রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ১৮ মে

বাসস
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ১২:৩৪ আপডেট: : ১৭ এপ্রিল ২০২৫, ১২:৪১
চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট ঢাকা। ছবি : বাসস

ঢাকা, ১৭ এপ্রিল, ২০২৫ (বাসস) : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ মে  দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত।

আজ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে মামলার তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল না করায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান প্রতিবেদন দাখিলের জন্য নতুন এ দিন ধার্য করেন।

২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করা হয়। পরে ওই টাকা ফিলিপাইনে পাঠানো হয়। দেশের অভ্যন্তরের কোনো একটি চক্রের সহায়তায় হ্যাকার গ্রুপ রিজার্ভের অর্থপাচার করে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

ওই ঘটনায় একই বছরের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপ-পরিচালক জোবায়ের বিন হুদা বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে মতিঝিল থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ (সংশোধনী ২০১৫) এর ৪-সহ তথ্য ও প্রযুক্তি আইন-২০০৬ এর ৫৪ ধারায় ও ৩৭৯ ধারায় একটি মামলা করেন। মামলাটি বর্তমানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শান্তিতে নোবেল জিতে মাচাদো বললেন ‘আমি হতবাক’
৪২তম জাতীয় জুনিয়র দাবায় চতুর্থ রাউন্ড শেষে তিনজন খেলোয়াড় শীর্ষে
রাজধানীতে র‌্যাবের অভিযানে ১ মাদক কারবারি গ্রেফতার 
বিশ্বজুড়ে বাড়ছে পরমাণু বিদ্যুতের ব্যবহার 
নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের জন্য ২২৮ রানের লক্ষ্য পেল বাংলাদেশ
ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন
জুলাই সনদের আইনি ভিত্তি দিতে গণভোটের আহ্বান খেলাফত মজলিসের 
ফিলিপাইনে ফের শক্তিশালী ভূমিকম্পের আঘাত
সামোয়ার হয়ে দ্বিতীয় ম্যাচেই জয় পেলেন টেইলর
ইস্তাম্বুল পৌঁছেছেন আলোকচিত্রী শহিদুল আলম
১০