সিলেট, ১০ এপ্রিল, ২০২৫ (বাসস): বাংলাদেশে লিচুর গান্ধি পোকা ও লাউ ফসলের স্যাপ বিটলের নতুন জাত শনাক্ত করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) একদল গবেষক। সিকৃবি’র কীটতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মো. ফুয়াদ মণ্ডলের নেতৃত্বে একদল গবেষক জাত দুটি শনাক্তকরণ করেন।
লিচুর গান্ধি পোকা সাধারণ গান্ধি পোকার চেয়ে আকারে বড়। এই শোষকপোকা লিচুর কচি পাতা, কাণ্ড এবং ফলের রস শোষণ করে। এর ফলে কচি অবস্থায় লিচু শুকিয়ে যায় এবং মাটিতে ঝরেপড়ে।
প্রফেসর ড. মো. ফুয়াদ মণ্ডল জানিয়েছেন, তারা গবেষণায় দেখতে পেয়েছেন- পোকার মারাত্মক আক্রমণের ফলে লিচুর শতকরা ৮০ ভাগ ফলন কমে যায়। অন্যদিকে লাউয়ের স্যাপ বিটল দলবদ্ধভাবে প্রজনন পর্যায়ে থাকা লাউয়ের পুরুষ ফুলে ব্যাপকভাবে আক্রমণ করে। তারা সমস্ত পরাগরেণু খেয়ে ফেলে। ফলে পরাগায়ন ব্যাহত হয়, লাউয়ের ফল সম্প্রসারণ ক্ষতিগ্রস্ত হয় এবং ফলন ব্যাপকভাবে হ্রাস পায়।
আজ বৃহস্পতিবার সিকৃবি’র ভাইস-চ্যান্সেলর কার্যালয়ের সম্মেলন কক্ষে এই দুটি পোকার পরিচিতি ও ব্যবস্থাপনা বিষয়ক লিফলেট উন্মোচন করেন এই গবেষক দল। এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মো. সাইফুল আলম।
সিকৃবি’র ভিসি প্রফেসর ড. মো. আলিমুল ইসলামের সভাপতিত্বে লিফলেট উন্মোচন সভায় বক্তব্যে সাইফুল আলম বলেন, ‘কৃষি প্রধান বাংলাদেশে খাদ্য ঘাটতি পূরণে বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণায় গুরুত্ব দিতে হবে। সমস্যা চিহ্নিত করতে পারলে সমাধান আসবে। এই ধরনের গবেষণার মাধ্যমে কৃষকরা উপকৃত হবেন, দেশের কৃষি লাভবান হবে।’
প্রযুক্তি সম্প্রসারণে সরকারের কৃষি বিভাগ গবেষকদের সব ধরনের সহযোগিতা দেবে বলে আশ্বস্ত করেন মহাপরিচালক।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ফিল্ড সার্ভিস উইং পরিচালক ওবায়দুর রহমান মন্ডল ও প্রশাসন, অর্থ ও সাপোর্ট সার্ভিসের অতিরিক্ত পরিচালক ড. মো. কাজী মজিবুর রহমান।
সভায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (সাউরেস) পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মাহবুব ইকবাল, রেজিস্ট্রার (অ.দা) প্রফেসর ড. মো. আসাদ-উদ-দৌলা, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক কৃষিবিদ খসরু মোহাম্মদ সালাহউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।