় নিজেদের পবিত্রতা কামনা করবে। এ ছাড়া ফুল দিয়ে ঘরের প্রতিটি দরজার মাঝখানে মালা গেঁথে সাজানো হবে।

১৩ এপ্রিল চাকমা সম্প্রদায়ের মূল বিঝু আর পরের দিন ১৪ এপ্রিল পহেলা বৈশাখ বা গজ্জাপয্যা পালন করবে। একই দিন ত্রিপুরা সম্প্রদায়ের হারি বৈসু,বিযুমা ও বিচি কাতাল।

পহেলা বৈশাখে জেলার মারমা সম্প্রদায় সাংগ্রাই উৎসবে ঐতিহ্যবাহী জলকেলি বা পানি খেলা ও জেলা প্রশাসনের উদ্যোগে হবে বর্ষবরণের র‌্যালী।

এ উৎসবে আনন্দেও আমেজ ছড়ায়। এই প্রাণের উৎসব বৈসাবিকে আনন্দ মুখর করার জন্য প্রস্তুতি নিচ্ছে সবাই। চাকমাদের বিঝু মারমাদের সাংগ্রাই আর ত্রিপুরাদের বৈসু নিয়ে বৈসাবি। এই উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে চলছে বৈসাবি মেলা-খেলাধুলা ও র‌্যালিসহ নানা আয়োজন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রধান উপদেষ্টার সঙ্গে ইউনেস্কো মহাপরিচালক প্রার্থী গাব্রিয়েলা রামোস পাতিনার সাক্ষাৎ
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয় না : ধর্ম উপদেষ্টা
বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে : আসিফ নজরুল
পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়া এখন সর্বোচ্চ অগ্রাধিকার : চীনের রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা
উত্তরায় টাকাসহ ছিনতাইকারী গ্রেফতার
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দেশের বিভিন্ন স্থানে দুদকের অভিযান
সুন্দরবনে মধু সংগ্রহ শেষে লোকালয়ে ফিরছে মৌয়ালরা
জাতীয় নির্বাচনের আগে গণহত্যার বিচার ও সংস্কার করতে হবে: ইসলামী যুব আন্দোলন 
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে চীনের ইউনান প্রদেশের গভর্নরের সাক্ষাৎ 
ঐকমত্যের ভিত্তিতে সনদে স্বাক্ষর করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা দরকার: আমির খসরু
১০