মাদক পাচারের অভিযোগে মার্কিন হামলায় নিহত ২

বাসস
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ১৩:৩২

ঢাকা, ৫ নভেম্বর, ২০২৫ (বাসস) : মঙ্গলবার পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচারকারী অভিযোগে একটি নৌযানে মার্কিন বাহিনীর হামলায় দুই জন নিহত হয়েছেন।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ একথা জানিয়েছেন। 

সেপ্টেম্বরের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্র এই ধরনের হামলা শুরু করে। বিশেষজ্ঞরা এ ধরনের হামলাকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সমান বলছেন। এমনকি যদি তারা পরিচিত পাচারকারীদের লক্ষ্য করেও থাকে তাহলেও।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ক্যারিবিয়ান ও প্রশান্ত মহাসাগরে এ ধরনের হামলা চালিয়ে তারা কমপক্ষে ৬৭ জনকে হত্যা করেছে। 

গোয়েন্দা সংস্থা নিশ্চিত করেছে, জাহাজটি অবৈধ মাদক পাচার ও মাদক বহনের সঙ্গে জড়িত ছিল। একটি পরিচিত মাদক পাচারের পথ ধরে যাতায়াত ও পূর্ব প্রশান্ত মহাসাগরের আন্তর্জাতিক জলসীমায় এই হামলা চালানো হয়।

হেগসেথ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ একটি পোস্টে বলেন, আমরা আমাদের নাগরিকদের ‘বিষ প্রয়োগের’ জন্য আমেরিকায় মাদক পাচারের উদ্দেশ্যে প্রতিটি জাহাজ খুঁজে বের করে ধ্বংস করব। 

তিনি বলেন, স্বদেশ রক্ষা করা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।  

হেগসেথ আগুনে পুড়ে যাওয়া একটি নৌযানটির ভিডিও রয়েছে। 

মার্কিন হামলায় সাগরে এখন পর্যন্ত কমপক্ষে ১৭টি জাহাজ ধ্বংস হয়েছে। 

ওয়াশিংটন এখনও পর্যন্ত এমন কোনও প্রমাণ প্রকাশ করেনি যে তাদের লক্ষ্যবস্তু মাদক পাচারের নৌযান ছিল অথবা সেগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য হুমকি ছিল। 

ভুক্তভোগীদের দেশের সরকার ও পরিবার জানিয়েছে, নিহতদের অনেকেই বেসামরিক নাগরিক, যাদের অনেকেই মৎস্যজীবী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ব্যাটিং ব্যর্থতায় আয়ারল্যান্ডের কাছে হেরে সিরিজ শুরু করল বাংলাদেশ
দুর্নীতির পরিবর্তে উদ্ভাবনকে বেছে নিতে তরুণদের আহ্বান জ্বালানি উপদেষ্টার 
বাংলাদেশ-নেপাল যৌথ স্টিয়ারিং কমিটির সভায় বিদ্যুৎ খাতে অধিকতর সহযোগিতায় গুরুত্ব 
ঢাবির ১৫টি গবেষণা কেন্দ্রের পরিচালক নিয়োগে সার্চ কমিটির প্রতিবেদন পেশ
পিআরআই-এর ‘মান্থলি ম্যাক্রোইকোনমিক ইনসাইটস’ প্রতিবেদন প্রকাশ
ঝিনাইদহে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন 
এলজিইডি ক্রিম-ক্রিলিক প্রকল্পের কেএফডব্লিউ রিভিউ মিশন সম্পন্ন
সূর্যের রোদে কেমিক্যালমুক্ত শুঁটকি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কুয়াকাটার জেলেরা
১৭৪ উপজেলায় নতুন ইউএনও 
চট্টগ্রামে মামলার দ্রুত নিষ্পত্তিতে কাজ করছেন আদালত
১০