দিনাজপুর, ১৭ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলার চিরিরবন্দর উপজেলার সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযানে ঘুষের ৩৫ হাজার ৫ শত টাকাসহ কাগজপত্র জব্দ করা হয়েছে।
দিনাজপুর সমন্বিত জেলা দুদক কার্যালয়ের উপ-পরিচালক মো. আতাউর রহমান সরকার গতকাল বুধবার রাত সাড়ে ১১ টায় সাংবাদিকদের জানান, দলিল সম্পাদনের সময় ঘুষ গ্রহণের টাকা হাতেনাতে পাওয়ার অভিযোগে অফিস সহকারী দুলাল চন্দ্র রায়কে দিনাজপুর জেলা রেজিস্ট্রার গতকাল বুধবার রাতে সাময়িক বরখাস্ত করে।
তিনি বলেন, দুদক সদর দপ্তরের অনুমতিক্রমে গতকাল বুধবার জেলার চিরিরবন্দর উপজেলা সাব রেজিস্ট্রার অফিসে অনিয়ম, দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।
গতকাল ১৬ এপ্রিল বুধবার বেলা দুটো থেকে রাত ৯ টা পর্যন্ত দিনাজপুর সমন্বিত দুদক কার্যালয়ের উপ-পরিচালক মো. আতাউর রহমান এর নেতৃত্বে এই দুর্নীতিবিরোধী এনফোর্সমেন্ট অভিযান চালানো হয়। চিরিরবন্দর সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতি দমন কমিশন কার্যালয়ের উপ-পরিচালক মো. আতাউর রহমান, সহকারি পরিচালক ইসমাইল হোসেন ও খাইরুল ইসলামের যৌথ অভিযানে অফিস সহকারী দুলাল রায়ের কাছ থেকে ঘুষ গ্রহণের নগদ ২৪ হাজার টাকা ও লুৎফর রহমানের কাছ থেকে সাড়ে ১১ হাজার টাকা উদ্ধার করা হয়। এ সময় উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের অফিস সহকারি দুলাল রায়কে জেলা-রেজিস্ট্রার পদ থেকে সাময়িক বরখাস্ত এবং আরেক কর্মকর্তা লুৎফর রহমানের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করার সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন।
দুদক কর্তৃপক্ষ জানায়, কয়েকজন জমি ক্রেতা ও বিক্রেতা এবং নকল গ্রহীতারা অভিযান কালে দুদক কর্মকর্তাদের নিকট অভিযোগ করেন, চিরিরবন্দর সাব রেজিস্ট্রি অফিসের সাব-রেজিস্ট্রার মো. মেহেদী হাসান যোগদান করার পর থেকে, কয়েকজন দলিল লেখক, কয়েকজন নকল নবিশ, দলিল রেজিস্ট্রিসহ, দলিলের জাবেদা নকল উত্তোলনে বিভিন্ন ফিস- এর নামে অতিরিক্ত অর্থ আদায় করে থাকেন। সাব-রেজিস্ট্রার অফিসের এসব স্টাফেরা বর্তমান সাব-রেজিস্ট্রার-এর জ্ঞাতসারে সরকারি বিধি অমান্য করে অতিরিক্ত টাকা ঘুষ হিসাবে গ্রহণ শুরু করেছেন। দলিল প্রতি সর্বনিম্ন ৩ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত ঘুষ নেয়া চালু করেছেন। এর ফলে জমি ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে চাপা ক্ষোভ ছড়িয়ে পড়ে।
দুদক কার্যালয় সূত্রটি জানায়, এই বিষয়ে ১৫ দিন আগে থেকেই দিনাজপুর দুর্নীতি দমন কার্যালয়ের কর্মকর্তাগণ গোপনে ওই সাব-রেজিস্ট্রার অফিসে নজরদারি শুরু করে। অবশেষে গতকাল বুধবার দুপুর দু'টা থেকে রাত ৯ টা পযন্ত দীর্ঘ ৭ ঘন্টাব্যাপী দুদক এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে।
এ বিষয়ে সাব-রেজিস্ট্রার মেহেদি হাসান এর সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে, তিনি এ বিষয় কোন বক্তব্য দিতে অস্বীকৃতি জানান। ফলে অভিযানের বিষয়ে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
দিনাজপুর জেলা রেজিস্ট্রার মো. সাজেদুল ইসলাম বলেন, ‘দুর্নীতি, অনিয়ম ও ঘুষ গ্রহণের সাথে যারা জড়িত রয়েছে, তাদের বিরুদ্ধে সরকারি বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
দুদকের উপ-পরিচালক বলেন, ‘এনফোর্সমেন্ট অভিযানে প্রাপ্ত তথ্য প্রতিবেদনসহ দুদক সদর দপ্তরে প্রেরণ করা হবে। দুদক সদর দপ্তরের নির্দেশ অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’