জাপান উপকূলে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজে অগ্নিকাণ্ড

বাসস
প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ১২:১৮

ঢাকা, ২১ আগস্ট, ২০২৫ (বাসস): জাপান উপকূলের কাছে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি জাহাজের অগ্নিকাণ্ড টানা ১২ ঘণ্টা চেষ্টার পর বৃহস্পতিবার ভোরে নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে মার্কিন সেনাবাহিনী জানিয়েছে। আগুন নেভাতে স্থানীয় জাহাজগুলো প্রায় সারারাত কাজ করেছে।

টোকিও থেকে এএফপি এই খবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহর এক বিবৃতিতে জানায়, ওকিনাওয়ার কাছে অবস্থানরত ‘ইউএসএস নিউ অরলিন্স’ জাহাজে বুধবার আগুন লাগে। এতে দুজন মার্কিন নাবিক সামান্য আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। তবে জাহাজের নাবিকরা এখনও সেখানেই অবস্থান করছেন।

২৪ হাজার ৪৩৩ টন ওজনের এই উভচর (জল ও স্থল) পরিবহণ জাহাজটির দৈর্ঘ্য ২০৮ দশমিক ৪ মিটার (৬৮৪ ফুট)। এটি বর্তমানে ওকিনাওয়ার হোয়াইট বিচ নৌঘাঁটির কাছে নোঙর করা রয়েছে।

এদিকে জাপান কোস্টগার্ড জানায়, প্রথমে মার্কিন সেনারা তাদের সহায়তা চাইলেও পরে তা বাতিল করে। তবে রাত সাড়ে ৭টার দিকে (গ্রিনিচ সময় রাত ১০টা ৩০ মিনিট) আবারও সহায়তা চাওয়া হয়।

জাপান কোস্টগার্ডের মুখপাত্র তেতসুহিরো আজুমাহিগা এএফপিকে জানান, কোস্টগার্ড, নৌবাহিনী ও বেসরকারি প্রতিষ্ঠানের চারটি জাহাজ রাতভর আগুন নেভানোর কাজে অংশ নেয়।

বর্তমানে জাপানে প্রায় ৫৪ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে, যাদের বেশিরভাগই ওকিনাওয়ায় অবস্থান করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০