মাদক পাচারের অভিযোগে মার্কিন হামলায় নিহত ২

বাসস
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ১৩:৩২

ঢাকা, ৫ নভেম্বর, ২০২৫ (বাসস) : মঙ্গলবার পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচারকারী অভিযোগে একটি নৌযানে মার্কিন বাহিনীর হামলায় দুই জন নিহত হয়েছেন।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ একথা জানিয়েছেন। 

সেপ্টেম্বরের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্র এই ধরনের হামলা শুরু করে। বিশেষজ্ঞরা এ ধরনের হামলাকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সমান বলছেন। এমনকি যদি তারা পরিচিত পাচারকারীদের লক্ষ্য করেও থাকে তাহলেও।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ক্যারিবিয়ান ও প্রশান্ত মহাসাগরে এ ধরনের হামলা চালিয়ে তারা কমপক্ষে ৬৭ জনকে হত্যা করেছে। 

গোয়েন্দা সংস্থা নিশ্চিত করেছে, জাহাজটি অবৈধ মাদক পাচার ও মাদক বহনের সঙ্গে জড়িত ছিল। একটি পরিচিত মাদক পাচারের পথ ধরে যাতায়াত ও পূর্ব প্রশান্ত মহাসাগরের আন্তর্জাতিক জলসীমায় এই হামলা চালানো হয়।

হেগসেথ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ একটি পোস্টে বলেন, আমরা আমাদের নাগরিকদের ‘বিষ প্রয়োগের’ জন্য আমেরিকায় মাদক পাচারের উদ্দেশ্যে প্রতিটি জাহাজ খুঁজে বের করে ধ্বংস করব। 

তিনি বলেন, স্বদেশ রক্ষা করা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।  

হেগসেথ আগুনে পুড়ে যাওয়া একটি নৌযানটির ভিডিও রয়েছে। 

মার্কিন হামলায় সাগরে এখন পর্যন্ত কমপক্ষে ১৭টি জাহাজ ধ্বংস হয়েছে। 

ওয়াশিংটন এখনও পর্যন্ত এমন কোনও প্রমাণ প্রকাশ করেনি যে তাদের লক্ষ্যবস্তু মাদক পাচারের নৌযান ছিল অথবা সেগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য হুমকি ছিল। 

ভুক্তভোগীদের দেশের সরকার ও পরিবার জানিয়েছে, নিহতদের অনেকেই বেসামরিক নাগরিক, যাদের অনেকেই মৎস্যজীবী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বান্দরবানে দুস্থদের সহায়তা দিল সেনাবাহিনী
নাইক্ষ্যংছড়ির বাইশারী বাজারে অগ্নিকাণ্ডে ৭টি দোকান পুড়ে ছাই
স্ত্রীসহ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ব্যয়বহুল মেগা প্রকল্পের পরিবর্তে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী সুরক্ষায় মনোযোগের আহ্বান পরিবেশ উপদেষ্টার
১৫ নভেম্বরের মধ্যে এনসিপি’র প্রার্থী তালিকা প্রকাশ করা হবে : নাহিদ ইসলাম
খুলনায় ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
সাতক্ষীরায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
রিং শাইন টেক্সটাইলের চেয়ারম্যান-ব্যবস্থাপনা পরিচালকের প্রতিষ্ঠানের বিও একাউন্ট অবরুদ্ধ
আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের কোনো সুযোগ নেই: জামায়াত আমির
৯১ আসনে প্রার্থী ঘোষণা করেছে গণসংহতি আন্দোলন
১০