রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ১৮ মে

বাসস
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ১২:৩৪ আপডেট: : ১৭ এপ্রিল ২০২৫, ১২:৪১
চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট ঢাকা। ছবি : বাসস

ঢাকা, ১৭ এপ্রিল, ২০২৫ (বাসস) : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ মে  দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত।

আজ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে মামলার তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল না করায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান প্রতিবেদন দাখিলের জন্য নতুন এ দিন ধার্য করেন।

২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করা হয়। পরে ওই টাকা ফিলিপাইনে পাঠানো হয়। দেশের অভ্যন্তরের কোনো একটি চক্রের সহায়তায় হ্যাকার গ্রুপ রিজার্ভের অর্থপাচার করে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

ওই ঘটনায় একই বছরের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপ-পরিচালক জোবায়ের বিন হুদা বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে মতিঝিল থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ (সংশোধনী ২০১৫) এর ৪-সহ তথ্য ও প্রযুক্তি আইন-২০০৬ এর ৫৪ ধারায় ও ৩৭৯ ধারায় একটি মামলা করেন। মামলাটি বর্তমানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
টাঙ্গাইলে ট্রাক-সিএনজি চালিত অটোরিকশা সংঘর্ষে  এক নারী নিহত
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে করা আপিলে রাষ্ট্র পক্ষের শুনানি চলছে
মুন্সিগঞ্জের গজারিয়ায় ৪ হাজার কেজি জাটকা জব্দ
ট্রাম্পকে মোকাবেলায় ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জেলা পুনর্নির্ধারণের জন্য ভোট : মার্কিন গণমাধ্যম
দিনাজপুরে দুদকের গণশুনানি ১০ নভেম্বর
মাদক পাচারের অভিযোগে মার্কিন হামলায় নিহত ২
রংপুরে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পঞ্চম বিভাগীয় কার্যালয়ের যাত্রা শুরু
চট্টগ্রামে বিএডিসি’র খাল পুনঃখননে হাজারো কৃষকের মুখে হাসি
চাঁদপুরে পাসপোর্ট করতে এসে হাতেনাতে ধরা পড়লেন দুই রোহিঙ্গা নারী  
ফিলিপাইনে টাইফুনে মৃতের সংখ্যা বেড়ে ৬৬ জনে 
১০