সাতক্ষীরায় বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

বাসস
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ২২:০০

সাতক্ষীরা, ১৬ এপ্রিল, ২০২৫ (বাসস): সাতক্ষীরার লাবসা এলাকা থেকে ট্রাক ভর্তি ভারত থেকে অবৈধভাবে আনা শাড়ি, থান কাপড়, জিপসাম পাউডার, সিরামিক পাউডার ও পোস্তদানাসহ বিভিন্ন মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)।

আজ বুধবার ভোরে সাতক্ষীরা সদর উপজেলার লাবসা মোড় এলাকা থেকে বিজিবি সদস্যরা ট্রাকভর্তি উক্ত মালামাল জব্দ করেন। তবে এ ঘটনায় বিজিবি কোনো চোরাচালানিকে আটক করতে পারেনি।

বিজিবি জানায়, একটি চোরাচালানি চক্র ভারত থেকে অবৈধভাবে বিপুল পরিমাণ ট্রাকভর্তি মালামাল নিয়ে রাজধানী ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার লাবসা মোড় সংলগ্ন লস্কর ফিলিং স্টেশনের সামনে বিজিবি ৩৩ ব্যাটেলিয়নের সদস্যরা  অভিযান চালায়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ট্রাক ফেলে এর চালকসহ চোরাচালানিরা পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ট্রাকটি জব্দ করে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়ন সদর দপ্তরে আনেন। ট্রাক নম্বর-সাতক্ষীরা-ট-১১-০৬৯৬। পরে উক্ত ট্রাক থেকে ২হাজার ২৬১ পিস ভারতীয় শাড়ি, ৮হাজার ৯৯১ গজ জর্জেট টিস্যু থান কাপড়, ২ হাজার ১০০ কেজি পোস্তদানা, ৮০০ কেজি জিপসাম পাউডার ও ৮ হাজার ৬৩৭ কেজি সিরামিক পাউডার জব্দ করেন। জব্দকৃত ট্রাকসহ উক্ত মালামালের আনুমানিক মূল্য প্রায় ৯ কোটি টাকা বলে জানা গেছে।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, শুল্ককর ফাঁকি দিয়ে চোরাকারবারিরা উক্ত মালামাল অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচারের পর ট্রাক ভর্তি করে রাজধানী ঢাকায় নিয়ে যাওয়ার সময় তা জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা দেওয়ার এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী সুশিলা কার্কি
সেঞ্চুরি থেকে ৪ উইকেট দূরে তাসকিন
শ্রীলংকাকে হারিয়ে সুপার ফোরের পথে একধাপ এগিয়ে যেতে চায় বাংলাদেশ
পটুয়াখালী উপকূলে ধরা পড়েছে বিরল ‘তবলা মাছ’
সিএমপি স্কুলের ২৭ শিক্ষার্থী পেলো পুনাক মেধাবৃত্তি
ঝিনাইদহে পরিবেশ রক্ষায় তালের বীজ রোপণ
নওগাঁয় কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার
রাজধানীতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আরও ১২ সদস্য গ্রেফতার
নাটোরে চলনবিলে নৌকা বাইচ প্রতিযোগিতা
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ
১০