ঢাকা, ১৭ এপ্রিল, ২০২৫ (বাসস) : ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহে আলম মুরাদকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
জানা গেছে,শাহে আলম মুরাদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় মামলা রয়েছে।