ফিলিপাইনে টাইফুনে মৃতের সংখ্যা বেড়ে ৯০ জনে

বাসস
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ১৩:০১ আপডেট: : ০৫ নভেম্বর ২০২৫, ১৫:০৬

ঢাকা, ৫ নভেম্বর, ২০২৫ (বাসস) : ফিলিপাইনে টাইফুন কালমেগিতে মৃতের সংখ্যা বেড়ে বুধবার ৯০ জনে দাঁড়িয়েছে। সেবু প্রদেশ থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানিয়েছে। 

টাইফুনের ফলে সৃষ্ট স্মরণকালের ভয়াবহতম ওই বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সেবু প্রদেশের বাসিন্দারা ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে সরে যেতে শুরু করেছে। 

নজিরবিহীন বন্যার পানি নগরগুলোতে ছড়িয়ে পড়েছে। বন্যার পানির স্রোতের তোড় গাড়ি, ট্রাক— এমনকি বিশাল শিপিং কন্টেইনারগুলোকেও ভাসিয়ে নিয়ে গেছে।

বুধবার, সেবুর মুখপাত্র রোন রামোস বার্তা সংস্থা এএফপিকে জানান প্রাদেশিক রাজধানী সেবু সিটির মেট্রো এলাকার অংশ লিলোয়ানের প্লাবিত এলাকা থেকে ৩৫টি লাশ উদ্ধার করা হয়েছে।

এই ভয়াবহ খবরে সেবুতে মৃতের সংখ্যা ৭৬ জনে দাঁড়িয়েছে। আগের দিন, জাতীয় বেসামরিক প্রতিরক্ষা উপ-প্রশাসক রাফায়েলিতো আলেজান্দ্রো অন্যান্য প্রদেশে কমপক্ষে ১৭ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আলেজান্দ্রো বলেন, প্রধান শহরগুলোর আধুনিক এলাকাগুলো বন্যার কবলে পড়েছে। প্রাকৃতিক এই দুর্যোগে ২৬ জন নিখোঁজ রয়েছে।

তিনি আরো বলেন, বন্যা কমে গেছে। এখন আমাদের চ্যালেঞ্জ হলো আমাদের রাস্তা আটকে দেওয়া ধ্বংসাবশেষ পরিষ্কার করা।

বুধবার সকালে এএফপি’র সাংবাদিকরা বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। তারা এ সময় আগের দিন যে সব রাস্তা বন্যায় নদীতে পরিণত হয়েছিল সেগুলো পরিষ্কার করছিল।

৫৩ বছর বয়সী রেনাল্ডো ভার্গারা এএফপিকে বলেন, ‘গতকাল এখানে বন্যা সত্যিই তীব্র ছিল।’ 

তিনি আরো বলেন, তার ছোট দোকানের সবকিছু ভেসে গেছে।

নদী উপচে পড়ায় বন্যায় নদী তীরবর্তী স্থানগুলো প্লাবিত হয়েছে। 

ভোর চারটা বা পাঁচটার দিকে, পানির স্রোত এতটাই তীব্র ছিল যে কেউ বাইরে পা রাখতেও পারছিল না। এরকম কিছু এর আগে কখনো ঘটেনি।

আবহাওয়া বিশেষজ্ঞ চারমাগনে ভারিলা এএফপিকে জানান, কালমেগি সৃষ্ট ভূমিধ্বসের ২৪ ঘন্টা আগে, সেবু নগরীর আশেপাশের এলাকা ১৮৩ মিলিমিটার বৃষ্টিতে প্লাবিত হয়, যা মাসিক গড়ে ১৩১ মিলিমিটারেরও বেশি ছিল।

মঙ্গলবার, প্রাদেশিক গভর্নর পামেলা বারিকুয়াত্রো পরিস্থিতিকে নজিরবিহীন বলে অভিহিত করেন।

তিনি সাংবাদিকদের বলেন, বন্যার পানি ছিল কেবলই ধ্বংসাত্মক। আমরা আশঙ্কা করেছিলাম যে কেবল বাতাস বিপজ্জনক হবে। কিন্তু বন্যার পানি আমাদের জনগণকে সত্যিই ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে।

