সিলেট, ১৬ এপ্রিল, ২০২৫ (বাসস): সিলেটে জলবায়ু পরিবর্তন ও অভিযোজনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার বিভিন্ন কৌশল ও পদক্ষেপ সম্পর্কে সচেতনতা বাড়াতে দুই দিনব্যাপী জলবায়ু মেলা শুরু হয়েছে। বুধবার নগরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই মেলা শুরু হয়।
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) সহয়োগিতায় এবং ইসলামিক রিলিফ বাংলাদেশ ও ইয়ুথনেট গ্লোবালের আয়োজনে চৌহাট্টার কেন্দ্রীয় শহীদ মিনারে দুই দিনব্যাপী এই মেলায় সরকারি ও বেসরকারি সংস্থার উদ্যোগে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গৃহীত পদক্ষেপ এবং উদ্ভাবনী কৌশলগুলো তুলে ধরা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মেলায় অভিযোজনমূলক পদক্ষেপ ও প্রযুক্তি সম্পর্কে ধারণা পেলে মানুষের মধ্যে জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে। এই জন্য জলবায়ু পরিবর্তনের সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা এবং অভিজ্ঞতা বিনিময় করা জরুরি। এতে জনগণ অভিযোজনমূলক কার্যক্রম গ্রহণ করতে উৎসাহিত হবে।
ইসলামিক রিলিফ বাংলাদেশের জলবায়ু পরিবর্তন ও অভিযোজন এবং দুর্যোগ ঝুঁকিহ্রাস প্রোগ্রামের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) পদ্মাসন সিংহ।
মূল প্রবন্ধ উপস্থাপনা করেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. শরাফ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মো. মিজানুর রহমান মিয়া, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (পিপি) মোহাম্মদ আনিছুজ্জামান। স্বাগত বক্তব্য দেন, ইয়ুথনেট গ্লোবালের ক্যাপাসিটি ডেভেলপমেন্টের কো-অর্ডিনেটর নাজমুন নাহিদ।
উদ্বোধনের পর অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। মেলায় ১৫টি স্টলে জলবায়ু সহনশীল কৃষি, পয়ঃনিষ্কাশন, দুর্যোগ প্রস্তুতি ও প্রশমন বিষয়ক বিভিন্ন প্রযুক্তি ও কলাকৌশল এবং সরঞ্জামাদি প্রদর্শন করা হয়।