রোববার শুরু হচ্ছে আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন ‘বসকন-২৫

বাসস
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ১৫:৩৫

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৫ (বাসস): বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির উদ্যোগে আগামী রোববার থেকে ঢাকায় শুরু হবে দু’দিনের ৩৮তম বার্ষিক আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন ‘বসকন-২০২৫’। 

আজ (শুক্রবার) সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন হলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

লিখিত বক্তব্যে বাংলাদেশ অর্থপেডিক সোসাইটির সদস্য সচিব ডা. এরফানুল হক সিদ্দিকী বলেন, সম্মেলনে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও জাপানসহ দেশ-বিদেশের প্রায় দুই হাজারেরও বেশি অর্থোপেডিক্স বিশেষজ্ঞ চিকিৎসক অংশ নেবেন।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, দু’দিনের এই আন্তর্জাতিক সম্মেলন দুটি ভেন্যুতে হবে। আগামী ৩০ নভেম্বর প্রথম দিনের অনুষ্ঠান সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও-এ হবে। 

আর সম্মেলনের সমাপনী অনুষ্ঠান হবে আগামী ১ ডিসেম্বর সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) এর শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে।

ডা. এরফানুল হক আরও জানান, আগামী সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় সম্মেলনের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। 

অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান, বিএমইউ এর উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফরসহ সম্মানিত অতিথিরা।

বাংলাদেশ অর্থপেডিক সোসাইটির আহ্বায়ক অধ্যাপক ডা. আবুল কেনান বলেন, আমাদের জাতীয় প্রতিষ্ঠান নিটোর হাসাপাতালে অনেক গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গ পুনঃস্থাপন করা হয়, কিন্তু অনেকেই তা জানেন না। আমরা সবাইকে এই গুরুত্বপূর্ণ তথ্য জানাতে চাই। বসকন সম্মেলনে এ সংক্রান্ত আরও নতুন বিষয় উঠে আসবে বলে বিশ্বাস করি।

বসকন-২৫ এর সাংগঠনিক কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. ওয়াকিল আহমেদ বলেন, জাতীয় অর্থোপেডিক হাসপাতালে দেশি-বিদেশি অভিজ্ঞ সার্জনদের মাধ্যমে অস্ত্রোপচার করানো হবে। ইতিমধ্যে প্রায় দেড় হাজারের বেশি প্রতিনিধি অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছেন। সম্মেলনের লক্ষ্য হচ্ছে অর্থপেডিক রোগীদের মানসম্মত সেবা দেওয়ার জন্য করণীয় বিষয়গুলোতে গুরুত্বারোপ করা। চিকিৎসকরা তাদের অভিজ্ঞতা ও দক্ষতা পরস্পরের সঙ্গে বিনিময় করবেন। যা দেশের আধুনিক চিকিৎসা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বসকন-২৫ সম্মেলনের সাংগঠনিক কমিটির সেক্রেটারি ডা. মো. মিজানুর রহমান, ডা. সিরাজুস সালেহীন এবং জাতীয় অর্থপেডিক ইনস্টিটিউটের (নিটোর) সহযোগী অধ্যাপক ডা. আলমগীর কবির জনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপির আরও ৯ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
রোববার শুরু হচ্ছে আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন ‘বসকন-২৫
বরিশালে চোরাই কয়লাসহ ১২ চোরাকারবারি আটক
কক্সবাজারে আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ কারিগর আটক
গোবিন্দগঞ্জে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত
বান্দরবানে ৭৫০ নেতাকর্মীকে বিএনপি প্রার্থী সাচিং প্রু’র সম্মাননা
দিনাজপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার 
ঢাবি আইবিএ’র বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
নাইসিয়ার কাউন্সিলের ১,৭০০তম বার্ষিকী উদযাপন করবেন পোপ ও অর্থডক্স নেতা
কড়াইল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জরুরি খাদ্য সহায়তায় ডব্লিউএফপি
১০