রেকর্ড তৃতীয়বার পিএফএ বর্ষসেরা খেলোয়াড় সালাহ

বাসস
প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ১৯:৪৯
ছবি : সংগৃহীত

ঢাকা, ২০ আগস্ট ২০২৫ (বাসস) : রেকর্ড তৃতীয়বারের মত পেশাদার ফুটবলার্স এসোসিয়েশনের (পিএফএ) ভোটে প্রিমিয়ার লিগের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সালাহ। লিভারপুলের লিগ শিরোপা জয়ে অনবদ্য ভূমিকার রাখার পুরস্কার হিসেবে সালাহ বর্ষসেরা নির্বাচিত হয়েছেন।

মিশরীয় এই তারকা ফরোয়ার্ড গত মৌসুমে ইংলিশ লিগে ২৯টি গোল ছাড়াও ১৮টি এ্যাসিস্ট করেছেন। চার ম্যাচ হাতে রেখে রেকর্ড স্পর্শকারী ২০তম লিগ শিরোপা জয় করে লিভারপুল। 

এর আগে ২০১৭/১৮ ও ২০২১/২২ মৌসুমে এই পুরস্কার জয় করেছিলেন সালাহ। 

সাম্প্রতিক সময়ে ৩৩ বছর বয়সী সালাহ ফুটবল রাইটার্স এসোসিয়েশন ও প্রিমিয়ার লিগেরও বর্ষসেরার পুরস্কার জয় করেছেন। 

এ্যাস্টন ভিলার এ্যাটাকিং মিডফিল্ডার মরগান রজার্স বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জয় করেছেন। পুরো মৌসুম জুড়ে দুর্দান্ত পারফর্ম করা রজার্স ইংল্যান্ড জাতীয় দলেও অভিষিক্ত হয়েছেন। 

বর্ষসেরা খেলোয়াড়ের পাশাপাশি বর্ষসেরা দলেও জায়গা করে নিয়েছেন সালাহ। এই দলে তার সাথে আরো আছেন লিভারপুল সতীর্থ ভার্জিল ফন ডাইক, রায়ান গ্রাভেনবার্চ ও এ্যালেক্সিস ম্যাক এ্যালিস্টার।

বর্ষসেরা দলে আর্সেনালের তিন খেলোয়াড় উইলিয়াম সালিবা, গ্যাব্রিয়েল মাগালহেস ও ডিক্লান রাইস, নটিংহ্যাম ফরেস্টের হয়ে দুর্দান্ত পারফর্ম করা ম্যাটস সেলস ও ক্রিস উড, নিউক্যাসল স্ট্রাইকার আলেক্সান্দার ইসাকও রয়েছেন। 

নারীদের ফুটবলে পিএফএ বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন আর্সেনালের মারিওনা ক্যালডেন্টি। স্প্যানিশ এই মিডফিল্ডার সব ধরনের প্রতিযোগিতায় ১৯ গোল করেছেন, যার মধ্যে চ্যাম্পিয়ন্স লিগে ছিল আটটি। ইংল্যান্ডে প্রথম বছরেই তিনি আর্সেনালকে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা উপহার দিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস হাসপাতালে 
রাজবাড়ী সদর হাসপাতাল ও কুমিল্লায় দুদকের অভিযান
নির্বাচনে ছাত্রদের স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগসহ ৯ দফা প্রস্তাব এবি পার্টির
জুলাই সনদ নিয়ে মতামত জমা দিয়েছে বিএনপি
হবিগঞ্জে বিজিবির অভিযান : সোয়া ১ কোটি টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ
পিরোজপুরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত
সিলেটের ৫ উপজেলায় শিশুদের জীবনমান উন্নয়নের উদ্যোগ ওয়ার্ল্ড ভিশনের
মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহত-নিহতদের ক্ষতিপূরণের দাবি এ্যানীর
বিজিএমইএ-ইন্টারটেক বৈঠক : পোশাক শিল্পে টেকসই উন্নয়ন ও সহযোগিতার অঙ্গীকার
একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ
১০