থাইল্যান্ডে গাঁজা বিক্রিতে নতুন বিধিনিষেধের প্রস্তাব

বাসস
প্রকাশ: ২৬ জুন ২০২৫, ১১:২১
প্রতীকী ছবি। পিক্সাবে

ঢাকা, ২৬ জুন, ২০২৫ (বাসস): গাঁজা বৈধ করার তিন বছর পর এবার তা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনার ঘোষণা দিয়েছে থাইল্যান্ড সরকার।

ব্যাংকক থেকে এএফপি জানায়, ২০২২ সালের জুনে নিষিদ্ধ মাদকদ্রব্যের তালিকা থেকে গাঁজা বাদ দিয়ে দেশটি দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে প্রথমবারের মতো গাঁজাকে ডিক্রিমিনালাইজ করে। 

এই পদক্ষেপ মূলত চিকিৎসা উদ্দেশ্যে গাঁজা বিক্রির অনুমতি দিতে নেওয়া হয়েছিল। কিন্তু এর ফলে রাজধানী ব্যাংককসহ দেশজুড়ে শত শত গাঁজার ‘ডিসপেনসারি’ গড়ে ওঠে। এই শিথিলতার ফলে কিছু পর্যটকের কাছে এটি জনপ্রিয় হলেও, অনেকেই মনে করছেন ব্যবসাটি যথাযথভাবে নিয়ন্ত্রিত না হওয়ায় উদ্বেগ দেখা দিয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী সোমসাক থেপসুতিন মঙ্গলবার রাতে বিনোদনমূলক গাঁজা বিক্রি নিষিদ্ধ করার কথা উল্লেখ করে একটি আদেশে স্বাক্ষর করেছেন। এই বিধানটি রাজকীয় গেজেটে প্রকাশিত হওয়ার পর কার্যকর হবে। তবে ঠিক কবে তা প্রকাশিত হবে, সে বিষয়টি এখনও স্পষ্ট নয়।

এর আগে সরকার গাঁজা নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপের ঘোষণা দিলেও ২০২৪ সালের ফেব্রুয়ারিতে সংসদে উত্থাপিত একটি আইনসহ কোনো উদ্যোগই বাস্তবায়িত হয়নি।

এই নতুন গাঁজা সংক্রান্ত পদক্ষেপ এমন এক সময়ে এলো, যখন প্রধানমন্ত্রী পায়টংতার্ন শিনাওয়াত্রার নেতৃত্বাধীন ফেউ থাই দল তাদের প্রধান জোটসঙ্গী ভূমজাইথাই পার্টিকে হারিয়ে টিকে থাকার লড়াই চালাচ্ছে।

রক্ষণশীল হলেও, ভূমজাইথাই পার্টি গাঁজা ব্যবস্থাপনায় উদারনীতির পক্ষপাতী ছিল।

এই মাসে প্রাক্তন কম্বোডীয় নেতা হুন সেনের সঙ্গে পায়টংতার্নের ফোনালাপ ফাঁস হওয়াকে কেন্দ্র করে জোট থেকে সরে দাঁড়ায় ভূমজাইথাই পার্টি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই হত্যাকাণ্ডের মামলায় পুলিশ কর্মকর্তা সাজ্জাদের জামিন স্থগিত
টাঙ্গাইলে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
আফগান অভিবাসী বহনকারী বাস দুর্ঘটনায় নিহত ৭৬
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় খুনের দায়ে একব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর
ভোলা পৌর শহরে মশক নিধন অব্যাহত থাকায় স্বস্তির নি:শ্বাস ফেলছে পৌরবাসী
শুল্ক নিয়ে ব্রাজিলের ডব্লিউটিও প্রতিনিধিদের সাথে আলোচনায় বসতে রাজি যুক্তরাষ্ট্র
পাকিস্তানে মৌসুমি বৃষ্টিপাতে ২০ জনেরও বেশি মানুষের মৃত্যু 
জুলাইয়ে প্রত্যাশার চেয়ে বেশি বেড়েছে যুক্তরাজ্যের বার্ষিক মুদ্রাস্ফীতি
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক 
বাঘাইছড়িতে অবৈধ ভারতীয় সিগারেট উদ্ধার
১০