ঢাবি ব্যবসা শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা ১৭ মে

বাসস
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ১৯:৫৪

ঢাকা, ১৬ এপ্রিল, ২০২৫ (বাসস): ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসা শিক্ষা ইউনিটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিকে ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা (শুধুমাত্র এমসিকিউ) পুনরায় অনুষ্ঠিত হবে। 

আগামী ১৭ মে বিকেল ৩টা থেকে ৩টা ৪৫ মিনিট পর্যন্ত এ পরীক্ষা চলবে। আজ ঢাবি’র সাধারণ ভর্তি কমিটির এক সভায় এমন সিদ্ধান্ত হয়। 

আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ইউনিটের বিজ্ঞান ও মানবিক শাখার শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় বসতে হবে না। এই দুই বিভাগের ভর্তিচ্ছুদের ফলাফল আগামীকাল বেলা ১১টায় প্রকাশ করা হবে। উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান ও কলা শাখার ব্যবসায় শিক্ষা ইউনিটে উত্তীর্ণ শিক্ষার্থীরা আগামী ১৯ এপ্রিল পর্যন্ত তাদের বিস্তারিত ফরম ও বিষয় পছন্দক্রম পূরণ করতে পারবেন।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি এই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে প্রশ্নপত্রের বহুনির্বাচনী অংশে ১২টি প্রশ্নে সেটে গড়মিল দেখা যায়। এ নিয়ে ব্যবস্থা নিতে ঢাবি প্রশাসনকে জানানো হলেও তারা গড়িমসি করায় শেষ পর্যন্ত পরীক্ষা বাতিলের দাবি নিয়ে আদালতে গেলে ফল প্রকাশ স্থগিত করে আদালত।

এরপর পুনরায় পরীক্ষার জন্য পদক্ষেপ নিতে অনুমতি চেয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে আদালতে আবেদন করা হয়।

নতুন করে এমসিকিউ পরীক্ষা নিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা আবেদন মঞ্জুর করেছেন হাইকোর্ট। বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি তামান্না রহমান খালিদীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত ১৩ এপ্রিল এ সিদ্ধান্ত দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ট্রাম্পকে পরাজিত করার পথ দেখিয়েছে নিউইয়র্ক : মামদানি
যুক্তরাজ্যের শীর্ষ ধনী পরিবারের প্রধান জিপি হিন্দুজার মৃত্যুবরণ
টাঙ্গাইলে ট্রাক-সিএনজি চালিত অটোরিকশা সংঘর্ষে  এক নারী নিহত
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে করা আপিলে রাষ্ট্র পক্ষের শুনানি চলছে
মুন্সিগঞ্জের গজারিয়ায় ৪ হাজার কেজি জাটকা জব্দ
ট্রাম্পকে মোকাবেলায় ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জেলা পুনর্নির্ধারণের জন্য ভোট : মার্কিন গণমাধ্যম
দিনাজপুরে দুদকের গণশুনানি ১০ নভেম্বর
মাদক পাচারের অভিযোগে মার্কিন হামলায় নিহত ২
রংপুরে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পঞ্চম বিভাগীয় কার্যালয়ের যাত্রা শুরু
চট্টগ্রামে বিএডিসি’র খাল পুনঃখননে হাজারো কৃষকের মুখে হাসি
১০