বিজ্ঞানীরা সতর্ক করেছেন যে, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে ঝড়গুলো আরো শক্তিশালী হয়ে উঠছে। উষ্ণ সমুদ্র টাইফুনগুলোকে দ্রুত শক্তিশালী হতে দেয় এবং উষ্ণ বায়ুমণ্ডলে আর্দ্রতা বেড়ে গেলে ভারী বৃষ্টিপাত সৃষ্টি করে।

টাইফুনের আঘাত থেকে বাঁচাতে প্রায় ৪ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে ফেলা হয়।

ফিলিপাইনের সামরিক বাহিনী মঙ্গলবার নিশ্চিত করেছে যে টাইফুনের ত্রাণ প্রচেষ্টায় সহায়তা করার জন্য মোতায়েন করা চারটি হেলিকপ্টারের মধ্যে একটি, উত্তর মিন্দানাও দ্বীপে বিধ্বস্ত হয়েছে।

পূর্ব মিন্দানাও কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, শক্তিশালী ঝড়ের সঙ্গে সম্পর্কিত ত্রাণ অভিযানের লক্ষ্যে উপকূলীয় শহর বুটুয়ানে যাওয়ার সময় সুপার হুয়ে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে।

কয়েক ঘন্টা পর, বিমান বাহিনীর মুখপাত্র কর্নেল মারিয়া ক্রিস্টিনা বাসকো বলেন, সেনারা ছয় জনের লাশ উদ্ধার করেছে।

তিনি সাংবাদিকদের বলেন, বিমানটিতে দুই জন পাইলট এবং চার জন ক্রু সদস্য ছিলেন। আমরা ফরেনসিকের মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত করার জন্য অপেক্ষা করছি।

বুধবার সকাল ৮টা পর্যন্ত, টাইফুন কালমেগি পশ্চিম দিকে পালাওয়ানের পর্যটন কেন্দ্রের দিকে অগ্রসর হয়। এ সময় ঘণ্টায় ১২০ কিলোমিটার বেগে বাতাস এবং ১৬৫ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছিল।

ফিলিপাইনে প্রতি বছর গড়ে ২০টি ঝড় এবং টাইফুন নিয়মিতভাবে দুর্যোগপ্রবণ এলাকায় আঘাত হানে, যেখানে লাখ লাখ মানুষ দারিদ্র্যের মধ্যে বাস করে।

আবহাওয়া বিশেষজ্ঞ ভারিলা এএফপিকে বলেন, ডিসেম্বরের শেষ নাগাদ কমপক্ষে ‘তিন থেকে পাঁচটি’ ঝড়ের আশঙ্কা রয়েছে।

সেপ্টেম্বরে ফিলিপাইনে দুটি বড় ঝড় আঘাত হানে। যার একটি সুপার টাইফুন রাগাসা।  

শক্তিশালী ঝড়টির আঘাতে  তাইওয়ানের কাছে ভবনের ছাদ ভেঙে ১৪ জনের মৃত্যু হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
৯১ আসনে প্রার্থী ঘোষণা করেছে গণসংহতি আন্দোলন
তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে লেখা হয়েছিল: অ্যাটর্নি জেনারেল
ব্রাসেলস বিমানবন্দরে পুনরায় ফ্লাইট চালু হচ্ছে
দুবলার চরে তিন দিনব্যাপী রাসপূজা সমাপ্ত
মার্কিন রাজনীতিতে চমক: সমাজতন্ত্রী ও ট্রাম্পবিরোধী মামদানি নিউইয়র্কের নতুন মেয়র
ভাল্লুকের আক্রমণের পর সেনা মোতায়েন করল জাপান
মাটি ও পরিবেশ রক্ষায় মেহেরপুরে কৃষক ঐক্য ফাউন্ডেশনের পথসভা
বাগেরহাটে ৩ দিনব্যাপী ‘চিংড়ি চাষ’ প্রশিক্ষণ 
চট্টগ্রামের বোয়ালখালীতে জালে আটকে পড়া অজগর সাপ উদ্ধার
শান্তিরক্ষা প্রশিক্ষণ ও গবেষণায় সহযোগিতা বাড়াতে ঢাবি ও বিপসটের চুক্তি
১০