খুলনা, ১৬ এপ্রিল, ২০২৫ (বাসস) : খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে ভর্তির পরীক্ষা আগামীকাল শুরু হচ্ছে।
চলতি বছর, মোট ১,০৭,৬৮৫ জন প্রার্থী ১,১০৯টি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। গড়ে একটি আসনের জন্য প্রায় ৯৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদিকে এ ভর্তি পরীক্ষা প্রথমবারের মতো খুলনার পাশাপাশি ঢাকা এবং রাজশাহীতেও অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও গণমাধ্যম বিভাগ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 'গ' ইউনিটের অধীনে কলা ও মানবিক, সমাজবিজ্ঞান, আইন, শিক্ষা এবং চারুকলা বিভাগের ভর্তি পরীক্ষা আগামীকাল সকাল ১০:০০ টা থেকে দুপুর ১২:০০ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে, এরপর দুপুর ১২:৩০ টা থেকে দুপুর ১:৩০ টা পর্যন্ত চারুকলা বিভাগের জন্য অঙ্কন পরীক্ষা অনুষ্ঠিত হবে।
একই দিনে, 'ঘ' ইউনিটের অধীনে ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ভর্তি পরীক্ষা দুপুর ২:৩০ টা থেকে বিকাল ৪:৩০ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
খুলনায় খুলনা বিশ্ববিদ্যালয় এবং এর সংলগ্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছয়টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিবেন মোট ১৪,৪৮০ জন পরীক্ষার্থী। এছাড়া, ঢাকায় বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) কেন্দ্রে মোট ১২,১০৪ জন এবং রাজশাহীতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) কেন্দ্রে ৭,৮৫৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন।
১৮ এপ্রিল, 'এ' ইউনিটের অধীনে বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি বিষয়ের ভর্তি পরীক্ষা বিকাল ৩:০০ টা থেকে ৪:৩০ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে, এরপর বিকাল ৪:৩০ টা থেকে ৫:৩০ পর্যন্ত স্থাপত্য বিষয়ের অঙ্কন পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এর আগে একই দিনে, সকাল ১০:০০ টা থেকে দুপুর ১২:০০ টা পর্যন্ত, 'খ' ইউনিটের (লাইফ সায়েন্স স্কুল) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
'খ' ইউনিটের পরীক্ষায় খুলনা বিশ্ববিদ্যালয় এবং এর নিকটবর্তী কেন্দ্রগুলিতে মোট ৭,৮৭৪ জন শিক্ষার্থী পরীক্ষায় বসবেন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য কেন্দ্রগুলিতে ১৩,৬৮৪ জন এবং রুয়েট কেন্দ্রগুলিতে ৬,৩৮৯ জন পরীক্ষার্থী বসবে।
এদিকে, 'ক' ইউনিটের পরীক্ষায় খুলনা বিশ্ববিদ্যালয় এবং খুলনায় অন্যান্য কেন্দ্রে মোট ১১,১৫৬ জন পরীক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২১,৫৬০ জন এবং রুয়েট কেন্দ্রে ৮,৪৬৩ জন পরীক্ষার্থী পরীক্ষা দিতে বসবেন।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বাসস’কে বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি পরীক্ষা পদ্ধতি থেকে সরে এসে এখন স্বাধীনভাবে পরীক্ষা পরিচালনা করছে। প্রথমবারের মতো খুলনার পাশাপাশি ঢাকা ও রাজশাহীতেও পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় তা আবেদনকারীদের জন্য আগের থেকে আরও সহজ ও সুবিধাজনক হয়েছে।
বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রুয়েটের প্রতি তাদের ক্যাম্পাসে পরীক্ষা আয়োজনে সহযোগিতা করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, আমি বিশ্বাস করি যে তাদের এই সহযোগিতা এবারের ভর্তি পরীক্ষার সর্বোচ্চ মান বজায় রাখতে সাহায্য করবে।